নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই

নীহারিক০০১

বিশ্বাস,বন্ধুত্ব,ভালোবাসায়পূর্ণ পৃথিবীর প্রত্যাশায়

নীহারিক০০১ › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসা সুখ

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

ফেসবুকে স্ট্যাটাস গুলো ডিলিট এর কিংবা এডিট এরও অপশন থাকে,জীবনের ক্ষেত্রে যদি তা থাকত আবার শুরু করতাম।ভুলগুলো সব এডিট করে নিতাম।কোন ভুল নেই ।নেই কোন দুঃখের কোরক।মুঠো মুঠো ভর্তি জমানো থাকতো সব সুখের গল্প।সময়র ভাঁজে ভাঁজে থাকতো সব আনন্দ।তারপরও ভাবি হতে পারে এমন।সত্যি সময় আসুক সুখের গল্প নিয়ে ভবিষ্যত না হয় এডিট করে নিলাম।ফিরে আসার গল্পে জীবন হোক মধুময়।এমন ভাবে ফিরে আসতে পারবে?



'তুমি ফিরবে'

___সমরেশ মজুমদার



তুমি ফিরবে কোন একদিন

হয়তো নীলিমায় হারানো কোন এক নিষ্প্রভ

বেলায়।

নতুবা কোন এক নবীন হেমন্তে,

এক নতুন দিনের নির্মল খোলা হাওয়ায়।

অথবা কোন এক শ্রাবণের দিনে

অহরহ ঝরা ঘন কাল মেঘ বৃষ্টির

মুহু মুহু নির্ঝর খেলায়।



তুমি ফিরবে কোন এক রাতে

পূর্ণিমার ভরা জোছনায়।

তুমি ফিরবে জানি বহুদিন পরে

হয়তো বা হাজার বছর পরে।

কোন এক নিঃস্ব হৃদয়ে,

লক্ষ্য প্রাণের ভিড়ে, তুমি ফিরবে।

বহুরুপে সেই প্রাণে, অনেক নবীনের ভিড়ে,

তোমার আমার গড়া ভালবাসার নীড়ে!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

অরুদ্ধ সকাল বলেছেন:
আমি কখনো সমরেশ মজুমদারের কবিতা শুনি নি

এই প্রথম পড়লাম। অনেক ধন্যবাদ

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

আমিনুর রহমান বলেছেন:



এডিট করা যায় না বলেই তো জীবনটা এই বৈচিত্রময়।

সমরেশের কবিতাটা অনেক সুন্দর।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬

অপ্রচলিত বলেছেন: সমরেশ মজুমদারের কবিতা বেশ লাগলো। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.