নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই

নীহারিক০০১

বিশ্বাস,বন্ধুত্ব,ভালোবাসায়পূর্ণ পৃথিবীর প্রত্যাশায়

নীহারিক০০১ › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন প্রিয়তম

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৫

আজ হতে পারত সব চেয়ে সুন্দর দিন।নীল আকাশে রোদের কারুকাজ,বৈশাখের দমকা হাওয়া আর হাতে হাত রেখে ঢাকা শহরের সব ফুটপাথ ধরে দীর্ঘ সময় হাত ধরে হাঁটছি....আজ এই বিষন্ন রাতকে মেঘের নিচে শুয়ে গানে, কবিতায় আনন্দরাত করে দেওয়ার কথা ছিল।
কথা ছিল আঁধারে অক্সিজেন ভাগ করে বুক ভরে নিব তোমার মায়াবী স্পর্শ! তারপর দু'জন খুুব আড়ালে দু'জনার হবে! চোখের আরশিতে তাকিয়ে বলব শুভ জন্মদিন।
আমি ইদানিং স্বপ্ন খুব দেখিনা রাতই ভোর হয়ে উঠে, স্বপ্ন দেখার ফুরসত কই।সেদিন দেখেছি আমি ঘুমিয়েছিলাম।ঘুম ভাঙ্গার পর আমার জানালা মনে হলো সেদিন অসম্ভব সবুজ হয়ে উঠেছিল।সেই দিনটি এত সুন্দর হয়ে উঠেছিল তুমি ভাবতেই পারবে না।সেদিন আমি তোমাকে দেখেছি।
আমার দুপুরের জানালায় এক অচেনা ব্যাক্তি তোমার মোবাইল ফোন আর একটা খাতা দিয়ে গিয়েছিল।আমি খুব অবাক হয়ে নিলাম এরপর ই একটুও না তাকিয়ে সে হেঁটে গেল।অনেক ডাকলাম একবারের জন্য ও সে পিঁছু ফিরল না হনহন করে চলে গেল।
ফোনটা হাতে নিলাম আর কি বিস্মিত আমি হয়েছি তুমি যদি জানতে।এই ফোনটা তোমার যেটা তুমি ইতালিতে হারিয়েছ।এটা কে এই দেশে আমাকে দিয়ে গেল?কি অদ্ভুত!ফোনে অনেক ছবি ইতালির সব বিখ্যাত জায়গায় তোমার হাস্যোজ্ব্বল ছবি।কোথা্ও তুমি দাঁড়িয়ে হাসছ অথবা বসার ভঙ্গি করা না হয় হেলান দিয়ে তোমার সেই ভুবন ভোলানো হাসি।
আমার বিস্ময়ের শেষ হয়নি।তুমি আমাকে ফোন দিয়েছ বলছ তোমার হারানো ফোন পেয়েছি কিনা।এমনও হয় স্বপ্নে হয় তাইনা?ইতালিতে হারিয়েছ কি করে জানলে আমি পেয়েছি। এটা কি ট্যালিপ্যিথি জানিনাতো!
তারপার খাতা খুললাম মাটিরঙ্গা লম্বা পৃষ্ঠার খাতা।খাতায় কি জান ইতালির ভাষার গ্রামার লেখা আমি কি করে জানলাম জানিনা।আর আছে পরিসংখ্যান এর অংক করা।একটা পৃষ্ঠায় জলরঙে ভরা নীল রং পুরোটা। কি অদ্ভুুুত।পুরো স্বপ্নে আমি অবাক হচ্ছি।আর মনে নেই।
ভালাবাসার ক্ষমতা বিস্ময়কর বোধহয়।দূরত্ব বলে কোন শব্দই নেই।কতদিন তোমাকে হাসতে দেখিনা। আজ সত্যি তোমার হাসিমাখা মুখ দেখলাম ভীষণ ভালো লাগলো।আজকের দিনটায প্রতিটা মুর্হূত্ব ছুঁয়ে থাকতে চেয়েছি।পৃথিবী আর্শ্চযতম বাক্যটি কি বলতে হয়।শুধু অনুভব করতে হয়।আজ সারাদিন আমার সমস্ত অনুভূতিতে তুমি।মনের আড়ালে পড়ে থাকা আমার মন শুধু তোমাকে দেখেছে।ছুঁয়ে থেকেছে সারাক্ষন।
শুভ জন্মদিন প্রিয়তম। ভালো থেকো চিরটাকাল।
আগামী জন্মদিন সত্যিই যেন তোমাকে ছোঁয়ার সৌভাগ্য হয় আমার।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৫

আমিনুর রহমান বলেছেন:




ভালাবাসার ক্ষমতা বিস্ময়কর বোধহয়।দূরত্ব বলে কোন শব্দই নেই।কতদিন তোমাকে হাসতে দেখিনা। আজ সত্যি তোমার হাসিমাখা মুখ দেখলাম ভীষণ ভালো লাগলো।আজকের দিনটায প্রতিটা মুর্হূত্ব ছুঁয়ে থাকতে চেয়েছি।পৃথিবী আর্শ্চযতম বাক্যটি কি বলতে হয়।শুধু অনুভব করতে হয়।আজ সারাদিন আমার সমস্ত অনুভূতিতে তুমি।মনের আড়ালে পড়ে থাকা আমার মন শুধু তোমাকে দেখেছে।ছুঁয়ে থেকেছে সারাক্ষন।


প্রতিটি শব্দে আবেগ ও ভালোবাসার অদ্ভুত ছোয়া ছিলো। মন ছুয়ে গেলো।

২| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০২

সুফিয়া বলেছেন: ভালবাসায় দূরত্ব বলে কোন শব্দ নেই।

খুব ভাল বলেছেন। লেখাটাও খুব ভাল হয়েছে। পড়তে পড়ে মনে হলো পুরো লেখাটার ভিতর একটি কবিতা লুকিয়ে আছে। সেটাকে একবার বাইরে আনার চেষ্টা করুন না !

ধন্যবাদ শেয়ার করার জন্য।

৩| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫২

ময়না বঙ্গাল বলেছেন: প্রভু আমার প্রিয় ,
আমার পরম ধন হে ।
চির পথের সঙ্গী আমার
চির জীবন হে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.