নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

কবিতা ঃ সুখ দর্পণ

২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৭

কবিতাঃ সুখ দর্পণ


তোমার চোখে এঁকেছিলাম ভালোবাসার কাব্য,
সুবোধ হয়ে বিলীন হবো লিখবো প্রেমের গদ্য।
স্বপ্ন হয়ে ভাসবো আমি উড়বো তোমার চোখে,
ক্লান্তিগুলো ভৎস্ম হবে তোমার প্রেমের সুখে।

ভালোবাসার পোষ্টার সেটে নোংরা শহরবাড়ী,
অভিযোগে জর্জরিত প্রেমিক, অদ্ভুত অানাড়ী।
মনে প্রেমের বান ডেকেছে প্রবল তাহার ধারা,
হৃদয়জুড়ে তোমার মায়ায় হবো বাঁধনহারা।

তোমার বুকে মাথা রেখে অন্তিমতার ঠাঁই,
অবুঝ প্রেমের দাবানলে পুড়ে করলে ছাই।
অমানিষার কালো রাতে বিষাদেরা অট্টহেসে,
সত্যি প্রেমিক?অবুঝ কেন? সুবোধ হয়ে বিলীন হবে

বিলীন হবো? প্রেমভিখারী, আমি কেমন সুবোধ?
ভালোবাসার স্বর্গপুরে আমি মরা নির্বোধ।
দিনের পরে দিন গুনেছি মাসের পরে মাস,
বছর গেলো যুগ পেরুলো এখন দীর্ঘশ্বাস।

হয়তো বুঝি আসবেনা আর বাসবেনা কভু ভালো,
সুখের বোঝা কাধে নিয়ে তুমি, অন্য ঘরের আলো।
কথা ছিলো ভালোবাসায় বাচবো সারা জীবন,
সাঝের বেলা সব চুকিয়ে ব্যথার অবগাহন।

জীবন নিয়ে জ্যান্ত লাশের বুকে প্রেমের দহন,
তুষের অনল জ্বলছে জ্বলুক মুক্ত করবে মরন।
কেন এখন বেচে আছি হয়তো প্রশ্ন তোমার,
দূরে দাড়িয়ে দেখবো বলে তোমার সুখের ঘর।

তোমার সুখে ছলছলিয়ে ঝড়াবো চোখের জল,
ব্যথা নয় প্রিয়,সত্যি এ তো আশির্বাদের ঢল!
সুখগুলো আজ চুঁয়ে চুঁয়ে ঝড়ুক তোমার হৃদয়পানে,
নতুন প্রিয়র মুখটি এবার বাঁধো আপন ডোরে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৬ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৭

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ ♥♥

২| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৮

লাবণ্য ২ বলেছেন: সুন্দর।

২৬ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৭

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ ♥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.