নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই

নীহারিক০০১

বিশ্বাস,বন্ধুত্ব,ভালোবাসায়পূর্ণ পৃথিবীর প্রত্যাশায়

নীহারিক০০১ › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম চত্বর....(প্রিয়তম তোমার লেখাটি আমি শেয়ার করলাম)

০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৬

শীত চলে গিয়ে এখন ফাল্গুন মাস !
বুয়েট, ঢা.বি'র ভিতর দিয়ে হেঁটে যেতে যেতে
দেখি প্রতিটা আম গাছে মুকুল,
নাকে ঢুকে যায় মাতালিয়া ঘ্রাণ।
কিছুক্ষণ হয়তো চোখ বুজে ঘ্রাণটা শুকে নেওয়া যেত
কিন্ত সময় কই! ডাকছে শাহবাগ।
ফুলার রোড ধরে হাটতে হাটতে অপরাজেয় বাংলা ঘেসে চলে আসি টি.এস.সি । চোখে পড়ে বাসন্তী রং মেলা। দাড়াইনা, শাহবাগ ডাকছে।
মনে পড়ে যায় এখন সর্বনাশা ফেব্রুয়ারি মাস। ডাইনে মোড় নিলেই বইমেলা, স্টলে স্টলে ভাষাদের ঘ্রাণ। মেলায় ঢুকে প্রচ্ছদের
ভিড়ে হয়তো হারিয়ে যাওয়া যেত
কিন্তু সময় নেই ? ডাকছে শাহাবাগ।
রাজু ভাস্কর্য পেরিয়েই চোখে ধপ
করে জ্বলে উঠে মশাল
বুকে ধুপ ধাপ, মুখে বিষ, কানে বিস্ফোরণ
কলিজায় মারে ঘাই
বডিতে মারে বান
ফুলে উঠে রগ
গলার ভিতরে ক্ষোভ

“রাজাকার সাবধান -
সাবধান, হুশিয়ার !”

"লড়াই লড়াই লড়াই চাই-
লড়াই করে বাঁচতে চাই !"

শ্লোগানে শ্লোগান, কিটমিট করে দাত, যেন
শাহাবাগও অবাক !
এখানে শ্লোগান, এখানে বর্ণমালা...

কী অদ্ভুত!
সব ফাগুন,সব লাল,সব ভালবাসা ; বর্ণমালা যেন শাহবাগে মিশে যায়। আমি আর আমার থাকিনা। শাহবাগে মিশে যাই।

(শাহীন তুমি সুমনের ঐ গানটি নিশ্চয় শুনেছ "এই শহর জানে আমার প্রথম সব কিছু পালাতে চাই যত সেই আসে আমার পিছু পিছু" আমি তোমার মত করেই এই প্রজন্ম চত্বরে তোমাকে খুঁজি..অনেকের মাঝেই হঠাৎ নীল শার্ট পড়া সেই তুমি হাসি মুখে আমার দিকে হেঁটে আসছ.....)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ।


শুভেচ্ছা নিবেন ।

২| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৪

নীহারিক০০১ বলেছেন: হুমম শাহীন অনেক ভালো লিখে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.