নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

কবিতা লেখার অপচেষ্টা (ফ্লপ-৩)

২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৪

কবিতাঃ অবহেলিত ভালোবাসা
♦♦♦♦♦♦♦♦♦♦

আমি ভালোবার বিজয়স্তম্ভ গড়িতে চাহিয়াছিলাম,
তব হৃদয়ে দু"গোটা ভালোবাসার বীজও বুনিয়াছিলাম
কিন্ত তোমার তটস্থ হৃদয়ে বীজদ্বয় অংকুরিত হইলোনা,
হয়তো ভীষণ খরা ছিলো সেখানে, নয়তো ধুধু মুরুভূমি।

তব লোচনে কখনো আমি ভালোবাসা দেখি নাই
কিংবা কেশরাজির ভাঁজেও ভালোবাসা খুজি নাই,
শুধু আকুতিভরা ভালোবাসায় বারংবার তোমার দ্বারে,
তোমার নির্বাক চাহুনিতে খুন হওয়া এক জ্যান্তলাশ।

সহস্রবার আমার চোখে নোনা জলপ্রপাত বহিয়াছিল,
কিন্ত সেই জলপ্রপাত ছিলো তোমার প্রক্ষালন বারি।
তোমার হৃদয়ে ভালোবাসার অংকুরিত করিবার তরে
আমি বারংবার কুর্নিশ চিত্তে উদগ্রীব ছিলাম।

তবুও ভালোবাসারা আর অংকুরিত হইলোনা।
গোধূলীর রক্তিম আভা তোমাকে যেন পাষন্ড করিলো
হৃদয়ে এক পাষাণ বেদী বাধিয়া দিলো,
তবুও তোমাকে ভালোবাসার ডনকুস্তি আমি লড়িবো।

একদিন আমার ভালোবাসার নগরে ক্রীতদাস হইবে,
আমার ভালোবাসার উপত্যকায় তুমি কারারুদ্ধ হইবে
আমার হৃদয় হরনের অপরাধে তোমাকে বন্দী করিবো,
হৃদয়ের এজলাসে তোমাকে যাবৎজীবন দন্ড দিবো!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

কাওসার চৌধুরী বলেছেন:


অসংজ্ঞায়িত নিঝুমের কবিতা কিন্তু ফ্লপ নয়।
চাইলে সংজ্ঞায়য়িতও করা যায়!!

২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৬

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ স্যার। সত্যিই অনুপ্রাণিত হলাম।

২| ২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: গভীর ভালোবাসা।+

২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৭

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ দাদা। ♥♥

৩| ২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।
অপচেস্টা নয় প্রচেষ্টা বলতে পারেন।

২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৭

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া। সত্যি আমি অনুপ্রাণিত হলাম....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.