নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি গাছ আল্লাহর রহমতে হতে পারে আপনার জীবনের রক্ষাকবচ

নাঈম রেজা

বৃক্ষ আমার ভালবাসা, আমি বৃক্ষকে ভালবাসি, একটি বৃক্ষ আমার কাছে আমার প্রাণ, হাজার হাজার গাছ লাগাতে চাই, দিনে একটি গাছ লাগালে মাসে 30 টি, এক বছরে 365 টি, সারা জীবনে কত গাছ লাগানো সম্ভাব! পরিবেশ বাচানোর জন্য এই গাছ ই যতেষ্ঠ্য।

নাঈম রেজা › বিস্তারিত পোস্টঃ

চল্লিশ হাদিস মুখস্তকারী কিয়ামতের দিন আলেমগনের সঙ্গী হবে এবং হযরত মোহাম্মদ (সঃ) তাকে শাফায়াত করবেন

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৪

চল্লিশ হাদিস
চল্লিশ হাদিস মুখস্তকারী কিয়ামতের দিন আলেমগনের সঙ্গী হবে এবং হযরত মোহাম্মদ (সঃ) তাকে শাফায়াত করবেন


আমি আসমা খাতুন লাখি আমার 100 হাদিস নাম্বার সহ মুখস্ত আপনিও মুখস্ত করুন এবং অন্যকে বলুন, আমার সাথে কথা বলে আপনার উৎসাহ বাড়াতে 01946-13 23 60





1। আরবি: মাফতিহুল জান্নাতে শাহাদাতু আন্ লাইলাহা ইল্লাল্লাহু
বাংলা: জান্নাতের চাবি হল লাইলাহা ইল্লালাহ এর সাক্ষ্য দেওয়া-(আহমাদ)
English: Paradise is the key witness of the lailaha illalaha

2। আরবি: মান্ কানা আখেরু কালমিহী লাইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাতা
বাংলা: যার জীবনের শেষ কথা হবে লাইলাহা ইল্লাল্লাহু, জান্নাতে যাবে।- আবু দাউদ
English: Will be the end of the lailaha illallahu, will enter Paradise

3। আরবি: বাইনাল আবদে ওয়াবােইনাল কুফরে তারকুস সালাত
বাংলা: অনুগত ও কুফরের মধ্যে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া- মুসলিম।
English: Prayer is the difference between loyal and disbelief leave

4। আরবি: মান্ সাল্লাল্ বারদাইনে দাখালাল জান্নাতা।
বাংলা: যে ব্যক্তি এশাও ফজরের নামাজ পড়লো সে জান্নাতে যাবে। - বোখারী ও মুসলিম
English: Esao morning prayers was that the person who will enter Paradise.

5। আরবি: খাইরুকুম মান্ তায়াল্লামালকোরআনা ওয়া আল্লামাহু
বাংলা: তোমাদের মধ্যে উত্তম ঐ ব্যক্তি যে কুরআন শিক্ষা করে ও শিক্ষা দান করে। --তাম্বীহুল গাফেলিন
English: The man that is among you, and taught the Quran education:

6। আরবি: কুল্লু মা’রুফিম্ সাদাকাতুন।
বাংলা: সমস্ত ভাল কাজ ও কথা সাদকাহ। - বোখারী ও মুসলিম
English: All of the good work of charity,
7। আরবি: জিহাদুকুন্নাল্ হাজ্জু
বাংলা: হে স্ত্রী লোকগণ! তোমাদের হজ্জ হলো জিহাদ! - বোখারী ও মুসলিম
English: Lokagana my wife! Your Hajj is the jihad

8। আরবি: আলহায়াউ খায়রুন্ কুলুহু।
বাংলা: লজ্জা উত্তমের উত্তম। - বোখারী ও মুসলিম
English: Shame good

9। আরবি: তোহ্ফাতুল মো’মেনীল মাউত।
বাংলা: মুমিনের হাদিয়া মৃত্যু। - বাইহাকী
English: The death of the deceased believer

10। আরবি:লা-ইয়াদখুলুল জান্নাতা ক্বাতেউন।
বাংলা: আত্নীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। - বোখারী
English: Breaking of kinship will enter Paradise

11। আরবি: সিবাবুল মো’মেনে ফুসুকুনওয়া ক্বিতালুহু কুফরুনুন।
বাংলা: মুমিনকে গালিদেওয়া গোনাহ এবং হত্যা করা কুফরী। - বোখারী
English: Galideoya believers sin and blasphemy will be killed.

12। আরবি:লা-ইয়াদ্ খুলুল জান্নাতা নাজামুন।
বাংলা: চোগল খোর জান্নাতে যাবে না। -বোখারী
English: Cogala khora will enter Paradise

13। আরবি:আল ফালিমাতুত আইয়্যেবাতু সাদাকাতুন্ ।
বাংলা: উত্তম কথা সদকা সমতুল্য। - বোখারী
English: That is equivalent to charity

14। আরবি: লা-ইয়্যুস্ আলুবে ওয়াজহিল্লাহে ইল্লাল জান্নাতা।
বাংলা: আল্লাহর নামের শুধু জান্নাতই প্রার্থনা করা চাই। - আবু দাউদ
English: Just like the name of God, pray jannatai

15। আরবি: মাউতো গোরবাতিন শাহাদাতুন।
বাংলা: মুসফির অবস্থায় মৃত্যু শহীদি মৃত্যু। - ইবনে মাজহা
English: Musaphira die the death of martyrs


16। আরবি:লা-তাগদুর।
বাংলা: গোস্বা করো না । - বোখারী
English: Do not be angry

17। আরবি: লা-তানা জাশু।
বাংলা: শুধু মূল্য বৃদ্ধি করার মানসে বুলি আওড়ায়োনা। - বোখারী ও মুসলিম
English: Just to increase the value of public aorayona mind.

18। আরবি: লা-তাকুলু বিসশিমালে।
বাংলা: বাম হাত দ্বারা খেয়োনা। - বোখারী ও মুসলীম
English: Kheyona by the left hand.

19। আরবি: আদদুনিয়া সিজনুল মো’মেনেওয়াজান্নতুল কাফেরে।
বাংলা: দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফেরের জন্য জান্নাত। -মুসলিম
English: Paradise in prison for the believer and infidel world.


20। আরবি:হুসনুয যান্নেমিন্ হুসনিল ইবাদাতে।
বাংলা: ভাল ধারনাও উত্তম ইবাদত। - আবু দাউদ
English: Worship is a good idea.


21। আরবি:আনজেলুন্নাসা মানা জেলুহুম।
বাংলা: লোকদেরকে তাদের শ্রেণী অনুযায়ী উজ্জত কর। - আবু দাউদ
English: Ujjata people according to their class.

22। আরবি: হুমা জান্নাতুকা ওয়া নরুকা।
বাংলা: মাতা পিতা তোমার জান্নাত ও জাহান্নাম। - ইবনে মাজহা
English: Heaven and Hell thy father and mother.

23। আরবি: সাইয়্যেদো এদামেকুমুল মেলহু
বাংলা: নিমক উত্তম সেলুন। - ইবনে মাজহা
English: Salon is table salt.

24। আরবি: মান তাশাব্বাহা বেক্বওমিন্ ফাহুয়া মিন্ হুম।
বাংলা: যে ব্যক্তি যে ক্বওমের অনুকরণ করবে সে সেই দলভুক্ত হবে। - আবু দাউদ
English: He will belong to the person that will simulate kbaomera.

25। আরবি: মান্ সামাতা নাজা।
বাংলা: যে ব্যক্তি চুপ রয়েছে সে মুক্তি পেয়েছে। -তিরমিজি
English: That person is silent, he was released.

26। আরবি: মান্ রাআনী ফাক্কাদ রাআল হাক্কা।
বাংলা: যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে ঠিকই দেখেছে। - বোখারী ও মুসলিম
English: So that the person who has seen me has seen in a dream.
27 । আরবি: উ’তেরু ক্বারলা আনতুসবেহু।
বাংলা: প্রভাতের পূর্বেই বেতের নামাজ পড়ে নাও। - বোখারী ও মুসলীম
English: Take the cane before dawn prayers.

28 । আরবি: আজজুলমু জুলুমাতুন ইয়াওমাল ক্বিয়ামাতে।
বাংলা: যুলুম কিয়ামতের দিন অন্ধকারের কারণ হবে। - বোখারী ও মুসলিম
English: Day of Resurrection will be unjust because of darkness.

29 । আরবি: ইন্না মিনখিয়ারেকুম আহসানুকুম আখলাকান।
বাংলা: তোমাদের মধে উত্তম ঐ ব্যক্তি যার চরিত্র উত্তম। - বোখারী ও মুসলীম
English: Environment; the character of the man is better for you.

30 । আরবি: লা- আকুলু মুত্তাকেয়ান্।
বাংলা: আমি হেলান দিয়ে খানা খাই না। - বোখারী
English: I do not eat reclining ditch.

31 । আরবি: সান্ লায় ইয়াস আলিল্রাহা ইয়াগদাবা আলাইহে।
বাংলা: যে আল্লাহর নিকট প্রার্থনা করে না, তার উপর তিনি নারাজ হয়। - তিরমিজি
English: Do not pray to God, that he was not ready.

32 । আরবি: লা-ইয়ারহামুল্লাহু মানলা ইয়ারহামুন্নসা।
বাংলা: যে মানুষের উপর দয়া করে না আল্লাহ তার উপর দয়া করে না। - বোখারী
English: Please not that the people do not Allah have mercy on him.

33 । আরবি: মান ইউরেদিল্লাহু বিহী খায়রান্ ইউফাক্বেহহু ফিদ্দীনে।
বাংলা: আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের বুজ দান করেন । - মুসলিম
English: Whose interests, he gives religion buja.

34 । আরবি: লা-ইয়াবু লান্না আহাদুকুম ফি হুজরিন।
বাংলা: কখনই গর্তের মধ্যে পেশাব করো না। - আবু দাউদ
English: Absolutely do not pee in the hole.

35 । আরবি: আততাউনা শাহাদাতুকুল্লে মুসলেমিন।
বাংলা: তাউন প্লেগ রোগ মৃত প্রত্যেক মুসলমানই সহীদ। - বোখারী ও মুসলীম
English: Shahed every Muslim dead tauna plague.

36 । আরবি: রাকায়াতাল ফাজরে খাজরে খাইরুম মিনাদ্দুনিয়া ওয়া মা-ফিহা।
বাংলা: ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া এবং তার মধ্যস্থিত সব কিছু হতে উত্তম। - তাম্বীহুল গাফেলিন
English: Fajr prayers in sets of two in the world and all that is good.

37 । আরবি: তাসাসুহুরে বারাকাতুন।
বাংলা: ছেহেরী খাও নিশ্চয়ই ছেহেরীর মধ্যে বরকত রয়েছে। - বোখারী ও মুসলিম
English: There are indeed blessed cheherira cheheri eat.

38 । আরবি: আলবাদি বিসসালামে বরিউম্ বিল কিবারে।
বাংলা: প্রথম সালাম প্রদানকারী অহংকারী নয়। - বাইহাকী
English: Peace is the proud provider.

39 । আরবি: মানলাম ইয়াশকুরিন্নাসা লাম্ ইয়াশা কুরিল্লাহা।
বাংলা: যে ব্যক্তি মানুষের শোকর আদায় করেনি, সে আল্লাহর শোকর আদায় করেনি। - তিরমিজি
English: The person who has the grateful, grateful to God that he did.

40 । আরবি: ইযা জাআ আহাদু কুমুল জুমুআতা ফালইয়াগতাসিল।
বাংলা: যখন জুম্মার নামাজের জন্য যাও, গোসল করে যাও। - বোখারী
English: Go for the Friday prayers, to take a bath. – Bukhari

41। ঐ ব্যাক্তির কথার চেয়ে ভাল কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে এবং বলে যে, নিশ্চয় আমি মুসলমানদের মধ্যে হইতে একজন। আল কোরআন

42। হে মুহাম্মদ (সঃ) ! আপনি মানুষ কে নসীহত করতে থাকুন, কেননা নসীহত করিলে নিশ্চয় মোমেনদের উপকার হইবে। - আল কোরআন

43। হে আমার প্রিয় নবী! আপনার পরিবারস্থ সবাইকে নামাজের আদেশ দান করুন এবং নিজেও উহার উপর মজবুদ থাকুন। আমি আপনার নিকট নিজিক চাহিনা; বরং রিজিক তো আমিই আপনাকে দান করিব এবং শুভ পরিনাম একমাত্র পরহেজগারীর জন্যই। - আল কোরআন

44। হে বৎস নামাজ পড়িতে থাক। সৎ কাজের আদেশ কর। অসৎ কাজে বাধা দেও এবং তোমার উপর যে বিপদ আসিবে উহাতে ধৈর্য্যধারণ কর। নিশ্চয় উহা বড় সৎ সাহসের কাজ। - আল কোরআন

45। এবং তোমাদের মধ্যে এমন একটি জামাত থাকা উচিত যাহারা মঙ্গলের দিকে আহবান করিবে। অর্থাৎ সৎ কাজের আদেশ করিবে ও অসৎ কাজের নিষেধ করিবে এবং উহারাই প্রকৃত সফলকাম জামাত। - আল কোরআন

46। নবীয়ে কারীম (সঃ) এরশাদ করেন, যদি কোন ব্যক্তি পাপ কাজে লিপ্ত হয় এবং কওমের লোকেরা শক্তি থাকা সত্তেও বাধা প্রদান না করে, তবে মৃত্যুর পূর্বে দুনিয়াতেই তাহাদের উপর আল্রাহর আজাব অবতীর্ন হইবে। - আল কোরআন

47। চা্রটি প্রশ্নের জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত কেয়ামতের দিবস কোনব্যক্তি স্বস্থান হইতে কদম বিন্দুমাত্রও হটাইতে পারবে না।
1 নং সারা টি জীবন কোন কাজে ব্যয় করিয়াছ।
2 নং যৌবন কাল কি কাজে ব্যয় করিয়াছ।
3 নং মাল দৌলত কি ভবে অর্জন করিয়াছ ও কোথায় খরচ করিয়াছ
4 নং যে পরিমান এলেম শিখিয়াছ উহার উপর কতটুকু আমল করিয়াছ - আল কোরআন

48। হুজুর (সঃ) এরশাদ করেন যে ব্যক্তি মুসলমানের দোষত্রুটি ঢাকিয়া রাখে আল্লাহ্ তালালা কেয়ামতের দিন তাহার দোষত্রুটি ঢাকিয়া রাখবেন। আর যে ব্যক্তি কোন মুসলমানের আয়েব প্রকাশ করিয়া দেয় আল্লাহ্ পাক তাহার আয়েবও প্রকাষ করিয়া দেন।এমন কি ঘরে বসায়া তোহাকে বেউজ্জত করেন। - ইবনে মাজহা

49। আল্লাহ্ পাক তোমাদের বাহ্যিক সুরত ও সম্পদের প্রতি লভ্য করেন না, বরং তোমাদের অন্তর ও আমলের প্রতি দৃষ্টি পাত করেন। - মেশকাত

50। যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, এবং আলেমের ইজ্জত করে না, সে আমার উম্মতভূক্ত নহে। -তারগীব

51। তোমাকে কি দ্বীনের শক্তি বৃদ্ধিকারী এমন জিনিস শিক্ষা দিব না যদদ্বারা দুনিয়া ও আখেরাতের মঙ্গলপ্রাপ্ত হইবে? উহা আল্লাহ্র জিকির করেনওলাদের মসলিস।আর যখন তুমি নির্জনে থাকিবে তখন নিজেকে আল্লাহর জিকিরে মগ্ন রাখিবে। - মেশকাত

52। হযরত দাউদ (আঃ) দোয়া করিতেন হে আল্রাহ! তোমার জিকির কারীদের মজলিস ছাড়িয়া যদি আমি গিাফেলীনের মজলিনের মজলিসে যাই আমার পা ভাঙ্গিয়া দিও। - আবু দাউদ

53।হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, যে সকল মজলিসে আল্লাহর জিকির হয় ঐ সব মজিলিস আছমান ওয়ালাদের নিকট এত উজ্জল দেখায়। যেমন জমিন ওয়ালাদের নিকট আসমানের নক্ষত্র সমূহ চমৎকার দেখায়। - ফাজায়েল আমল

54। হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (সঃ) ফরমাইয়াছেন, ইসলাম ধর্ম পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত।
1 নং এই কথার সাক্ষদান করা যে, এক আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নেই এবং মোহাম্মদ (সঃ) তাঁহার বান্দ ও রাসুল।
2 নং নামাজ কায়েম করা
3 নং জাকাত আদায় করা
4 নং হজ্ব করা
5 নং রমজান শরীফে রোজা রাখা -- বোখারী ও মুসলিম

55। হযরত জাবের (রাঃ) বলেন নবী কারীম (সঃ) ফরমাইয়াছেন পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এইরুপ যেমন কাহরও দরজায় একটি গভির প্রবাহিত নহর রহিয়াছে সেই ব্যাক্তি উক্ত নহরে দৈনিক পাঁচ বার গোসল করে। - মোসলেম

56। হযরত হোজায়ফা (রাঃ) বলেন নবী কারীম (সঃ) যখন কোন কঠিন সমস্যার সম্মুখিন হইতেন তক্ষনাৎ নামাজে দাঁড়াইয়া যাইতেন। - আবু দাউদ

57। রাসুলে পাক (সঃ) এরশাদ করেন আল্লাহ আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করিয়াছেন এবং কেয়ামতের দিবসে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। - ফাজায়েল আমল

58। নামাজের ব্যাপারে আল্রাহর ভয় কর, নামাজের ব্যাপারে আল্লাহকে কর। - ফাজায়েল আমল

59। মানুষের মধ্যে এবং মেরেকের মধ্যে একমাত্র নামাজই প্রতিবন্ধক। ফাজায়েল আমল

60। ইসলামের নিদর্শন একমাত্র নামাজ, যে ব্যক্তি একগ্রচিত্তে ওয়াক্ত ও সময়ের প্রতি লক্ষ্যরাখিয়া নামাজ পড়ে সে মোমেন। - ফাজায়েল আমল

61। আল্লাহ পাক ঈমান ও নামাজের চাইতে উত্তম শ্রেষ্ঠত্বের আর কোন বিষয়কে ফরজ করেন নাই। যদি করিত তবে ফেরেশতা গনকেও উহা করিবার নির্দেশ দিতেন। ফেরেশতা গণ দিবারাত্রি কেহ রুকুতে আর কেহ সেজদায় পড়িয়া থাকে। - ফাজায়েল আমল

62। নামাজ দ্বিন ইসলামের খুঁটি, নামাজের দ্বারা শয়তানের মুখ কাল হইয়া যায়।

63। নামাজ মোমেনের নূর স্বরূপ। - ফাজায়েল আমল

64। নামাজ শ্রেষ্ট জিহাদ। - ফাজায়েল আমল

65। কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ পাক তাহার দিকে পূর্ণ মনোযোগ দেন। আর যখন সে নামাজ হইতে হাটিয়া যায় আল্লাহও মনোযোগ হটাইয়া নেন।

66। যখন কোন আসমানী বালা অবতীর্ন হয় তখন মসজিদ আবাদকারীদের উপর হইতে বিপদ সরিয়া যায়।

67। কোন পাপের দরুন নামাজী জাহান্নামে প্রবেশ করিলে তাহার সেজদার অঙ্গ দোযখের অগ্নি স্পর্শ করিবেনা। - ফাজায়েল আমল

68। একটি হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি এহ্তেমামের সহিত ও গুরুত্ব সহকারে নামাজ আদায় করিবে আল্লাহ তায়ালা তাহাকে পাঁচ প্রাকারে সম্মানিত করিবে।
১ম রুজী রোজগার ও জীবনের সংকীর্ণতা হইতে তাহাকে মুক্ত করিবেন।
২য় তাহার উপর হইতে কবরের আজাব হটাইয়া দিবেন।
৩য় ক্বেয়ামতের দিন আমল নামা তাহার ডান হাতে দান করিবেন
৪থ সে ব্যক্তি পুলসেরাতের উপর দিয়ে বিদ্যুতের মত পার হইয়া যাইবে
৫ম বিনা হিসাবে সে বেহেশতে প্রবেশ করিবে
ফাজায়েল আমল

69। ছেজদায় ব্যবহারিত অঙ্গকে আল্লাহ পাক অগ্নির জন্য হারাম করিয়া দিয়াছেন। -ফাজায়েল আমল

70। সঠিক ওয়াক্তে নামাজ আদায় করা আল্লাহর নিকট সর্বপেক্ষা প্রিয়। -ফাজায়েল আমল

71। আল্লাহ মানুষকে সেজদায় রত অবস্থায় যখন কপাল মাটিতে মেশায়, দেখতে অধিক ভালবাসেন। - ফাজায়েল আমল

72। সেজদায়রত অবস্থায় আল্লাহর নৈকট্য সর্বাপেক্ষা বেশী লাভ হয়। - ফাজায়েল আমল

73। নামাজ বেহেশতের কুঞ্জি - ফাজায়েল আমল

74। মানুষ নামাজে দাঁড়াইলে তাহার জন্য বেহেশতের দরজা খুলিয়া যায় এবং আল্লাহ তায়ালা ও নামাজীদের মধে কোন পর্দা থাকেনা। - আল কোরআন/ফাজায়েল আমল

75। নামাজী শাহেন শাহের দ্বারে করাঘাত করে তার জন্য দরজা খোলাটাই স্বাভাবিক। -ফাজায়েল আমল

76। দেহের জন্য যেমন মস্তক দ্বীনের জন্য তেমন নামাজ। - ফাজায়েল আমল

77। নামাজ হৃদয়ের আলো,যার ইচ্ছা সে যেন নামাজ দ্বারা হৃদয়কে আলোকিত করে। - ফাজায়েল আমল

78। ঠিক ভাবে অযু করিয়া নম্রতার সহিত যে দুই রাকাত ফরজ বা নফল নামাজে গোনাহের মাগফেরাত চায় তাহার গোনাহ মাপ হইয়া যায়। - ফাজায়েল আমল

79। জমিনের যে অংশে নামাজ পড়া হয় সে অংম অন্য অংশের উপর গর্বকরিয়া থাকে। - ফাজায়েল আমল

80। দুই রাকাত নামাজ পড়িয়া দোয়া করিলে উহা নিশ্চয় কবুল হইতে পারে বা নামাজীর মঙ্গলের জন্য কিছু বিলম্বও হইতে পারে। - ফাজায়েল আমল

81।যে নির্যনে দুই রাকাত নামাজ আদায় করে যাহা আল্লাহ ও ফেরেস্তা ব্যতিীত আর কেহ জানে না সে জাহান্নাম হইতে মুক্তির পরওয়ানা পাইল। - ফাজায়েল আমল

82। যে একটি ফরজ আদায় করিল আল্লাহর দরবারে তাহার একটি দোয়া কবুল হইল। - ফাজায়েল আমল

83। যে পাচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে রুকু, সেজদা, অযু ইত্যাদি সঠিক ভাবে আদায় করে তাহার জন্য জান্নাত ওয়াজের , দোজখ হারাম - ফাজায়েল আমল

84। মুসলমান যখন এহতেমামের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়িতে থাকে শয়তান তাহাকে ভয় করে আর সে যখন নামাজে গাফিলতি করে তখন শয়তানের সাহস বাড়িয়া যায় এবং তাহাকে নিয়ে যাইবার সুযোগ পায়। - ফাজায়েল আমল

85। ওয়াক্ত মত নামাজ পড়া সর্বশ্রেষ্ঠ আমল - ফাজায়েল আমল

86। নামাজ প্রত্যেক পরহেজগার ব্যক্তির কোরবানী স্বরুপ। - ফাজায়েল আমল

87। আল্লাহর নিকট সবচেয়েপ্রিয় আমল আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। - ফাজায়েল আমল

88। প্রাত:কোলে যে নামাজ পড়িয়া যায় তাহার হাতে ইমানের ঝান্ডা থাকে। - ফাজায়েল আমল

89। জোহর পূর্বে চার রাকাত তাহাজ্জুদের চার রাকাতের সমতুল্য। - ফাজায়েল আমল

90। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- তোমাদের প্রভূ বলেছেন, “সকলে আমাকেই ভয় করবে। কারণ, আমিই এর যোগ্য; এতএব আমার সাথে আর কাউকেও যেন উপাস্য স্থির করা না হয়। অনন্তর যে আমার সাথে আর কাউকেও উপাস্য স্থির করবে না, তাকে আমি ক্ষমা করে দেয়া কর্তব্য মনে করি।”
আহমদ ও তিরমিযী এ হাদীসটি হযরত আনাস (রাঃ) থেকে সংগ্রহ করেছেন।

91। মানুষ যখন নামাজে দন্ডয়মান হয় তখন আল্লাহর রহমত তাহার দিকে রুজু হয়। - ফাজায়েল আমল

92। মধ্যে রাত্রির নামাজ ম্রেষ্ঠতর নামাজ , তবে স্বল্প সংখ্যক লোকই উহা আদায় করিয়া থাকে। - ফাজায়েল আমল

93। আমার নিকট হযরত জিব্রাইল (আঃ)আসিয়া বলিলেন হে মুহাম্মদ (স:) যতদিন আপনি বাঁচিয়া থাকুন না কেন অবশেষে একদিন আপনাকে মৃত্যুবরণ করিতেই হইবে, আর যাহাকে ইচ্ছা ভালবাসুন না কেন, একদিন তাহার নিকট হইতে পৃথক হইতেই হইবে, আর ভার মন্দ যে আমলই করুন না কেন উহার প্রতিদান অবশ্যই পাইবেন। ইহাতে কোন সন্দেহ নাই যে মোমেনের শারাফাত ও বুজুর্গী তাহাজ্জুদের মধ্যে। - ফাজায়েল আমল

94। রাত্রের দুই রাকাত নামাজ দুনিয়ার সবকিছু হইতে উত্তম। কষ্ঠের আমাংকা না থাকিলে আমি উহা উম্মতের উপর ফরজ করিয়া দিতাম। - ফাজায়েল আমল

95। তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়িবে, কারণ তাহাজ্জুদ পড়া নেক বান্দাদের তরীকা আর আল্লাহর নৈকট্য লাভের কারণ। তাহাজ্জুদ গোনাহ হইতে বিরতরাখে। - ফাজায়েল আমল

96। জায়ের বিন আবদুল্রাহ হইতে বর্ণিত আছে, হুজুর (ছ:) ফরমা-ইয়াছেন, নামাজ ত্যাগ করা মানুষকে কুফরের সহিত মিলইয়া দেয়। হাদিসে আছে নামাজ ত্যাগ করা মানুষকে শেরেক ও কুফরের সহিত মিলাইয়া দেয়, অন্য রেওয়াতে আছে ইমান এবং কুফরের মধ্যে পার্থক্য হইল নামাজ পরিত্যাগ করা। - ফাজায়েল আমল

97। নওফেল বিন মোয়াবিয়া(রাঃ) হইতে বর্ণিত আছে, হুজুর পাক (সঃ) ফরমাইয়াছেন, যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজ ও ছুটিয়া গেল তাহার যেন পরিবার পরিজন ও ধন সম্পদ সবকিছুই কাড়িয়া লওয়া হইল। ইবনে হাববাম

98। হুজুর পাক (সঃ) ফরমাইয়াছেন যে ব্যক্তি বিনা ওজরে দুই ওয়াক্ত নামাজকে একত্রে আদায় গোনাহের দরওয়াজা সমূহের মধ্যে একটিতে প্রবেশ করিল। হাকেম

99। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন , হুজুরে পাক (সঃ) ফরমাইয়াছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামে তাহার কোন অংশ নাই আর বিনা াযুতে নামাজ হয়না। অন্য হাদিসে আসিয়াছে, নামাজ ব্যতীত দ্বীন থাকে না আর দ্বীনের জন্য নামাজ তেমন শরিরের জন্য মাতা যেমন - হাকেম

100। হুজুরে আকরাম (সঃ) এরশাদ ফরমাইয়াছেন, জামাতের নামাজ একা নামাজ হইতে সাতাইশ গুন বেশী উত্তম - তরগীব: বুখারী, মুসলিম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.