নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি গাছ আল্লাহর রহমতে হতে পারে আপনার জীবনের রক্ষাকবচ

নাঈম রেজা

বৃক্ষ আমার ভালবাসা, আমি বৃক্ষকে ভালবাসি, একটি বৃক্ষ আমার কাছে আমার প্রাণ, হাজার হাজার গাছ লাগাতে চাই, দিনে একটি গাছ লাগালে মাসে 30 টি, এক বছরে 365 টি, সারা জীবনে কত গাছ লাগানো সম্ভাব! পরিবেশ বাচানোর জন্য এই গাছ ই যতেষ্ঠ্য।

নাঈম রেজা › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের ব্যক্ত কথা-নাঈম রেজা

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯




আমার হৃদয়ের স্পন্দন
যদি তুমি বুঝতে,
আমাকে খুজতে তুমি
শুধু আমাকে খুজতে !!

হৃদায়ের দ্বার ভেঙ্গে
শুখ গড়েছ কার সঙ্গে,
নিরান্ত ভুল চিরান্ত সত্য
ভুলের নেশায় তুমি মত্য ।

শ্রষ্টার সৃষ্টি কত যে রহস্য
বৃষ্টি হিন মেঘলায় উড় মেঘের হাস্য;
দেখতে যদি তুমি,
বুঝতে সেদিন বুঝতে
আমাকে তুমি এক নিমেষে খুজতে

নিশ্বাঃষ যদি উড়ে যায়
দমকা এক বাতাসে,
কল্পনায় যদি পাও তুমি
আমায় কোন হতাসে !
বুঝবে সেদিন বুঝবে-----
আমাই তুমি চোখের পলকে খুজবে ।।
তাং-২৮/০৭/০৯
মঙ্গলবার
রেলগেট,যশোর ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

হাবিব বলেছেন: ভালো লাগলাে...........

২| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর আবেগ।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি নিজের ছবি না দিয়ে কোনো প্রাকৃতিক ছবি দিন।
তাহলে ভিউ বাড়বে :)

৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

বিজন রয় বলেছেন: এত বানান ভুল নিয়ে লেখা পোস্ট করা ঠিক নয়!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.