নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই

নীহারিক০০১

বিশ্বাস,বন্ধুত্ব,ভালোবাসায়পূর্ণ পৃথিবীর প্রত্যাশায়

নীহারিক০০১ › বিস্তারিত পোস্টঃ

এমন যদি হতো আমি মনে মনে ভাবছি আর তুমি ছবিটা দেখতে পাচ্ছ তবে তুমিও অবাক হতে..

১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৭

চিঠি---২

নিপো

আমারও তো ইচ্ছে করে তোমাকে পড়ন্ত গোধুলি বেলায় খোলা চত্বরে দাঁড়িয়ে কবিতা শোনাতে।

রমনার মখমলের মতো নরম সবুজ ঘাসে তোমার সাথে বসে বাদাম চিবুতে।

ইচ্ছে হয় শাহবাগ থেকে বকুলের মালা কিনে তোমার খোঁপায় পড়িয়ে দেই।

তোমার সাথে সোহরাওর্য়াদীর লাল ইট বিছানো পথে হাঁটি হাতে হাত রেখে।

চন্দ্রিমার স্ফটিক জলে দেখি তোমার পবিত্র মুখ।

কিংবা ধানমন্ডির লেকে তোমার সাথে পা ডুবিয়ে বসে থাকি ঘন্টার পর ঘন্টা।

মাঝে মাঝে ইচ্ছে করে বাইকে করে ধূমকেতু বেগে চলে যাই কাপাসিয়ার অজানা অচেনা কোন গাঁয়ে,মাঝপথে গ্রামের কোন টং দোকানে বসে দুধ-চিনি বাড়িয়ে খাই দু'কাপ চা।

আমারও ইচ্ছে করে তোমার সাথে নিউমার্কেটে এর অলিতে গলিতে তোমার পিছু পিছু ঘুরি তোমার সপিং করা ব্যাগ হাতে।

তোমার সাথে সিনেপ্লেক্সে বসে দেখতে পারতাম মনপুরা ছবি!

ইচ্ছে হয় তোমার সাথে ঢাকার পথে পথে হাঁটি র্ঘমাক্ত শরীরে।

মাঝে মাঝে থেমে খাই লেবু পাতা দেয়া বরফ ছোঁয়া আখের রস,কাসুন্দি মাখানো আমড়া তুমি তুলে দেবে আমার মুখে।

ঝাল মাখা বউ-জামাই চানাচুর খেয়ে তোমার মুখে ফু! দেবনা তাই কি হয়।

আর তোমার প্রিয় আইসক্রিম এর কথা ভুলে গেছি ভাবছ?

না ভুলিনি সোনা!

শুক্রবার রাতে চলে যাব ক্যান্ডেল লাইট ডিনার।ব্লসম রোজ এর নীল আলোয় তোমার মুখোমুখি বসে থাকব মুগ্ধ নয়নে।

কোন লম্বা ছুটিতে তোমায় নিয়ে চলে যাব নাজিমগড় রিসোর্ট.নৌকায় ঘুরব,তোমার গায়ে ছিটাবো পাহাড় ছোঁয়া জল।

ইচ্ছে হয় টিএসসির ওপেন কনসার্ট এ, তোমায় সাথে নিয়ে জেমস এর গানে করি উদ্দাম নৃত্য।

কোন বৃষ্টি ভেজা গ্রীষ্মের দুপুরে তোমায় নিয়ে পথে পথে ভিজি।

ফ্যান্টাসী কিংডমে রোলার কোস্টারে চড়ে তোমার সাথে চিৎকার করি।

হাকিম চত্বরে মাশরুম চপ,জাদুঘরের সামনে ফুচকা তোমায় নিয়ে খেতে আমারও মন করে।

ছবির হাটে গুড়ের চা তোমায় খাওয়াব না তাই কি হয়?

মন করে তোমার জন্য শাড়ি কিনে ফেলি,ম্যাচিং করা কাচের চুড়ি,কানের দুল নিয়ে এসে তোমায় চমকে দেই।

আমারও ইচ্ছে হয় তোমাকে চিৎকার করে ভালোবাসি বলতে।



শাহীন

১৯-১২-১২

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর।

২| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৪

আমিনুর রহমান বলেছেন:



বেশ ! দারুন চিঠি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.