নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই

নীহারিক০০১

বিশ্বাস,বন্ধুত্ব,ভালোবাসায়পূর্ণ পৃথিবীর প্রত্যাশায়

নীহারিক০০১ › বিস্তারিত পোস্টঃ

ব্যাটারি চালিত রিকশায় অর্শ্ব গতির ভ্রমন!!!!!অত:পর একটি অংকিত ছবির জন্ম!!

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৯

অফিস আর বাসা এটা প্রায়ই নিয়মিত রুটিন।ছোট বেলায় যেমন রোজ স্কুলে যেতাম একইরকম যেন শুধু সময়টা তফাৎ তখন দুপুর হতো আর এখন হয় সন্ধ্যা।এখন সন্ধ্যা নামলে দিনের আলোটাও নিভে যায় হঠাৎ করে।এমনি একদিন, অফিস ফেরার পথে রিকশা খুঁজছি...ব্যাটারি চালিত রিকশায় আমি উঠতে চাইনা তবুও কেন সেদিন অর্শ্ব গতির সেই যানে সওয়ার হয়েছিলাম কে জানে,ফলাফল...কিছুদূর এসেই দেখি আমার রিকশা উপস্থিত হওয়ার আগেই আরো দুটো রিকশা মুখোমুখি সংর্ঘষে চিটপটাং হয়ে আছে আর আমার রিকশা পড়বি তো পড় মালির ঘাড়ে কিছু বুঝে উঠার আগেই দেখি আমার হাঁটু বেয়ে অজস্র ধারায় রক্ত ঝরছে।এই নিয়ে তৃতীয় বারের মতে রিকশা একসিডেন্ট!...আর কার কিছু হলো জানিনা সেই আঘাতে হাসপাতাল... হাটুতে সেলাই একটানা অর্ধমাস সেই পা সোজা করে রাখা...বিছানায় একটানা সাতদিন কাটানো..জীবনে প্রথমবার এমন করুন সঞ্চয়!!....একটানা চাকরির দুই বছরে এমন ছুটিও মেলেনি কখনো..বিছানায় বসে ছবিটা এঁকেছিলাম এটুকু অর্জন বলা চলে....

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

নানাভাই বলেছেন: ভালোই তো, আপনের এক্সিডেন্টে নতুন গুনের প্রকাশ হইলো!

২| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫১

নীহারিক০০১ বলেছেন: বটে!!! :) বসিয়া ছবি আঁকিতে পারিব জানিতাম না।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:

অনেক দারুণ হয়েছে ছবিটি ।

শুভেচ্ছা রইল ...আজকে ব্যাটারি চালিত রিক্সায় চড়ে ভয় পেয়েছি রিতিমতো ।।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

নীহারিক০০১ বলেছেন: ভুলেও এই রিকশায় উঠবেন না!!!

৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

আদম_ বলেছেন: বাহ! ছবির প্রেক্ষাপটটা মজারতো। অবশ্যই ভালো অর্জন।

আর ঐ রিকশায় আমি চড়িনা।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

নীহারিক০০১ বলেছেন: হুমম!! কষ্টার্জিত!!

৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪০

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: ছবিটা অসাধারণ :)

আমার ছবির আকার হাত ও অসাধারণ !
নিচে সাবটাইটেল না থাকলে যে কোন কিছু বলে চালিয়ে দেয়া যায় =p~ =p~ =p~

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

নীহারিক০০১ বলেছেন: :-(

৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

মদন বলেছেন: এই দোয়া কেমনে করি? ঘন ঘন এক্সিডেন্ট হোক আর এমন ছবি আকা হোক :P

৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

নীহারিক০০১ বলেছেন: এই দোয়া করতে যাবেন না!!! বহু ভোগান্তি গেছে অফিস আর ছুটি দেবেনা।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছবিটা তো দারুণ- আপেল আর আঙ্গুর খেতে ইচ্ছে করছে এখন ;)

আশা করি ‘পা’ এখন পরিপূর্ণ সুস্থ আছেন ;)

শুভেচ্ছা।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

নীহারিক০০১ বলেছেন: হুমম এখন ভালো আছি

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

অপ্রচলিত বলেছেন: :( :(
ছবিটি কিন্তু দারুণ এঁকেছেন।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২

নীহারিক০০১ বলেছেন: =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.