নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই

নীহারিক০০১

বিশ্বাস,বন্ধুত্ব,ভালোবাসায়পূর্ণ পৃথিবীর প্রত্যাশায়

নীহারিক০০১ › বিস্তারিত পোস্টঃ

আমি ভুলই করেছি তুমি আমাকে অপরাধীর সাজা দিচ্ছ।

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৮:২৩

"মৃত্যুদন্ড"

__ শামসুর রাহমান

বেকসুর আমি তবু আমাকেই মৃত্যুদন্ড দিলে!

কী করে তোমার কাছে অপরাধী, এখনও

জানি না;

কস্মিনকালেও আমি শত্রুতা সাধিনি, শুধু

বীনা,

অলৌকিক, প্রেমময়, বাজিয়েছি। সেই সুরে ছিলে

মিশে তুমি বসন্তের পাতার গভীরে, শান্ত

ঝিলে,

শস্যক্ষেতে নীলিমায়। এই কি আমার

অপরাধ?

আমার সর্বস্ব দিয়ে রাত্রিদিন একটি নিখাদ

প্রেমস্বপ্ন গড়ি, তা-ও ভেঙ্গে যায়

কী কর্কশ ঢিলে। আমাকে পাঠালে নির্বাসনে, দিলে দন্ড

ভয়ংকর।

তোমার সান্নিধ্য থেকে, অমন দৃষ্টির

থেকে দূরে,

বহুদুরে চকিতে সরিয়ে দিলে- এই শাস্তি,

বলো, মৃতের চেয়েও বেশি, ঢের বেশি নয়

কি কঠোর?

তুমি কি দেখতে চাও সর্বদা আমার ছলছল

চোখ?

চাও আমার হৃদয় খাক কীট কুরে-কুরে?



আমি

আমিত কিছু করিনি। তবুও কত দোষে আমি অপরাধী,ভুল করেছি ওটা আমার ভুলই ছিল। তার শাস্তি আর কতদিন আমাকে পেতে হবে জানিনা। ক্ষমা করে দিও প্রিয়তম। ক্ষমাই চাইছি।

প্রতিদিন বেঁচে থেকে মরে যাওয়া কি ভীষন কষ্টকর

কোনদিন তুমি বুঝবেনা। একা একা দু:খের

গ্লানি টানা, একা একা এই পৃথিবীতে বেঁচে থাকার যুদ্ধ যে কি ভয়ঙ্কর জানবেনা কোনোদিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.