নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই

নীহারিক০০১

বিশ্বাস,বন্ধুত্ব,ভালোবাসায়পূর্ণ পৃথিবীর প্রত্যাশায়

নীহারিক০০১ › বিস্তারিত পোস্টঃ

আমিও হাঁটছি তোমার শহরে....

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

আমি এই বাংলাদেশে বসে তোমাকে দেখতে পাই...যে রাস্তা দিয়ে হাঁটছ তাতেও আমি উজ্জল রোদ্রালিকত পথে তোমার সাথে হাঁটি। ঐ ঝকঝকে নীল সমুদ্রের তীর ধরে ঐ ব্লকের পাশের পথ দিয়ে আমি ও হাঁটি প্রতিদিন। ফরও ইটালিক ও এর নীল সমুদ্র তীর এর বিশালতায় আমিও তোমার মতো মুগ্ধ হই।

বিশ্বাস করবে না হয়তো সত্যি আমি দেখতে পাই তোমার গাঢ় নীল আকাশ। আমি মারেও দেখি যে সমুদ্র তুমি রোজ দেখ আমিও দেখি। তোমার শহরের সব পথ এখন আমারও চেনা। চারপাশে সব নীল আর নীলাম্বরী আমিও রোজ দেখি।



পিয়াজ্জা কোথায় তা আমিও এখন জানি। পালেরমও কতদূর আমি দেখতে পাই। অরতও বোটানিকো এর মতো খটখটে নামে একটা বিশাল সবুজের বাগান আছে তাও আমি দেখি। ওখানে বাড়ি গুলোর সব লাল রং এর ছাদ দেখ আমি এখানে বসেও দেখতে পাই। ওখানে যখন শুভ্র আলোয় সমুদ্রে জোসনা দেখ তাও আমি দেখি। আমি সব দেখি তোমাকে তোমার সময়.....শুধু আমি যেতে পারিনা আমি যদি পারতাম দুটো পাখা লাগাতাম আর উড়ে যেতাম তোমার কাছে। কিন্তু আমি পারিনা আমারতো এ ক্ষমতা নেই।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

বেঈমান আমি. বলেছেন: :(

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার আপু।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্রথম প্যারা অনেক ভালো লাগছে

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

একজন ঘূণপোকা বলেছেন:
ভালো লেখা

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

মোঃ নজরুল ইসলাম বলেছেন: ....আপনি কি বই প্রকাশের কথা ভাবছেন!
নতুন বইয়ের জন্য ভালো মানের (ভ্রমণ কাহিনী-বইটির নাম: সদেশে প্রবাসে) লেখা আহ্বান।
তাহলে আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার রচিত গল্প, কবিতা, ছড়া, উপন্যাস, ভ্রমণ কাহিনী, জীবনীগ্রহন্থ, ধর্মীয় গ্রহন্থ, নাটক ইত্যাদি গ্রহন্থের পান্ডুলী পাঠিয়ে দিন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা: প্রকাশক, সৃষ্টি প্রকাশনী, E-mail: [email protected] & Mobile: 01557864260 আমরা আপনার যে কোন ধরনের বই প্রকাশে আগ্রহী। স্বল্প খরচে আমাদের ডিজাইনার কর্তৃক আপনার বইয়ের প্রচ্ছদ করিয়ে নিতে পারেন।
http://www.facebook.com/SristyProkashony

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার,,,,,,,,,,,

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

পিয়াজ্জা কোথায় তা আমিও এখন জানি। পালেরমও কতদূর আমি দেখতে পাই। অরতও বোটানিকো এর মতো খটখটে নামে একটা বিশাল সবুজের বাগান আছে তাও আমি দেখি। ওখানে বাড়ি গুলোর সব লাল রং এর ছাদ দেখ আমি এখানে বসেও দেখতে পাই। ওখানে যখন শুভ্র আলোয় সমুদ্রে জোসনা দেখ তাও আমি দেখি। আমি সব দেখি তোমাকে তোমার সময়.....


সুন্দর।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

মায়াবী ছায়া বলেছেন: খুব সুন্দর।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.