নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাখ্যা আছে কিন্তু উদাহরন নেই এমন একজন মানুষ।

নীলাদ্রী হীমান

ভালোবেসে যে কেউ দেয় নিষ্ঠুর অপবাদ, আমি তাই ভেবে নেবে অর্বাচীনের জন্য আশীর্বাদ।

নীলাদ্রী হীমান › বিস্তারিত পোস্টঃ

অসভ্য ভাস্কর্য

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৬

এখানে অসভ্য সভা,এখানে হিংস্র দানবের বাস,
যেখানে রাজত্ব করে পাপী, মানবেরা আজন্ম দাস
এখানে রক্ত ঝরে, পুতুলের শিশু যোনিপথ ধরে
এখানে রক্তের স্রোত, নেমে আসে বালিকার ঘরে।

এখানে সমস্ত পাপ, পাপিষ্ট এ জনপদ, লোকালয়,
এখানে নিজস্ব ছায়া দেখে, বালিকার মুমূর্ষ ভয়।

এখানে মানব নাই, পাথরের মূর্তি আছে কিছু,
যারা সমস্ত দেখে শুনে বলে, কি নিষ্পাপ শিশু
অতপর এটে দেয় দরজার খিল, নীরবে ঘুমিয়ে পড়ে,
ধর্ষকের উল্লাস শুনে নীরবে সমস্ত রাত ধরে।

এখানে মানুষ নেই, মানুষের মত দেখতে আছে যা,
এখানে তুই নিরাপদ না,
নন্দিনী , তুই পালিয়ে যা।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৮

জাহিদ অনিক বলেছেন:

চমতকার।।
নন্দিনী পালিয়ে যাক, (অ)সভ্যতা নিন্দিত হোক।

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০২

নীলাদ্রী হীমান বলেছেন: ধন্যবাদ আপনাকে। নন্দিনীদের পালানো ছাড়া আর কোন উপায় আপাত নেই।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২০

নীলাদ্রী হীমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৩১

অধীতি বলেছেন: এতটা সুন্দর বাস্তব মুখী কবিতা। নিজেকে এখন মূর্তি ছাড়া কিছুই মনে হচ্ছে না্। মুগ্ধ হলাম কবি।

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৫২

নীলাদ্রী হীমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.