নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই

নীহারিক০০১

বিশ্বাস,বন্ধুত্ব,ভালোবাসায়পূর্ণ পৃথিবীর প্রত্যাশায়

নীহারিক০০১ › বিস্তারিত পোস্টঃ

তোমাকে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২

তুমি কি জান? একটা মেয়ে কখন পরিবার, পরিজন,

সমাজেরও বিরুদ্ধে গিয়ে নিজের

বিয়ে ভেঙ্গে দেয়?

তুমি কি বুঝতে পারো কতটা নির্ভর করেছিলাম

তোমার উপর? কতটা নিশ্চিন্ত থেকেছিলাম

জান? আমি যখন আসতেম তুমি আমার আসার আগে থেকেই station এ অপেক্ষা করতে। না হয়

গ্রামীন ফোন এ ওখানে। যতো কাজ এ

থাকতো তুমি থাকতে। মনে আছে তোমার?

নির্ভরতা তোমার কাছ থেকেই পেয়েছিলাম।

আম্মু বকা দেয় এতটা বছর কি করেছি।

তুমি আসলে কে ছিলা? তুমি এ বল তুমি কে আমার। আমি তোমাকে বলেই সব

করেছি তাহলে কেন এমন হল।

আমি কারো প্রশ্নের উত্তর দিতে পারিনা।

দেখাতেও পারিনা নিজের দুঃখ।

তুমি কি চেয়েছিলে। এত

অস্বাভাবিকতা আমার জীবনে কেন ঢুকিয়ে দিলে। আমার কনো পথ এ রাখনি। এখন

মনে হয় মরে যাঔয়া সবচেয়ে সহজ।

বেচেঁ থেকে মরার চেয়ে মরে গিয়ে বেচেঁ

যাই

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭

আমিনুর রহমান বলেছেন:



:( :(

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১

আবু শাকিল বলেছেন: কবিতা য় অভিমান প্রকাশ।
দারুন :-P

৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

রক্তকরবী বলেছেন: এ কি কবিতা লিখেছিস বন্ধু! কে তোকে এভাবে ভোগালো? আমাকে বলবি না জানি। তবু বলি, এই ভাবে মরে গিয়ে আমাদের কষ্ট দিস না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.