নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই

নীহারিক০০১

বিশ্বাস,বন্ধুত্ব,ভালোবাসায়পূর্ণ পৃথিবীর প্রত্যাশায়

নীহারিক০০১ › বিস্তারিত পোস্টঃ

বইমেলা ২০১৪

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৬

আমি পারত পক্ষে ঢাকা যাইনা।
গেলেই এখন
তুমি সব দৃশ্যের ফ্রেমে এসে পর।
আমি কাতর
হয়ে পরি।একদিন এই
শহরে আসতে চাইনি।
শেষবার ছিল বই মেলার প্রথম দিন।
টি এস
সি তে এক ঘণ্টা বসে ছিলাম।
একা একাই
চা খেলাম। দেখলাম অবিকল তোমার
মত কেউ একজন আমার
দিকে তাকিয়ে আছে।বই
মেলার লম্বা লাইন দেখছি।ছবির
হাটে বই
মেলা এসে পরেছে। কতদিন গুড়ের
চা খাইনি।
তবু ইচ্ছে হলনা।শামসুন্নাহার হলের
যে বেদি তে বসে আমরা প্রায়
আইসক্রিম
খেতাম।অই আইসক্রিম ওয়ালাকেও
দেখলাম। শুধু তুমি নেই।রাস্তার
দিকে বারবার
দেখছি কেন জানি মনে হচ্ছিল
তুমি ওপাশ
থেকে হেঁটে আসবে। স্মৃতি বড় গভীর
প্রতিদিন জীবন্ত হয়।আজ তোমার
মেগা বাইটের মুল্যের সমান আমি নই।
কিন্তু
কোনো কিছুর বিনিময়ে তোমার মুল্য
আমি নির্ধারন করতে পরিনি।
তুমি অমূল্য

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৩

আরণ্যক রাখাল বলেছেন: তুমিরা সর্বদা অমূল্যই হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.