নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাখ্যা আছে কিন্তু উদাহরন নেই এমন একজন মানুষ।

নীলাদ্রী হীমান

ভালোবেসে যে কেউ দেয় নিষ্ঠুর অপবাদ, আমি তাই ভেবে নেবে অর্বাচীনের জন্য আশীর্বাদ।

নীলাদ্রী হীমান › বিস্তারিত পোস্টঃ

দুই আশ্বিন

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৫

আজ আশ্বিনের দুই,
বালিকার বেনী বাদামী তটিনী,
বালকের মন কই???
আজ আশ্বিনের দুই।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১১

সৈয়দ ইসলাম বলেছেন:
তোমার বাড়ি কি সুনামগঞ্জ?

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৭

নীলাদ্রী হীমান বলেছেন: না ভাই। আমি সুনামগঞ্জের লোক না।

২| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১২

আকিব হাসান জাভেদ বলেছেন: আজ আশ্বিনের দুই
চার লাইন লেখে
বাকি লাইন কই।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮

নীলাদ্রী হীমান বলেছেন: বাকি লাইন হাওয়া। হা হা হা

৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৬

জাহিদ অনিক বলেছেন: আজি ঝর ঝর মুখর বাদর দিনে . . . জানি নে জানি নে … কিছুতে কেন যে মন লাগে না

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮

নীলাদ্রী হীমান বলেছেন: বাহ !!!

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪

নীলাদ্রী হীমান বলেছেন: অনেক ধন্যবাদ। :)

৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২০

মিথী_মারজান বলেছেন: হ্যালো নীলাদ্রী!!!
বাদামী তটিনীতে সাঁতার কাটা হলো?
নাকি ডুবেডুবে পানি খাচ্ছেন?
আর কি কি হলো আশ্বিনের দুই দিনটায়?
এমন ইন্টারেস্টিং টোপ ফেলে আমাদেরকে অপেক্ষায় রাখাটা ভারী অন্যায়।
আমরাও জানতে চাই!!!!
জলদি বাকীটা বলুন তো....:)

অনুকাব্যে মুগ্ধতা।:)

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭

নীলাদ্রী হীমান বলেছেন: বাকিটা যে কি হল , সে বলা তো মুশকীল। আদৌ কি কিছু হল , সে প্রশ্ন তো আমারো। হা হা হা , , , । । বাকীটা আমিও জানতে চাচ্ছি, জানলেই জানানো হবে ব্রেকিং নিউজ আকারে। তা এবার বলুন, কেমন আছেন? প্রজাপতি কেমন আছে?

৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

মিথী_মারজান বলেছেন: নীলাদ্রী!!!
মাসব্যাপী সাঁতার প্রতিযোগিতা কি এখনো চলছে???
এবার তীরে আসুন তো!
আর বাদমী তটিনীতে কবিতার নৌকা ভাসান।
ব্লগার বিজন রয় কত সুন্দর করে কবিতা সংকলন করে চলছে প্রতিনিয়ত।
আর আপনি কিনা কবিতা না লিখে ডুব মেরে আছেন!
বোকা ছেলে কোথাকার!
বালিকার জন্য সুন্দর কবিতা লিখুন নীলাদ্রী।
কবিতায় পাল তোলা আমাদের নীলাদ্রীর রঙীন নৌকা দেখার জন্য পাড়ে বসে অপেক্ষা করছি কিন্তু!!!:)

বি.দ্রঃ আমি আর প্রজাপতি ভালো আছি।
বালিকা আর আপনি কেমন আছেন???:)

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০

নীলাদ্রী হীমান বলেছেন: প্রজাপতি কে অনেক অনেক আদর দেবেন, আর আপনাকে দিলাম শীতের সকালের শিশির ভেজা ঘাস। মানুষ মানুষকে ভুলে যায়, যদি তার সাথে প্রয়োজন না থাকে। কিন্তু আপনি আমার কটা শব্দ পড়ে আমাকে মনে রেখে আমার খবর নিলেন। আমি হয়তো আপনাকে বোঝাতে পারব না আমি কতটা সম্মানিত বোধ করলাম। আর কবিতা। কবিতা কেন যেন কলমের ডগায় এসে আটকে আছে । বের হচ্ছে না আর। কি জানি কি হল। শামসুর রহমান সাহেব বলেছিলেন কবিতা একটা ঝিলিক , হঠাত করে আসে। সেইটা হইতো আসছে না। আরেকটু অপেক্ষা করে দেখি আসলেই হয়তো আপনার এই সম্মানটুকুর কথা ভেবে কলম নিয়ে বসে পড়ব। প্রজাপতির জন্যে একটা কবিতা লিখব। তাকে কখনো দেখতে পারি কিনা জানিনা। তাকে কবিতাটা খাতায় লিখে উপহার দেবেন। বলবেন তার একজন দূরের মামা তাকে দিল। ততদিন প্রজাপতি এবং নিজের খেয়াল রাখবেন। ভালো থাকবেন।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

মিথী_মারজান বলেছেন: প্রিয় নীলাদ্রী
এত সুন্দর মনের একটা মানুষ আপনি, আপনাকে কেন ভুলে যাব বলেন তো!
আজীবন মনে রাখার মত কত সুন্দর সব উপহার আপনি আমাকে প্রতিনিয়ত দিচ্ছেন, এটা কি আপনি জানেন!
মাঝরাতে পাওয়া আপনার সেই রোদের ফোঁটা! বিশ্বাস করুন, এমন সুন্দর উপহার আমি জীবনেও কখনো পাইনি।
আজ আবার দিলেন শিশির ভেজা ঘাস।
অপূর্ব উপহার নীলাদ্রী।
মনেকরুন প্রজাপতিকে নিয়ে ভোরবেলা খালি পায়ে আমরা সেখানে শিশির মাখছি, খেলা করছি, আর আপনার কথা গল্প করছি অথবা আপনার কবিতাটি প্রজাপতিকে পড়ে শোনাচ্ছি।
কি সুন্দর একটা সময় উপভোগের সুযোগ আপনি আমাদেরকে দিলেন!:)
প্রজাপতির জন্য কবিতাটা কবে পাচ্ছি বলুন তো!
সো সুইট অফ ইউ নীলাদ্রী।
আমার মেয়ে সত্যিই ভাগ্যবান আর সেই সাথে আমিও।:)
আমি অবশ্যই সেটা লিখে সংরক্ষণ করবো, আমার মেয়েকে দেখাবো।
অনেক বছর পর ও যখন বুঝতে শিখবে, তখনও ওকে আবার পড়তে দিব কবিতাটা।
আমার প্রজাপতির নাম জানান।
জানান অবশ্যই আপনাকে ভালোবেসে সবসময় মনে রাখবে।
আচ্ছা, আপনি কি ফেইসবুকে ব্যবহার করেন?
মিথী মারজান নামে সার্চ করলেই আমাকে পাবেন আর প্রজাপতিকেও দেখতে পাবেন সেখানে।
আপনার আইডি জানা নেই নাহয় আমিই রিকোয়েস্ট পাঠাতাম আপনাকে।
আর সেখানে না পেলে আমি এখানেই একদিন আপনাকে ওর ছবি দেখাবো।
ভালো থাকবেন নীলাদ্রী।
আপনার মত সুন্দর করে বলতে পারিনা, তবে আপনার ভাবনার মতই কাব্যিক হোক আপনার প্রতিটি সময়।
আমার আর প্রজাপতির পক্ষ থেকে ভালোবাসা জানবেন নীলাদ্রী।:)




৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫

নীলাদ্রী হীমান বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা। কেমন আছেন? কেমন আছে প্রজাপতি? মিষ্টি মামুনীকেও জানাবেন শুভেচ্ছা। মামুনীর জন্যে কবিতা, আমি যত্ন করে লিখে আপনাকে দেব। আপনি যত্ন করে প্রজাপতির পাখায় লাগিয়ে দেবেন। ও প্রজাপতি দেখলাম,সাথে আপনাকেও। মা এবং মেয়ে দুজনকেই খুব দারুন প্রানোচ্ছল লেগেছে। সবাইকে দেখে এই প্রানোচ্ছলতা কাজ করেনা। প্রজাপতি আর আপনাকে দেখে করে। ভালো মানুষের মধ্যে এই আলোটা থাকে। আর প্রজাপতিকে দেখতে দেবার ব্যাবস্থা করে দেয়ার জন্যে অনেক ধন্যবাদ। দেখেই নিজের মধ্যে একটা টান অনুভব করছি। ভালোবাসা রইলো আমার প্রজাপতি মামুনীর জন্যে। সৃষ্টিকর্তা তাকে অনেক বড় মানুষ করুক। অনেক বড়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.