নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই

নীহারিক০০১

বিশ্বাস,বন্ধুত্ব,ভালোবাসায়পূর্ণ পৃথিবীর প্রত্যাশায়

নীহারিক০০১ › বিস্তারিত পোস্টঃ

ডায়রি !!!

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৩

আমাদের পুরনো সময়টা একটা ডায়রির

মতো । পাতায় পাতায়

সযত্নে সাজানো সকাল , দুপুর , রাতের

হরেক রকম সময় ! কি দুর্দান্ত ! কি রঙিন ! এক একটা শব্দ যেন এক

একটি কবিতা কিম্বা অপূর্ব কোন সুর !

অনেকটা ট্রেনের হুইসেলের মতো ! বুকের

ভিতর ছিঁড়ে নিয়ে যায় , এমন এক সুর !

ডায়রির পাতায় শুকিয়ে যাওয়া গোলাপের

মতো লেপটে আছে আদর ভরা মুহূর্তগুলো ! আমি এখনো তার সুগন্ধ পাই ! আচ্ছা ,

ভালোবাসার কি সত্যি কোন সুগন্ধ আছে ? এক একটা পাতা উল্টাই আর ফিরে যাই

তোমার কাছে । হুট করেই

এলোমেলো বাতাসে কতোগুলো গোলাপ

পাতা উল্টে যেয়ে আমাকে থামালো এক

স্যাঁতসেঁতে পাতায় । এখনো কেমন ভেজা !

সোঁদা গন্ধ ! ঠিক প্রথম বৃষ্টি নামতেই মাটি ফুঁড়ে যে যে গন্ধ বাতাস ছোঁয় ,

পৃথিবীর আলো দেখে ঠিক তেমন ! ওখানেও

একদিন বৃষ্টি নেমেছিলো !

বাঁধভাঙ্গা বৃষ্টি ! তোমার চলে যাবার

দিনে , মেঘলা হয়ে থাকা চোখের

হাহাকারে তুমুল বৃষ্টি নেমেছিলো ! আমি হাত দিয়ে কতবার যে ছুঁলাম ডায়রির

ভেজা পাতা ! আমার হাত ধরে থামাবার

কেউ নেই তাই অনেক অনেক সময়

ধরে বৃষ্টি ছুঁয়ে ছিলাম । তারপর একসময় ডায়রির পাতা উলটোলাম ।

আমি যে বেশিক্ষণ

কাঁদতে পারি না তা তুমি ভালোই জানো !

চোখে মুছে অবাক আমি একের পর এক

পাতা উল্টে চলেছি । একের পর এক !

পাতাগুলো যেন বিশাল মরুভূমি ! শূন্য এক বিষাদ ভরে রেখেছে সবটা !

এতো সাদা লাগছিলো পাতাগুলো ! এত

সাদা !মনে হচ্ছিলো সদ্য বিধবা কোন

কিশোরী সব হারানোর অভিমানে মুখ

গুঁজে পড়ে আছে ! তার প্রিয়জন

চলে গেছে অসীমে ! কার উপর এতো অভিমান ,জানে না কিশোরী , শুধু

জানে তার জীবনের সব রঙ

সাদা হয়ে গেছে ! সাদা ! ঠিক আমার

ডায়রির পাতাগুলোর মতো ! কিশোরীর

সাদা থান হয়তো আর রঙিন হবে না কিন্তু

আমার ডায়রির পাতারা একদিন রঙিন হবেই । যেদিন তুমি তোমার অভ্যস্ত

হাসি হেসে বলবে , কেমন আছো তুমি ?

সেদিন আবার ট্রেন হুইসেল

বাজিয়ে ছুটে যাবে দূরে ! তোমার হাসিটা বড্ড সুন্দর ছিলো ! শিশুর

মতো পবিত্র !শাহীন

এখনো কি

অবাক হেসে প্রশ্ন করো , কেমন

আছো তুমি ?

জানতে ইচ্ছে করে , কেমন আছো ? কেমন

আছো তুমি !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৬

স্বপ্নস্বাধীন বলেছেন: সুন্দুর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.