নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাখ্যা আছে কিন্তু উদাহরন নেই এমন একজন মানুষ।

নীলাদ্রী হীমান

ভালোবেসে যে কেউ দেয় নিষ্ঠুর অপবাদ, আমি তাই ভেবে নেবে অর্বাচীনের জন্য আশীর্বাদ।

নীলাদ্রী হীমান › বিস্তারিত পোস্টঃ

পালিত স্বত্বা

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯

দুঃস্বপ্নেরা জেগে ওঠে রাত্রের কালোতে
বেহুলা বাজায় বীন মোহীনী সুরে,
তারাদের মিছিলে হেটে যায় প্রিয়তমা
সেদিন সে প্রহরে আমিও ছিলেম
অযোগ্য ফুলের নিবাসে নিয়তির তরে
প্রেমহীন, লীন হওয়া আবছা আলোতে।
আজ সে শুভ্র ললনা তার গোলাপ ওষ্ঠ
কুড়ে খায় প্রেমিকের কাঙ্গাল হৃদয়
কটি দেশে আটকে গেছে সাতটা জনম
গোটা পৃথিবীটা তার আঙ্গুলের ভাঁজে।
তবুও মানুষ সে তো, ঈশ্বরী নয়
তাই হলো যাহা নিয়ে ছিল মোর ভয়
শরীরের উষ্ণতা ,শরীরের ক্ষয়
জবা ফুলে ঝরে গেল,ফুলের নিলয়।
এক ফোটা ,শুধু একফোটা তার বেশী নয়
এক ফোটা লালে কেন এত গল্প
কেন একফোটা লাল তাকে সংকোচে ফেলে
ভালোবাসা কি তবে শুধু এক ফোটা লালে?
প্রেমিক হাসে,
একফোটা লালে প্রেম নেই। ভালোবাসা সে তো বহুদুর।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬

নীল আতঙ্ক বলেছেন: ভালো লাগলো

২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০০

নীলাদ্রী হীমান বলেছেন: ধন্যবাদ আপনাকে নীল :-)

৩| ১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০০

রুদ্র জাহেদ বলেছেন: বিনয়কাব্য

৪| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০৮

নীলাদ্রী হীমান বলেছেন: ভালো বলেছেন,বিনয় । :)

৫| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৫

মিথী_মারজান বলেছেন: আবারো মুগ্ধ হলাম আপনার কবিতায়।:)

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৬

নীলাদ্রী হীমান বলেছেন: এই যে ম্যাডাম, আপনি যে কাচা কবিকে পাকা করার জন্য উৎসাহ দিচ্ছেন ধরতে পারছি কিন্তু। তবে এ কপালটা হল দেখে ভেতর ভেতর একটা তৃপ্তি পাচ্ছি কিন্তু। অনেক ধন্যবাদ সময় নিয়ে লেখা গুলো পড়ার জন্য।

৬| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৫

মিথী_মারজান বলেছেন: কাঁচা কবিকে পাকা করার উৎসাহ বা খেলা কোনটাই নয় নীলাদ্রী।
ইনফ্যাক্ট, এমনটা ভাবিওনি।
পড়তে ভালোলাগে তাই এভাবে বলি।

সেদিন সে প্রহরে আমিও ছিলেম
অযোগ্য ফুলের নিবাসে নিয়তির তরে
প্রেমহীন লীন হওয়া আবছা আলোতে।


এমন সুন্দর লাইনগুলো কি ভালো না লেগে পারে?

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০১

নীলাদ্রী হীমান বলেছেন: ধন্যবাদ দিয়ে খাটো করবনা। অনেক শুভকামনা রইলো আপনার জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.