নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাখ্যা আছে কিন্তু উদাহরন নেই এমন একজন মানুষ।

নীলাদ্রী হীমান

ভালোবেসে যে কেউ দেয় নিষ্ঠুর অপবাদ, আমি তাই ভেবে নেবে অর্বাচীনের জন্য আশীর্বাদ।

নীলাদ্রী হীমান › বিস্তারিত পোস্টঃ

যুগল মরণ

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫১

(এই শহরের কিছু টানাপোড়নের ছোট সংসারগুলো নিয়ে একটা কবিতা)

পাগলী, কেমন আছিস?
একি ঘরে থাকি, তবুও লিখছি তোকে?
তুই জানলে হাসবি অনেক
যেসব কথা বুকেই জমা হয় না বলা,
সেসব কথাই লিখছি এখন এই কাগজে,
সামনা সামনি যেসব কথা হয় না বলা।
একটু পড়েই ছিড়ে ফেলব,কুটি কুটি,
আজ লিখছি, আজ শুক্কুর বার ,অফিস ছুটি।

যাক গে সেসব,ওমন করে শুকিয়ে গেলি?
চোখের নিচে দাগ পড়েছে জানিস তোর?
কত করে বললাম তোকে শুধুই ভাবিস,
একটা কিছু হবেই হবে,
জোগাড় ঠিকই হবে খোকার স্কুল ফিস।
তুই তো জানতি সবি,
ইংলিশ স্কুল,খরচা ভীষন,
তবুও তুই জোড় করলি নিলি খোকার এডমিশান।
আহা! বলছি না দোষের কিছু,
সবই জানি, খোকার পড়া, ফিউচার সাথে শিখবে কিছু।
যাই হোক, আমি বলছি,
সাহস যখন করেইছি,ভাবিস কেন্ মিছেমিছি?

শুনেছিস নাকি?এই তো সেদিন
আকিব কিনলো টয়োটা গাড়ি,
দাম তেইশ লাখ,ব্ল্যাক কালারের,দেখতে ভারী।
ওর গাড়িতে ঘুরতে গেলাম পতেঙ্গাতে,
ভেতর খুব রিলাক্সেবল,
ফিটফাট আর পরিপাটি গাড়ির ভেতর।
যেখানে যাই দেখলাম ওর ভীষন কদর।
জানিস পাগলী এই যে ও এত বড় হলো,
দামী বাড়ি,লেটেষ্ট গাড়ি, পোষাক আশাক জমকালো,
তবুও আমায় কদর করে, বাসে ভালো।

তোর ও খুব শখ ছিল না একটা গাড়ির,
খোকার স্কুল, আমার অফিস,
আর কটা দিন, যেমন তেমন কিনেই ফেলব।

জানিস পাগলী, মাঝে মাঝে,
আমার ভীষন ঘেন্না লাগে,
ঘেন্না লাগে নিজের ওপড়,
এই যে অভাব,
এটা কিনলে ওটার আপোষ
যোগ-বিয়োগ, অংক হিসাব।
সুখটা বুঝি তোকে দিতে পারলাম না আর।
কদিন আগেই বান্ধবীর বোনের বিয়েতে গেলি,
সবাই পড়ল নতুন শাড়ি,নতুন মেকাপ,
তুই পড়লি মায়ের হার, মায়ের শাড়ি,
আমার দেয়া শুধুই ছিল কাচের চুরি,
আর কালো টিপ।

এই জীবনের কি দিলাম আর,
কালার টিভি,সেকেন্ড হ্যান্ড ফ্রিজ।

আর যদি বলি বেলকুনিতে পুরনো দোলনা,
এই আমাদের বিত্ত বৈভব, বিস্তর বিলাস।

ইমন সেদিন দেশে ফিরলো, আমার দিল দামী ঘড়ি,
খোকার জন্যে দামী মোবাইল,তোকেও দিল দামী শাড়ি,
ভাবছি, ওদেরও তো কিছু দেয়া দরকার।
আকিব থেকে ধার করা টাকাটাও প্রায় শেষ,
ইরফান থেকে যদি কিছু ধার করা যায়।
ওরতো এখন বিশাল ব্যাবসা, অনেক ব্যাস্ত দেশ-বিদেশ
ওকে পাওয়া ভীষন টাফ।
ভাগ্য থাকলে পেতেও পারি,
হাজার দশেক চাইলে পাব।

ভাবছিলি তুই ছোট্ট একটা প্লট কিনবি,
খোকাও এখন বড় হচ্ছে,
অভিমান তোর কেনই খালি এড়িয়ে যাই,
আমিও জানি,তুইও জানিস,
এ জন্মে হবে না আর।
ওদিক দিয়ে বাইকের লোন,মায়ের অসুখ
মুয়াযটাকেও কিছু দেয়া দরকার,
ভাংতে বুঝি হবেই এবার,
তোর জমানো পঞ্চাশ হাজার।
অনেক হল দুঃখ কথা,
পাওয়া না পাওয়ার ভিষম ব্যাথা,
তবুও জানিস,ভেতর ভেতর বড্ড সুখ।
তোকে পেলাম,খোকাকে পেলাম,
নাই বা পেলাম অর্থ - বিত্ত।

এসব সব চুলোয়ে যাক,
তবুও আমার আমৃত্যু সুখ,
বৃষ্টি নামলে ভিজতে পারি দুজন মিলে,
এই যে দুজন থাকছি ওমন,
দুঃখ সুখের পাতা সংসার।
ছোট্ট হোক,অভাব বোধ,
তবুও তো তোর আর আমার।

আর কিছু চাই না আমার,বিত্ত বিলাস
ফ্ল্যাট বাড়ি, টয়োটা গাড়ি,
লাভ কি বল ওসব খুজে?
রাত্রি হলে একটু খালি জায়গা দিবি,
পাগলীরে তোর নরম বুকে।
এইতো অঢেল, এর বেশী নিস্প্রয়োজন।
এমন করে চলেই যাবে বাকীটা জীবন,
যুগল মরণ, প্রার্থনা থাক।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১:১৫

মিথী_মারজান বলেছেন: কবিতাটি পড়ছিলাম, আর মনে হচ্ছিলো, নচিকেতা বা অঞ্জন দত্তের কোন জীবনমুখী গান শুনছি।
এতো অভাবেও যে এমন ভালোবেসে চিঠি লিখতে পারে, তার জন্য যুগল মৃত্যু না, খুব সুখ আর সমৃদ্ধির দোয়া করতে ইচ্ছা করে।

কবিতায় ভালোলাগা নিলাদ্রী।+++

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১:২৭

নীলাদ্রী হীমান বলেছেন: অভাব থাকুকু, দুঃখ থাকুক, সুখের প্রার্থনাটুকু করবেন প্লিজ। তবে অতো সমৃদ্ধি চাই না। যতই বিত্ত , যতই জৌলুস , ততই ফিকে হয়ে যায় আবেগ। লোকে বলে অভাবে নাকি ভালোবাসা জানলা দিয়ে পালায়। আমিতো বিশ্বাস করি এই অভাবটা খুব দরকার। এক থালাতে দুজন আহার। খুনশুটি আর ঘর সংসার। ভালো লাগলো জেনে খুব ভালো লাগলো। দুঃখ সুখের এমন একটা সংসার হোক প্রার্থনা করবেন। যদি এখন সংসারী হই নি । হা হা হা , , , । একান্ত বহেমিয়ান।

২| ০৮ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৫০

Tulona বলেছেন: প্রার্থনা থাক।
অগোছালো, কিন্তু ভালো লেগেছে। ♥

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৬

নীলাদ্রী হীমান বলেছেন: অগোছালো লেখাটাই ভালো লাগলো জেনে আনন্দিত,সময় নিয়ে পড়বার জন্যে অনেক ধন্যবাদ রইলো।

৩| ০৮ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৬

স্রাঞ্জি সে বলেছেন: বাহ! চমৎকার।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৮

নীলাদ্রী হীমান বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ।

৪| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:
বেশ লাগল! আগেই পড়েছিলুম!

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৪

নীলাদ্রী হীমান বলেছেন: অশে্ষ ধন্যবাদ। কাচা হাতের লেখা, ভালো লাগলো জেনে উৎসাহ পেলাম।

৫| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৪

নীলাদ্রী হীমান বলেছেন: ভালো লাগল জেনে আনন্দিত হলাম। শুভ সকাল।

৬| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩২

মিথী_মারজান বলেছেন: ডিয়ার বোহেমিয়ান কাব্য,
এক থালাতে দুজন মিলে খাওয়ার জন্য অভাব থাকতে হবে কেনো!
প্রচন্ড ভালোবাসাই কি এর জন্য যথেষ্ট নয়?:)
এই বয়সে আমার মনেহয় অভাবকে এভাবে ভাবাটা একটা ফ্যান্টাসি।
সংসারজীবনে গেলে তখন হয়ত: কথাটা ফিল করবেন।
যাইহোক, সুখমাখা খুনসুঁটি অথবা বড়জোর মমতামাখা মান - অভিমানে ভরপুর সুখী সংসার হোক এমন প্রার্থনা রইলো।
দুঃখ এমন একটা পাজি! সুখ দেখলে আপনিতেই পিছু চলে আসে।
প্রার্থনায় তাই আর অভাব বা দু:খের নাম ধরে ডেকে ওদের আস্কারা দিতে চাইনা।

কল্পনার মত সুন্দর আর ভালোবাসার কাব্য মাধুর্যে ভরপুর হোক নিলাদ্রীর প্রতিটি সময়।
সব সময়ের প্রার্থনা।:)

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৯

নীলাদ্রী হীমান বলেছেন: প্রথমেই বলছি শুনুন আপনার কাছে হার মানছি। কথাটি যেমন ঠিক এক থালাতে দুজন মিলে খাবার জন্যে অভাব থাকতে হবে, এ কেমন কথা। কিন্তু শুনুন যার আছে বিত্ত অনেক, তাদের এমন ভালোবাসার হয় না সময়। এ ব্যাপারেও একমত অভাবটা একরকম ফ্যান্টাসি। তবে পিওর অভাবের ফ্যান্টাসি টা কেন যেন টেষ্টিং সল্ট এর মত। ওসব অভাব নয় আবার যে একটা টয়োটা গাড়ি আছি,কিন্তু মার্সিডিজ কেন নেই। তবে এইটুক ঠিক বুঝেছি,প্রার্থনা অন্তর থেকে করলেন। এমন প্রার্থনা করবার মত একজন শুভাকাঙ্ক্ষী পেলাম ভাবতেই খুব কৃতজ্ঞ লাগছে ঈশ্বরের কাছে। আপনার কাছে কৃতজ্ঞ না হয় নাই বা হলাম,বন্ধু হলাম।

৭| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৪

জাহিদ অনিক বলেছেন:
বেশ সুন্দর কবিতা। ভালো লাগলো পড়তে ---- জীবন ছাঁকা

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৮

নীলাদ্রী হীমান বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।

৮| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

বলেছেন: অপূর্ব পড়ে মুগ্ধ হলাম

০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৯

নীলাদ্রী হীমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ রইলো।

৯| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫০

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর!
অঢেল সম্পদের চেয়ে এমন ভালোবাসা মাখা অভাবই ভালো....

১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৮

নীলাদ্রী হীমান বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.