নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

⌂ সাহিত্য■ বই আলোচনা » আমার পড়া • যদ্যপি আমার গুরু

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৫


সবাই স্বীকার করেন অধ্যাপক আবদুর রাজ্জাক একজন চমৎকার মানুষ। তাঁর জ্ঞানচর্চার পরিধি কতদূর বিস্তৃত ছিলো, তিনি ব্যক্তি মানুষটি কেমন ছিলো সে বিষয়েও খুব কম সংখ্যক মানুষের ধারণা ছিলো । খুব কাছের মানুষ ছাড়া বেশির ভাগ মানুষের উনার সর্ম্পকে তেমন কোন ধারনা নেই। যদ্যপি আমার গুরু গ্রন্থটি পাঠক সাধারণের মনে অধ্যাপক আবদুর রাজ্জাকের মনীষা এবং মানুষ আবদুর রাজ্জাক সম্পর্কে একটি ভালো ধারণা গঠন করতে কিংবা তার সর্ম্পকে অনেকখানি জানতে আপনাকে সাহায্য করবে। যেহেতু লেখক অধ্যাপক আবদুর রাজ্জাকের সান্নিধ্য পেয়েছেন এবং তিনি চেষ্টা করেছেন যতটুকু সম্ভব পাঠকের কাছে উনাকে তুলে ধরার জন্য।


জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাককে চলমান বিশ্বকোষ বলা যায় কেননা রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, শিল্প-সাহিত্য, অর্থশাস্ত্র, ধর্ম-সংস্কৃতি এই সবগুলো বিষয়ে তিনি বিশেষজ্ঞের মতো মতামত দেবার ক্ষমতা রাখেন। তাঁর পাণ্ডিত্যের খ্যাতি সর্বজনসমাদৃত। এই নিভৃতচারী, জ্ঞান্সাধক মানুষটি সারা জীবন কোন গ্রন্থ রচনা করেননি।


যা পাঠ করার মাধ্যমে আমারা পাঠক হিসেবে তার সর্ম্পকে জানতে পারবো। সভা- সমিতিতে কথাবার্তা বলারও বিশেষ অভ্যাস তাঁর ছিলো না। অনাড়ম্বর জ্ঞান্সাধক মানুষটি তাঁর মেধা এবং মননশক্তি দিয়ে জাতীয় জীবনের সন্ধিক্ষন এবং সংকটময় মুহূর্তসময়ে সঠিক পথ নির্দেশ দিয়েছেন। অধ্যাপক আবদুর রাজ্জাক, বলতে গেলে, চারটি দশক ধরেই তরুন বিদ্যার্থীদের অনুপ্রেরনার উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছেন।



একনজরে…
বইয়ের নামঃ যদ্যপি আমার গুরু
লেখকের নামঃ আহমদ ছফা
প্রকাশক: মাওলা ব্রাদার্স
প্রথম প্রকাশ: February 1998
Edition 6th Print : January 2013
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
পৃষ্ঠা সংখ্যা: 110
মূল্য : 175 টাকা
ভাষা: বাংলা
ISBN: 984 410 022 4
বইয়ের রেটিং (ব্যক্তিগত) : 5 এ 5


লেখক আহমদ ছফা তরুন বয়সে

লেখক পরিচিতিঃ

বইয়ের ভিতরের কিছু নোটেড দৃশ্যচিত্র :





বই নিয়ে অন্য রিভিউ সমূহঃ
মহাজীবন এক্সপ্রেস - নাদিম মজিদ
প্রজাপ্রতি - সমরেশ বসু
সাম্প্রতিক বিবেচনা: বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস - আহমদ ছফা

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৬

প্রামানিক বলেছেন: যদ্যপি আমার গুরু পুরোটাই পড়েছি, আহমেদ ছফা বইটিতে রাজ্জাক স্যারের উসিলায় অনেক মূল্যবান তথ্যই তুলে ধরেছেন।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৫১

নিয়াজ সুমন বলেছেন: আপনি ঠিক বলেছেন, বইটি পড়া শুরু করে আমি আর বিরতি দিতে পারিনি একটানা পড়ে শেষ করতে হয়েছে। এমন আকর্ষণ প্রতিটি লেখার পরতে পরতে।

২| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর আ‌লোচনা।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৩

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই, পাঠ প্রতিক্রিয়ার জন্য।

৩| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৭

বিজন রয় বলেছেন: আমাদের অনেকেই এনাদের নাম জানে না, বই পড়া তো দূরের কথা।

এই পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৫

নিয়াজ সুমন বলেছেন: আপনি ঠিক বলেছেন, আমিও এক সময় জানতাম না। যখন জানলাম উনার বই পড়ে অভিভুত হলাম। এর মধ্যে উনার তিনটি বই পড়া শেষ করেছি।

৪| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:০৪

খনাই বলেছেন: অনেক কথাই আছে বইটাতে আবার অনেক কথাই নাই | বঙ্গবন্ধু প্রসঙ্গে একটা জায়গায় এক দুইটা বাক্য আছে মনে হয় বইয়ে কোথাও | আমার মনে হয়েছে প্রফেসর রাজ্জাক এতো কম বলে ওই প্রসঙ্গে থেমে যাবেন সেটা খুব অস্বাভাবিক | আহমেদ ছফা কোনো ব্যাখ্যা দেননি এই সংক্ষিপ্ত বর্ণনার ! ব্যাপারটা অস্বাভাবিক লেগেছে আমার কাছে |

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৯

নিয়াজ সুমন বলেছেন: হুম, কিছু কিছু বিষয় তিনি বিস্তারিত বলেন নি, সংক্ষিপ্ত বলেছেন। তবে যা বলেছেন তাও অনেক গুরুতপূর্ন তথ্য দিয়ে গিয়েছেন।

৫| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৬

করুণাধারা বলেছেন: আলোচনা ভালো লাগলো।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:০০

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা জানবেন পাঠের জন্য।

৬| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৭

বিজন রয় বলেছেন: এখনকার ছেলেমেয়েরা শুধু ধর্মের বই পড়ে।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:০২

নিয়াজ সুমন বলেছেন: সত্যি বলতে কি, শুধু এক রকমের বই পড়লে হবে না, চারপাশকে জানার জন্য আমাদের কে বিভিন্ন রকম বিষয়ের বই পড়তে হবে। পড়ার মধ্যে যত বৈচিত্র থাকবে জানার পরিধি ও তত সমৃদ্ধ হবে।

৭| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩১

টারজান০০০০৭ বলেছেন:

বইটি সংগ্রহে আছে, পড়িয়া দেখা হয় নাই ! ছফার বিরাট কালেকশন কিনিয়াছিলাম, পড়ার সময় হয় না !

বিজন রয় বলেছেন: এখনকার ছেলেমেয়েরা শুধু ধর্মের বই পড়ে।
আপনার অবজারভেশন ভুল ! মানুষ অনেক কিছুই পড়ে , শুধু ধর্ম নহে ! তবে সব খাদ্য সবার জন্যতো নহে ! যাহার যাহাতে ক্ষিধা আছে সেতো সেইটাই খাইবে ! আপনার ধর্মে ক্ষুধা না থাকিতে পারে, যাহাদের আছে তাহাদের পড়িতে দিন ! আপনি নাহয় মার্ক্সই পড়ুন ! সমস্যা কি !

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০০

নিয়াজ সুমন বলেছেন: ঝটপট পড়ে ফেলুন, আর আপনার অনুভুতি আমাদেরকে জানান,
আপনার সাথে একমত, ব্যক্তি ভেদে মানুষের রুচিও আলাদা হয় আর এ জন্যই প্রত্যেক মানুষ হয়তো তাই ভিন্ন ভিন্ন দৃষ্টি ভঙ্গির হয়।

৮| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৬

আখেনাটেন বলেছেন: চমৎকার লেখা। অাহমদ ছফার অন্যতম সেরা কাজ। তবে উনাকে আমার কিছুটা পাগলাটে মনে হয়। একবার ডান তো আর একবার বাম। বিশেষ করে উনার সাক্ষাৎকারগুলোতো সব ক্লাসিক। সবাইকে ধুয়ে দিয়েছেন।

ভালো লাগল রাজ্জাক স্যারকে নিয়ে উনার এই লেখাটিকে সামনে আনার জন্য।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:০২

নিয়াজ সুমন বলেছেন: বইটি পড়ার আগ পর্যন্ত আমি আরদুর রাজ্কাক সম্ফকে কোন কিছু জানতাম না, আপনি ঠিক বলেছেন, আহমদ ছফা যা বলেন সোজাসুজি বলে ফেলেন, এইটাই হয়তো উনার চারিত্রিক ধরণ, বলার সময় ভয় করেন না।

৯| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আবদুর রাজ্জাক স্যার বাংলাদেশের সক্রেটিস, আর আহমদ ছফা প্লেটো!



ছফা ইজ মাই হিরো...:)

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৩

নিয়াজ সুমন বলেছেন: বাহ! চমৎকার বলেছেন,

১০| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আবদুর রাজ্জাক স্যার বাংলাদেশের সক্রেটিস, আর আহমদ ছফা প্লেটো!

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৪

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই, শুভেচ্ছা রইলো।

১১| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:১১

সোহাগ তানভীর সাকিব বলেছেন: "যদ্যপতি আমার গুরু" বইটি পড়েছি। আসলে, অসাধারণ মানুষেরা খুব-ই সাধারণ হয়। আব্দুর রাজ্জাক স্যার একজন অসাধারণ মানুষ হয়েও জীবন যাপন ছিল খুবই সহজ এবং সাধারণ।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৫

নিয়াজ সুমন বলেছেন: তানভীর ভাই, জ্ঞানী গুনী মানুষগুলো এমনি হয়। সহমত, শুভ কামনা আপনার প্রতি।

১২| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:১১

ক্লে ডল বলেছেন: আমার পড়া হয়নি।দেখি পড়তে হবে ভাবছি।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৭

নিয়াজ সুমন বলেছেন: হুম। পড়ে ফেলুন আর আপনার অনুভুতি জানান আমাদের কে।

১৩| ০৫ ই জুন, ২০১৮ রাত ১১:৫২

পবন সরকার বলেছেন: দারুণ একটি বই।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৯

নিয়াজ সুমন বলেছেন: ঠিক বলেছেন, এই পর্যন্ত ‍ুউনার লেখা তিনটি বই পড়েছি, তিনটি খুব ভালো লেগেছে, সব টাই একটানা পড়ে শেষ করেছি…

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৮

কালীদাস বলেছেন: ছফা আমার প্রিয় লেখকদের একজন। নিজেকে কোন ছকে আবদ্ধ রাখতে পছন্দ করতেন না। এই বইটা পড়েছিলাম অনেক আগে, এখন ভাল করে সবকিছু মনে নেই। কিছু জায়গায় মনে হয়েছিল ইনফো স্কিপ করে গেছেন ছফা। বাইদ্যাওয়ে, হুমায়ুনও কিন্তু আব্দুর রাজ্জাককে রহস্যময় বলে গেছেন ওনার নিজের বইয়ে।

ভাল পোস্ট।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ কালীদাস ভাই, শুভেচ্ছা রইলো।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছফা একজনই।

নিয়াজ ভাই আপনি কোথায় হারিয়ে গেলেন ?

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

নিয়াজ সুমন বলেছেন: না ভাই, আমি এখনও বেঁচে আছ, শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.