নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

আমরা আবার কবে এ রকম আরেক জন নেতা পাবো?

০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:২৯


যারা প্রসিডেন্ট জিয়াউর রহমান সর্ম্পকে কিছু জানে না অথচ আন্দাজে কথা বলে বেড়ান তাদের জন্য!

জিয়াউর রহমান নিজে ছোট গাড়িতে উঠতেন। যে গাড়িটি ব্যবহার করতেন তাতে এয়ারকন্ডিশন ছিল না, এটা তেমন কোন দামি গাড়িও ছিল না। তাঁর নিরাপত্তার জন্য আজকের মতো আগে-পিছে, ডানে-বামে দামি গাড়ির বহর ছিল না। খুবই সাধারণ। সামনে একটি পুুলিশের গাড়ি থাকত। একজন সার্জেন্ট আর তার সাথে কিছু পুলিশ

জাতীয় পার্টি দলীয় এমপি এ.কে.এম মাঈদুল ইসলাম মুকুল তার লেখা ‘আত্মসত্তার রাজনীতি এবং আমার ভাবনা’ শীর্ষক গ্রন্থে এসব কথা লিখেছেন। তিনি জিয়াউর রহমানের কেবিনেটের সদস্য ছিলেন।

এ.কে.এম মাঈদুল ইসলাম মুকুল আরও লিখেছেন, জিয়াউর রহমান সাহেব মন্ত্রীদের বলেছিলেন, আপনারা কখনও সিগন্যাল অমান্য করবেন না, আইন কানুন মেনে চলবেন। একবারের একটি কথা মনে আছে। প্রেসিডেন্ট সাহেব রাজশাহী থেকে ঢাকা আসার উদ্দেশ্যে সড়ক পথে রওয়ানা হলেন। এডিসি সাহেব মারসিডিজ গাড়ি পাঠিয়েছেন। প্রেসিডেন্ট সাহেব গার্ড অব অনার নিয়ে ফিরে এসেই দেখেন যে সেখান মারসিডিজ গাড়ি প্লেস করা আছে। এটা দেখে তিনি এডিসি সাহেবের ওপর চটে গেলেন এবং জিজ্ঞেস করলেন এ গাড়ি কে পাঠিয়েছে? এডিসি সাহেব বললেন, এমএসপি সাহেব পাঠিয়েছেন। প্রেসিডেন্ট জিয়া রাগান্বিত হয়ে তার বেতনের টাকা থেকে গাড়ির তেলের টাকা কেটে রাখার নির্দেশ দিলেন। পরে তিনি ডিসি সাহেবকে তার গাড়িটি প্লেস করার কথা বললেন এবং ফেরিঘাটের রাস্তাটি দেখার জন্য ডিসি সাহেবের সেই ছোট গাড়িটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন।

একদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কেবিনেট মিটিংয়ে মন্ত্রীদের উদ্দেশ্যে বললেন, দেখেন আমি বাংলাদেশের প্রেসিডেন্ট। আমার দেশ খুবই গরিব দেশ। পৃথিবীর সবাই তা জানে। আমাকে সি অফ করার জন্য বা রিসিভ করার জন্য এতোগুলো লোক এবং এতো গাড়ি বিমানবন্দরে আসা যাওয়ার দরকার হয় না। এসব অপব্যয় বিদেশিরা দেখেন এবং তারা মনে করেন তাদের পয়সা দিয়ে এসব অপব্যয় করা হচ্ছে। রাত্রিবেলা আপনারা যখন আমাকে রিসিভ করে ফিরেন তখন মনে হয় যেন বিমানবন্দরে আগুন লেগে গেছে। সব লোক পালাচ্ছে। গাড়ির বহর একসাথে বের হচ্ছে। সুতরাং এখন থেকে শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রী সাহেব যাবেন।

লেখাটা নেয়া হয়েছে এখান থেকে: প্রেসিডেন্ট জিয়া বললেন, এ গাড়ি কে পাঠিয়েছে?

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জুলাই ২০১৫

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৯

রাতুলবিডি৪ বলেছেন: আমাকে সি অফ করার জন্য বা রিসিভ করার জন্য এতোগুলো লোক এবং এতো গাড়ি বিমানবন্দরে আসা যাওয়ার দরকার হয় ন আমরা আবার কবে এ রকম আরেক জন নেতা পাবো ?

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮

নীল আকাশ বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ প্রথম পোস্টের স্মৃতিতে আসার জন্য।
শুভ কামনা রইল!

২| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ২:৪৬

ভ্রমন কারী বলেছেন: Maybe Never......Maybe Soon..................Who Know The Future ?

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪০

নীল আকাশ বলেছেন: if not then we are the most unfortunate nation in earth.............
thanks for the excellent comment.

৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৪:২২

হাসান রাজু বলেছেন: এই কারনেই এত অল্প সময়ে এত বৃহৎ একটা দল ঘটন করতে পেরেছিলেন । যোগ্য আর মেধাবীদের দিয়ে দেশ পরিচালনা করছিলেন । জিয়াউর রহমান এর পর আস্তে আস্তে সেই মেধাবীরা ও হারিয়ে গেছেন । হারিয়েছে সেই আদর্শ ও । তাই আজ বিএনপির এই করুন অবস্থা । সততা লালন করতে হয় । প্রতিষ্ঠাতার সততায় ভর করে এত দিন ঠিকে থাকা যায় না ।

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪০

নীল আকাশ বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ প্রথম পোস্টের স্মৃতিতে আসার জন্য।
শুভ কামনা রইল!

৪| ০৫ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১৯

নীল আকাশ বলেছেন: যারা ময়দানে যুদ্ধ না করে ভারতে পালিয়ে গিয়েছিল, তাহারা ছাড়া সবাই বলবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক - বঙ্গবীর কাদের সিদ্দিকী

৫| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:০১

ভিটামিন সি বলেছেন: কেরে ভাই, তুমি আমারে ফলো করতি গেলা কেরে? আমি কিডা?

১৬ ই মে, ২০১৮ সকাল ১১:৫৪

নীল আকাশ বলেছেন: কেন আপনি ভাইটামিন ছি ছি...আমার কি ভাইটামিন দরকার নাই ...

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: কেন? দেশনায়ক অামাদের তারেক বাবাজি অাছেন না!

১৬ ই মে, ২০১৮ সকাল ১১:৫৩

নীল আকাশ বলেছেন: কেন জাতীয় চাপাবাজ জয় কে চোখে পড়ে না ????

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫১

রাকু হাসান বলেছেন: হিলু নীল আকাশ ;)
প্রথম পোস্টের স্মৃতিতে কে না থাকতে চাই । তাই এলাম । আগে নিউজ টা পড়িনি । জিয়া কিছু বির্তকীত কাজ থাকলেও । ব্যক্তি জিয়ার কিছু কাজ আমার খুব ভালো লাগে । গাড়ীর তেমন কোনো নিরাপত্তা থাকতো বিষয় টা আজই জানলাম । কৃতজ্ঞতা শেয়ার করার জন্য । ব্লগ যাত্রা আরও দীর্ঘ হোক । শুভকামনা ও ভালোবাসা নিন । শুভরাত্রি ।

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭

নীল আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রথম পোস্টের স্মৃতিতে আসার জন্য।
শুভ কামনা রইল!

৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

খাঁজা বাবা বলেছেন: এ জাতীয় পোষ্টে লোকজন কমেন্ট করতে ভয় পায়,
কখন না আবার কোন ধারায় আটকে যায়।

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮

নীল আকাশ বলেছেন: সত্য কথা প্রকাশ সব সময় ভয় পেলে তো হবে না.......।
অসংখ্য ধন্যবাদ প্রথম পোস্টের স্মৃতিতে আসার জন্য।
শুভ কামনা রইল!

৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিলাসিতা পছন্দ করতেন না, তিনি সাদাসিদে জীবনে অভ্যস্ত ছিলেন । এই ব্যাপারে আমি বিস্তারিত একটি পোষ্ট দেওয়ার চেষ্টা করবো, অনেক কিছুই লিখতে ইচ্ছে করে - কিন্তু সময়তো প্রয়োজন আর সবচেয়ে বেশী প্রয়োজন লেখার ধর্য্য। ধন্যবাদ নীলআকা৩৯ ভাই ।

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৪

নীল আকাশ বলেছেন: ঊনি একজন ক্ষণজন্মা বিপ্লবী পুরুষ। উনার মতো ব্যক্তিত্ব এই দেশে আবার কবে আসবে সেটা জানি না।
তবে এই চির দুঃখী এদেশে উনাকে আবার খুব প্রয়োজন। অন্তত স্বাধীনতা এবং গনতন্ত্রের জন্য হলেও!
আপনার লেখাটা খুব চমতকার হয়েছে। এই পোশট আপনার কাজে লাগবে দেখেই এখানে প্রতি-মন্তব্য করছি।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

১০| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার প্রিয় বন্ধুর সাথে আপনার দারুন মিল
বেটা খালি সুলেমানি ব্যান খায়

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫

নীল আকাশ বলেছেন: জলে নেমে সব সময় কুমীরের সাথে যুদ্ধ করতে হয় না.......এই ব্লগে প্রায় সবাই দল কানা...কিছুই করার নেই। দেখেন না চাদগাজীর মতও একটা নিন্ম শ্রেনীর পাঠা পর্যায়ের ব্লগারের লেখা সবাই কিভাবে পড়ে......। জাস্ট ইগনোর দেম, রাইট টাইম উইল কাম এগেইন।
অসংখ্য ধন্যবাদ প্রথম পোস্টের স্মৃতিতে আসার জন্য।
আশা করি সব সময় পাশে পাবো আপনাকে.........
শুভ কামনা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.