নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

ঘুরে আসুন সাজেক থেকে

০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

অসম্ভব সুন্দর সাজেক ভ্যালী আর তার আশে পাশের জায়গা গুলি।

জীবনে একবার হলেও দেখে আসুন।

রাতে থাকতে ভুলবেন না কিন্তু!

সব চেয়ে ভালো লাগে সুর্য ডোবার আর সুর্য উঠার সময়। সুর্য উঠার সময় অবশ্যই থাকবেন সাজেক হেলিপ্যাড ১।



সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, নভেম্বর ২০১৫


মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

আলভী রহমান শোভন বলেছেন: দারুণ !

২০ শে মে, ২০১৮ দুপুর ২:৫৯

নীল আকাশ বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।

২| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

উরনচণ্ডী বলেছেন: চমৎকার সব ছবি। তবে সাথে কিছু বর্ণনা থাকলে আরো ভাল হতো।সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৩

নীল আকাশ বলেছেন: আর কি বর্ননা দেব? এই দৃশ্য না দেখলে বুঝা যাবে না। ঠান্ডা বেশী পরে গেলে হয়ত এই সিজনে আর যেতে পারবেন না। পাহাড়ে বেশী ঠান্ডা লাগে।

৩| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক সুন্দর ছবিগুলো!!
ছবিগুলো কোন স্পট থেকে তোলা, জানালে আপনার ছবিব্লগ আরো উপভোগ্য হতো!!!

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৪

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপু। বেশীর ভাগ ছবি তুলেছি সাজেক রির্সোট এর ৩য় তলা থেকে ভোর বেলা আর কিছু তুলেছি সাজেক থেকে হেলিপ্যাড ১ যাবার রাস্তায়। হেলিপ্যাড ১ এবং এর আশে পাশের জায়গা গুলি ছবি তোলার জন্য সবছেয়ে উত্তম । আমি ২ GB ছবি তুলেছি। Family member ছবি পোস্ট করিনি। DSLR চামেরা থাকলে খুব ভালো হতো। নেক্সট টাইম নিয়ে যাব । ভোর ৫টা থেকে ছবি তোলা শুরু করেছি।

৪| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

কামরুন নাহার বীথি বলেছেন: আপনি দুই বছর ছয় মাস এখানে ব্লগিং করছেন।
আপনার লেখার মন্তব্যের প্রতিমন্তব্য ঠিক জায়গার হচ্ছে না!!

শ্রদ্ধেয় ব্লগার গেম চেঞ্জার ভাই -এর এই লেখাটা পড়ুন!! অনেক শেখার আছে এখানে!

ইচ্ছে করলে আপনার প্রতিমন্তব্য গুলো সঠিক জায়গার প্রতিস্থাপন করুন!!
শুভেচ্ছা রইল আপনার জন্য!!!

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

নীল আকাশ বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার গেম চেঞ্জার ভাই -এর এই লেখাটা শেয়ার করার জন্য ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলাম।শেখার কোন শেষ নেই! তবে আপু, ব্লগিং অাকাউন্ট খুলেছি দুই বছর ছয় মাস আগে কিন্তু লেখা লেখি শুরু করেছি গত জুলাই ২০১৫ থেকে। আগে খুব ব্যস্ত থাকতাম সময় পেতাম না। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

সারাফাত রাজ বলেছেন: ও আল্লাহ, এ তো পুরাই অস্থির :-*

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৬

নীল আকাশ বলেছেন: আর কি বলব? এই দৃশ্য না দেখলে বুঝা যাবে না। না গেলে বিশ্বাষই করতাম না যে এমন একটা জায়গা বাংলাদেশে আছে!

৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: একবার গিয়েছিলাম, আবারো যাওয়ার ইচ্ছে আছে, শুভেচ্ছা জানবেন ভাই

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৬

নীল আকাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.