নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাখ্যা আছে কিন্তু উদাহরন নেই এমন একজন মানুষ।

নীলাদ্রী হীমান

ভালোবেসে যে কেউ দেয় নিষ্ঠুর অপবাদ, আমি তাই ভেবে নেবে অর্বাচীনের জন্য আশীর্বাদ।

নীলাদ্রী হীমান › বিস্তারিত পোস্টঃ

নুপুংশক জীবন!!!!

১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৩

চুপ করে থাকো, কথা বলো নাকো,
শব্দ শুনলে গেরেফতার,
চোখ,বুজে থাকো,কিছু দেখ নাকো,
দৃষ্টিতে শুধু অন্ধকার।

কান পেতে থাকো, কিছু শুনো নাকো,
মগজেরে তুমি এটে বেধে রাখো।
হৃদয়েরে তুমি চড় মেড়ে বলো,
স্পন্দন যেন সে করে নাকো।

লিখতে বসলে বেশী লিখ নাকো,
দু চার পাতা যাই লিখে থাক,
ছিড়ে ফেলে দাও ময়লার জারে,
কে জানি কখন কে দেখে ফেলে,
৫৭ ধারা দিয়ে দিতে পারে,
পাবে না, পাবে না, একটুকু ছাড়।

কে মরে গেছে, কে মেরে গেছে,
কে ফেলে গেছে লাশ,
এসব নিয়ে তুমি ভেব নাকো,
ঘরে বসে থাকো বের হয়ো নাকো,
বেড়োলেই গিয়ে দাড়াতে হবে,বিচারের এজলাশ।

কে খেয়ে আছে, কে বসে আছে,
কে চেয়ে আছে অন্নের দ্বার,
তুমি খেয়ে আছ,তুমি বেচে আছ,
এই গরবেই চুপ করে থাকো,
তানাহলে নেই, কোন নিস্তার।

ভুলেও যদি দেখ তুমি চেয়ে,
দাঁড়িয়ে গেছে পুরুষাংগ,
সোজা হয়ে যায় মেরুদন্ড,
তবে জেনে রেখ
আজ এসে গেছ তুমি,
সময়ের শেষ পার।

এর চেয়ে তুমি এক কাজ কর,
নিজে ভেঙে ফেল নিজ মেরুদন্ড,
নুপুংশক কাটিয়ে দাও বাকীটা জীবন।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:০০

রাকু হাসান বলেছেন: চমৎকার কবিতা ...হীমান ভাই! এটাই বর্তমান বাস্তবতা :-< । দাওয়াত রাখবেন :-B

১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৪

নীলাদ্রী হীমান বলেছেন: ধন্যবাদ ভাই। দাওয়াত গ্রহন করলাম।আপনাকেও দিয়ে রাখলাম অগ্রিম।

২| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সময়ের আর্তচীৎকারে ভারী কাব্য!

বুকফাটা অস্ফুট আক্রোশে দাতকিরমির আমজনতার মনোকথা!
অসহায়ত্বের এই অসহনীয় জ্বালার জলে যেদিন জ্বলে উঠবে আগুন
পালাবার পথ পাবেনা অত্যাচারী আর জালিম!


কবিতায় +++

১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৯

নীলাদ্রী হীমান বলেছেন: ধন্যবাদ রইলো আপনার প্রতি।

৩| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৪

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর করে বাস্তবতা বলে গেছেন। ++++

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪০

নীলাদ্রী হীমান বলেছেন: ধন্যবাদ রইলো আপনার জন্যে।

৪| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৯

নাহিদ০৯ বলেছেন: দারুন।

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪০

নীলাদ্রী হীমান বলেছেন: ধন্যবাদ।

৫| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪

মিথী_মারজান বলেছেন: কবিতা সুন্দর হয়েছে নীলাদ্রী।
কাব্যিকতার পাশাপাশি এমন মারদাঙ্গা মুডেও আপনি বেশ ভালো লিখেন দেখছি।:)

১৯ শে জুলাই, ২০১৮ রাত ২:০৪

নীলাদ্রী হীমান বলেছেন: হা হা হা , ধন্যবাদ। তা কেমন আছেন বলুন। অনেক দিন পর ।

৬| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৩

মিথী_মারজান বলেছেন: হুম, আরো অনেকদিন পর নীলাদ্রী।
(যদিও আমি সবসময়ই একটু অনিয়মিত)
ভালো আছি আমি।
আপনার কি অবস্হা?
নতুন কবিতা নেই কেনো!!!!
আর পারলে ব্লগে নিয়মিত হোন আপনি।
অন্যদের লেখাও বেশি করে পড়ুন।
আমার কাছে আপনি একজন দারুণ সম্ভাব্যময়ী ব্লগার।
আর সবার সাথে ইন্টারএ্যাকশনটা ব্লগিংয়ে খুব জরুরী।:)

৭| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৭

মিথী_মারজান বলেছেন: সম্ভাবনাময়ী*

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৭

নীলাদ্রী হীমান বলেছেন: হুট করে আসে আর হুট করে লিখি। আবার লিখি না। কি যে লিখি , কি যে লিখি না । আপনি লিখুন। আপনার লেখার ভালোই ধার। আমি লিখতে জানিনা। এলেমেলো ভাবনা এলে লিখি। যাক গে সে কথা, ভালো আছেন শুনে খুশী হলাম। কেউ ভালো থাকলে ভালো লাগে। লেখার বিষয়বস্তু পাচ্ছি না,কিংবা এত বেশী পাচ্ছি কি লিখব বুঝে উঠতে পারছি না। তাই আর লিখতেই পারছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.