নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি গাছ আল্লাহর রহমতে হতে পারে আপনার জীবনের রক্ষাকবচ

নাঈম রেজা

বৃক্ষ আমার ভালবাসা, আমি বৃক্ষকে ভালবাসি, একটি বৃক্ষ আমার কাছে আমার প্রাণ, হাজার হাজার গাছ লাগাতে চাই, দিনে একটি গাছ লাগালে মাসে 30 টি, এক বছরে 365 টি, সারা জীবনে কত গাছ লাগানো সম্ভাব! পরিবেশ বাচানোর জন্য এই গাছ ই যতেষ্ঠ্য।

নাঈম রেজা › বিস্তারিত পোস্টঃ

আমি দেখেছি -নাঈম রেজা

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪



আমি দেখেছি
নাঈম রেজা
০৬/০৪/০৬

ছায়ানট
আমি দেখেছি বহু পহাড়
দন্ডায়মান সুবি¯তৃত পর্বত শৃংঙ্গ
আপন গৌরবে সমউচ্চ ধরনীর পরে’
আমি দেখেছি বহু জনপদ”
লোকে লোকারণ্য ছুটছে হন্নে হয়ে!
প্রয়োজনের তাগিদে অবিরত ।
আমি দেখেছি সাগর মহাসাগর,
প্রলয়ঙ্গারী প্রবল বেগের ঢেউ”
প্রচন্ড গর্জনে ফেঁটে পড়া তরঙ্গ ।
আমি দেখেছি অভাগিনী মায়ের-
অশ্রুশিক্ত জর্জিত মলিন বদন খানা!
দেখেছি ছেলে হারানোর বেদনা-
প্রকম্পিত রোল”হৃদয় ফাঁটা আত্ম চিৎকার!!
আমি দেখেছি দুঃখ আর দুঃখী জন,
ভোগের যাতনায় আধা মৃত মানুষ গুলো-
হুমড়ি খেয়ে পড়েছে পথের প্রান্তরে ।।
আমি দেখেছি তোমাকে খুবই নিকট থেকে-
তোমার নরম কোমল সুটাম দেহ খানা,
দেখেছি হরিণ কালো মায়াবী দৃষ্টি আঁকা ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.