নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই

নীহারিক০০১

বিশ্বাস,বন্ধুত্ব,ভালোবাসায়পূর্ণ পৃথিবীর প্রত্যাশায়

নীহারিক০০১ › বিস্তারিত পোস্টঃ

হন্তারকেরা

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:১৩

প্রতিদিন পোড়া মানুষের মিছিল
ভারী হয়।
চারিদিকে শুধু পোড়া হাহাকার।
একদিন আমিও হয়ে যেতে পারি
তাদের একজন।
এদেশে সব বিবেকহীন,অনুভূতিহীন মানুষের বসবাস।
সাফীর মত পেট্রল বোমায় হন্তারকের ও শিশু আছে।
হয়তো বোমা নিক্ষেপের টাকায় তার মুখে উঠছে খাবার।
একবারো তার এই দৃশ্য মনের আয়নায় ভাসছে না,
কি আজব দেশে বাস করি!!!সৃষ্টির সবচেয়ে সেরা জীব নাকি মানুষ!
স্বাধীন দেশে এই নিরপরাধ মানুষগুলোর বেঁচে থাকার কথা।
কাবাব হওয়ার কথা কোথাও ছিলনা।
হন্তারকেরা কোথা হতে এসেছে!!!!
হে প্রিয়তম ওদের সাথে তোমার ও মিল আছে।
ওরা মানুষ পোড়ায়,পুড়ে শরীর।
আর তুমি হৃদয় ঝলসাও প্রতিদিন

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৪

রাসেলহাসান বলেছেন: :( দলীয় বিরোধের বলি সাধারন জনগন!

২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০

মিউজিক রাসেল বলেছেন: আমরা বাংগালী সব কিছুই পারি..... X(

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: :(

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২

তুষার কাব্য বলেছেন: ওরা মানুষ পোড়ায়,পুড়ে শরীর।
আর তুমি হৃদয় ঝলসাও প্রতিদিন #:-S 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.