নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই

নীহারিক০০১

বিশ্বাস,বন্ধুত্ব,ভালোবাসায়পূর্ণ পৃথিবীর প্রত্যাশায়

নীহারিক০০১ › বিস্তারিত পোস্টঃ

অনন্ত কালের শাস্তি শেষ হোক

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭

পৃথিবী কি অদ্ভুত।কে জানি বলেছিলো যাকে সবচেয়ে বেশি ভালবাসবে সেই সবচেয়ে বেশি কষ্ট দিবে।তুমি কষ্ট দাও কিন্তু ভুল বুঝনা।মানুষই তো ভুল করে।একটা ভুল কি সবকিছুর প্রতিনিধি হয়।যেখানে কেউ ভুল বুঝে ক্ষমা চায় তার কি ক্ষমা নাই?তোমার ঘৃনা যেন আর নিতে না হয় এমন দিন কি আসবেনা।সত্যি আমি কিছুই করিনি।তুমি যতটা রিএক্ট করছ আমার খুব কষ্ট হচ্ছে।কে কি বলছে ওরা কি তোমাকে জানে?জানেনা বলেই বলছে।আমি জানি তোমার এই কঠিন আবরনের ভেতর সেইত তুমিই।উজ্জ্বল চোখেমুখের হাস্যোজ্জল সেই তুমি।আমি একদম সাধারন মানুষ।আর অন্যদের মতই।যার হাত ধরেছি বলে পিছনে ফিরিনি সেই মানুষ কি ভীষন একা তুমি কি সত্যি বুঝনা,তুমি ছাড়া আর কিছু নেই আমার,কিচ্ছু নেই শূন্য হয়ে গেছি আমি।ভাবতেই পারিনা।আমি জানতাম সব তোমার উপর নির্ভর করলে আমার কিছুর জন্যই টেনশন নাই।তুমি তেমনি কেয়ারিং কত কিছু করেছ।এখন আমার কি কষ্ট হচ্ছে তুমি কি দেখতেই পাওনা?তুমিতো আমার সব স্বপ্নের সংগী কেন দেখতে পাওনা।কত কি গেছে তবু জানতাম তুমিতো আছ।কি লাভ হল অখানে গিয়ে কত স্বপ্ন ছিল আমাদের।সব মুছে যেতে পারে বল?একটা ভুলের জন্য কি সারাজীবন শাস্তি হয়ে যেতে পারে বল?এত শাস্তি দিওনা যতটা অপরাধী ভাবছ ততটা অপরাধ সত্যি আমি করিনি।করিনি

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল থাকুন নিরন্তর

২| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৫

ফয়েজ উজ্জামান বলেছেন: :(

৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৫

কানিজ রিনা বলেছেন: আমি দিতে পারি ঝড়া ফুলের সুকনো পাঁপড়ি গুলো।
আমি দিতে পারি শেষ আকাশে ক্ষয়ে যাওয়া
এক ফালি চাদেঁর নিভে যাওয়া আলো।
আমি দিতে পারি ধুধু মরু ভুমির বালুর চর।
আমি দিতে পারি গগন ফাটানো সুকনো হাসির
প্রতিধ্বনি। আর ভাঙা পাজরের হাড়ঁ। ধন্যবাদান্তে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.