নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

⌂ ভ্রমণ »ছবি ব্লগ ■ চলুন ঘুরে আসা যাক কক্সবাজারের সবচেয়ে বড় বৌদ্ধ ক্যাং »আগ্গ মেধা বৌদ্ধ ক্যাং

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪


পৃথিবীর দীর্ঘতম সৈকতের রূপে ডুব দিতে কক্সবাজার বেড়াতে যাননি এমন মানুয়ের স্ংখ্যা হয়তো সংখ্যায় খুবই নগন্য । মজার বিষয় হলো প্রতি বছর অসংখ্য মানুষ ভ্রমণ করতে গেলেও সৈকতের বাহিরে আরো যে আশেপাশে দেখার মতো প্রাচীন দর্শনীয় জায়গা আছে তা এখনো অনেক মানুষ জানে না। মূল পর্যটন স্পট সৈকত প্রান্ত থেকে এই সব জায়গার অবস্থান খানিকটা দুরে হওয়ায় এবং সঠিক অবস্থান না জানার কারনে কক্সবাজার সদরের মধ্যে অবস্থান হওয়ার পরেও এমন সুন্দর সুনশান স্থাপনা দেখা থেকে মানুষ প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে । আজ আপনাদের জন্য এমনি একটি স্থাপনার পরিচয় করিয়ে দিবে।
কক্সবাজার সদরে ছোট-বড় মিলিয়ে ৭টির মতো বৌদ্ধ ক্যাং রয়েছে। এর মধ্যে আগ্গা মেধা ক্যাংমাহাসিংদোগীক্যাং সবচেয়ে বড়। এ সবে স্থাপিত বৌদ্ধ মুর্তিগুলো দেখবার মতো। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা ও বিষু উৎসব ক্যাং এ উদযাপন হয়।



আগ্গ মেধা বৌদ্ধ ক্যাং



■ আগ্গ মেধা বৌদ্ধ ক্যাং এ প্রবেশ করার প্রধান ফটক ■




■ সম্পূর্ন কাঠের পাঠাতনের উপর মির্মিত দ্বিতীয় তলার নয়নাভিরাম বৌদ্ধ ক্যাং এর প্রার্থনালয় ■















কক্সবাজার ভ্রমণের অন্যান্য দর্শনীয় স্থান সমুহঃ

পাহাড়ের চুড়ায় অবস্থিত সার্কিট হাউস



মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! দারুন অসাধারন ছবি ব্লগ।

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬

নিয়াজ সুমন বলেছেন: হিম হিম শীত সকালে আপনাকে সতেজ এক গুচ্ছ রজনীগন্ধ্যা ফুলের শুভেচ্ছা।
ভালো থাকুন সবসময়।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ্ভাল লাগল ছবি ব্লগ

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪

নিয়াজ সুমন বলেছেন: ফাতেমা আপু,-
আপনার ভালোলাগায় খুশি হলাম।
শুভেচ্ছা রইলো আপনার প্রতি---

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৪

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৮

নিয়াজ সুমন বলেছেন: প্রাকৃতিক আবহে সুনশান জায়গা ভালো লাগবে যে কারো কাছে। তবে বেশির ভাগ মানুষ সমুদ্র সৈকত থেকে ঘুরে চলে আসে। অনেকের কাছে অজানা।
ধন্যবাদ আপনাকে। শুভ কামনা।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯

জাহিদ অনিক বলেছেন:



কক্সবাজার ! কক্সবাজার ! কবে যে যাব ! কবে যে যাব !

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০

নিয়াজ সুমন বলেছেন: সময় করে একদিন চলে আসুন---
আসার পথ সুগম হোক- শুভকামনা।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

পার্থ তালুকদার বলেছেন: কক্সবাজার গেলে শুধু আমরা সমুদ্র সৈকতই দেখি।
এসবেও নজর দেয়া উচিত।

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৮

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে- শুভেচ্ছা রইলো আপনার প্রতি।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৫২

মলাসইলমুইনা বলেছেন: অনেক আগে দেখা বুদ্ধ প্যাগোডাগুলো আবার দেখা হলো আপনার ব্লগের কারণে | স্মৃতির দরজায় কারা নাড়া আপনার ব্লগ ভালো লাগলো |

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪

নিয়াজ সুমন বলেছেন: স্মৃতি গুলো এমনি –
যখন স্মৃতির আকাশ ভেসে উঠে
মনের ভিতর শিহরণ জেগে উঠে।।
ধন্যবাদ ও শুভ কামনা ।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২৭

ওমেরা বলেছেন: সুন্দর লাগল ছবি ব্লগ ।

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭

নিয়াজ সুমন বলেছেন: আপনার ভালোলাগায় আনন্দিত হলাম।
ভালো থাকুন – শুভ কামনা।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৩

আটলান্টিক বলেছেন: ++++++++++
আরো নিবেন?

২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৪

নিয়াজ সুমন বলেছেন: এক সাথে এত্তগুলো +
বাকি গুলো পরবর্তী পোস্টের জন্য থাক।
আপনাকেও অনেক অনেক ভালোবাসা রইলো।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬

তারেক ফাহিম বলেছেন: যাওয়ার ইচ্ছেটা এখনো থামেনি।

সময় ‍সুযোগ আর টাকা কোনটাই একসাথে আমার হয়ে উঠে না তাই যাওয়া হয় না।

সুন্দর ছবি ব্লগ।

২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২০

নিয়াজ সুমন বলেছেন: ইচ্ছা যেহেতু আছে সফলকাম হবেন নিশ্চয়।
সময় আর টাকার সমস্যার সমাধান হয়ে যাাবে । শুভ কামনা।

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: কয়েকবার গিয়েছি এখানে।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৯

নিয়াজ সুমন বলেছেন: আপনি পাকা ভ্রমণকারী তা আপনার ভ্রমণ পোস্ট দেখে বুঝতে পেরেছি।
ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৫

বাবিতো বলেছেন: আমি নতুন অতিথি।
ভাল লাগল। এসব তথ্য দিয়ে ভ্রমণের জন্য উৎসাহিত করার জন্য ধন্যবাদ। ইচ্ছে আমারও আছে কিন্তু ----- অভাব। সময় এবং --- একত্রে হলে আমিও যাব, দেখবো।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫২

নিয়াজ সুমন বলেছেন: এক গুচ্ছ জুঁইফুল দিয়ে ব্লগে আপনাকে বরণ করে নিলাম।
ব্লগে আপনার যাত্রা শুভ হোক।
শুভ কামনা----আপু--

১২| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৩

নাহিদ উদ্দিন কোমল বলেছেন: ভালো লেগেছে প্রতিটি কথা এবং ছবিগুলো। প্রানোবন্দ এবং প্রানোচ্ছলিত ছবিগুলো দেখে আবারো ভ্রমনে বের হতে মন চাচ্ছে।
আর সাথে যদি থাকে আরামদায়ক ভাবে ঘোরার এক অনন্য নাম তাহলেতো আনন্দের কোনো শেষ নেই।
ধন্যবাদ

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৩

নিয়াজ সুমন বলেছেন: আপনার ভালোলাগায় আমার আনন্দ, আপনার মনের ইচ্ছা পূরণ হোক। শুভ কামনা্ আপনার জন্য।

১৩| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৩

ঢুকিচেপা বলেছেন: হ্যাঁ, এটাই দেখেছিলাম। আবার নতুন করে দেখা হলো।
স্মৃতিগুলো মনে পড়ে গেল।

০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০০

নিয়াজ সুমন বলেছেন: কত স্মৃতি মনের গভীরে থেকে যায়
এভাবে...
সময় চলে যায় তরে তরে স্মৃতিগুলো ভারী হয় অবিরাম...
-------------------------------------------------------------
পড়ন্ত বেলার শুভেচ্ছা রইলো.. প্রিয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.