নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই

নীহারিক০০১

বিশ্বাস,বন্ধুত্ব,ভালোবাসায়পূর্ণ পৃথিবীর প্রত্যাশায়

নীহারিক০০১ › বিস্তারিত পোস্টঃ

বসন্তে দোল লাগলো মাতাল হাওয়ায়.....

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১২

হাওয়ায় মৃদু সুর...

চারিদিকে বসন্তের ঘ্রাণ....

বইমেলার সুবাসে মুখরিত জনারণ্য....



ছবির হাটের প্রবেশ পথের পাশে চলে গেছে হাঁটা পথ।তার পাশেই সবুজ ঘাসের বনে রোদের আবীর আকাশ ছড়িয়ে নেমেছে। তারি মাঝে এক তরুণ সদ্য কেনা নির্মুলেন্দুর কবিতার বই কোলে একমনে আবৃ্ত্তি করছে। পৃথিবীর কোন দিকে তার ভ্রুক্ষেপ নেই। সে একমনে আবৃত্তি করেই যাচ্ছে। শব্দ, লয়েও তার ভ্রুক্ষেপ নেই...আর অনতিদূরে এক তরুণী মুগ্ধ দৃষ্টি দিয়ে তাকে দেখছে। তারও পৃথিবীর কোন কিছুতে যায় আসছে না । পৃথিবী চুলোয় যাক....আবৃত্তিকারের সমস্ত সৌন্দর্য্যের মুগ্ধতায় সে আকুল।

"ধরো,তোমার জন্য পাঠালাম

একগুচ্ছ নীল আকাশের তারা।

খোঁপায় পরো,কপালে দাও টিপ।

আকাশ দেখে হউক আত্নহারা।

তোমার কপাল থেকে অন্ধকারে

ঠিকরে পড়ুক তারার প্রদীপ।

তরুণী ভাবছে এই যে একমনে আবৃত্তি করে যাচ্ছে তার সাথে এভাবেই মুগ্ধতা নিয়ে জীবনটা কাটুক..... সেই মুর্হূত্বু সে একগুচ্ছ অনুভবের পরশে বন্ধী করে ফেলল......

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

হালি্ বলেছেন: সুন্দর :)

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২২

পাঠক১৯৭১ বলেছেন: কবিতা ফুরিয়ে যাবে, জীবন সুন্দর ও বাস্তব।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবিতা থেকে যাবে এবং জীবন তো ফুরিয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.