নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাখ্যা আছে কিন্তু উদাহরন নেই এমন একজন মানুষ।

নীলাদ্রী হীমান

ভালোবেসে যে কেউ দেয় নিষ্ঠুর অপবাদ, আমি তাই ভেবে নেবে অর্বাচীনের জন্য আশীর্বাদ।

নীলাদ্রী হীমান › বিস্তারিত পোস্টঃ

রাতের কাব্য

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪

আমার প্রেমের বাষ্পগুলো উড়ে বেড়াচ্ছে,
ছায়াহীন ,
নিপাট অন্ধকার বিহীন,কালো আকাশে।
তারা ছুয়ে বেড়াচ্ছে রঙিন সুতোর মেঘ,
পারাপারবিহীন অপার আকাশ।
খোলা আকাশে বিমূর্ত ছায়া,
প্রশ্নহীন লগ্নে,উত্তরহীন নীরবতা।
কালো কার্পেটে মোরা আমার রাত্রির
পাশে দাঁড়িয়ে সুদর্শন অট্টালিকা
সোডিয়ামের আলোয় নিপাট ভদ্রলোক বেশ
বারান্দায় ওড়ে নিকোটিনে ধোয়া।
অন্তরলীন হৃদয়ে, চুপ করে বসে থাকে বিষন্নতাগুলো
মিলিয়ে যায় দখিনা হাওয়ায়
গন্তব্যহীন গন্তব্যে।
আজো শব্দগুলো মিথ্যে প্রহসনের মত বাজে
আমার মিলিয়ে যাওয়া স্মৃতি,আমার ব্যাস্ততাময় কাজে।



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৫

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগছে।ভালো লাগা রইল

২| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০৬

নীলাদ্রী হীমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে :)

৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১:২৩

মিথী_মারজান বলেছেন: রতের কাব্য কবিতাটি রাতের নির্জনতার মতই বিষন্ন সুন্দর।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:৫৫

নীলাদ্রী হীমান বলেছেন: প্রত্যেকটা রাতই যে একেকটা কাব্য,কি বলেন আপনি?অন্তত আমার তো তাই মনে হয়। ছায়ায় কাব্য,পাখায় কাব্য,ল্যাম্পপোষ্টের আলো সেও তো কাব্য। বিষন্নতার মাঝেও যে একটা সৌন্দর্য আছে,কজন বোঝে বলুন। অনেক ধন্যবাদ।

৪| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:১২

মিথী_মারজান বলেছেন: অদ্ভুত সুন্দর করে আপনি কথা বলেন নীলাদ্রী!
আপনার সাথে সহমত, রাতের প্রতিটা উপাদানই একেকটা নিজস্ব কাব্য।
স্বাপ্নিক কাব্য অথবা ভাবনার কাব্য।

ভালো থাকবেন নীলাদ্রী।
আর হ্যাঁ, প্লিজ আরো লিখুন।
আপনার নতুন পোস্টের অপেক্ষায় থাকবো।:)



০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৪

নীলাদ্রী হীমান বলেছেন: যে আমার ভালো থাকার প্রত্যাশা করে তার অনুরোধ তো রাখতেই হয়, অবশ্যই লিখব। আপনাকে কি বলে ধন্যবাদ দেব জানিনা, সময় নিয়ে পড়ার জন্য,উৎসাহ দেবার জন্য। তাই ধন্যবাদ দেবার জটিলতায় আর যাচ্ছি না। অনন্ত মঙ্গল কামনা করছি আপনার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.