নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আমার তৃতীয় উপন্যাস \'কলুষ\'

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১২



পূজারীদের নিয়মিত পূজা এবং যথেষ্ট ভেট না দেয়ায় এক কাত্যায়নী মন্দির লোকচক্ষুর আড়ালে তমসাচ্ছন্ন হয়ে ইতিহাসের পাতায় অদৃশ্য হয়ে গিয়েছে। বহুবছর পরে নবদূর্গার ষষ্ঠরূপ কাত্যায়নী দেবীর নির্দেশে কাপালিক তান্ত্রিক শিবু সরেন সাধিকা হোমাকে নিয়ে দুর্গম এক জঙ্গল চষে ফেলছে সেই মন্দিরে অস্তিত্ব খুঁজে বের করার জন্য। শিবু এত বছর পরে কেন ভাঙাচোড়া অতি প্রাচীন স্থাপত্যের সেই গোপন মন্দির খুঁজে ফিরছে?

কপালে আগ্রা চক্রের তিলক আঁকা সাধিকা হোমাকে কারা যেন ধর্ষন করে মেরে ফেলেছে। তার মৃতদেহ থানায় নিয়ে আসার কিছুক্ষণ পরেই অদৃশ্য হয়ে গেল। কোথায় গেল সেই মৃতদেহ? কুন্ডোলিনী শক্তি সম্পন্ন হোমাকে কীভাবে কিছুদিন পরেই পঞ্চমুন্ডীর আসনে আবার পুজো করতে দেখা গেল?

অতিপ্রাকৃত রহস্যজনক বিভিন্ন হত্যাকান্ডের পুলিশ কোনো কূলকিনারা না পাওয়ায় আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী সাধু নারায়ণ চ্যাটার্জীকে ডেকে নিয়ে আসা হলো এইসব রহস্য উদঘাটনের জন্য। সাধুজী কি পারবেন অলৌকিক ক্ষমতা বলে এই রহস্যগুলোর আসল কারণ উদ্ধার করতে? অজ্ঞাতে ঘটা হত্যাকান্ডগুলোর গোপন অলৌকিক সত্য আবিষ্কার করতে?

এই ইতিহাস কলুষের! এই ইতিহাসই কলুষ!
বই: কলুষ

লেখক: মহিউদ্দিন মোহাম্মাদ যুনাইদ
প্রকাশনী: কুহক কমিক্স এন্ড পাবলিকেশন
মুদ্রিত মুল্য: ৩৮৫ টাকা
প্রচ্ছদ: তাওহীদ আহমেদ
প্রচ্ছদ সম্পাদনা: ওয়াসিফ নুর
৩৫% ছাড়ে প্রি-অর্ডার মুল্য: ২৫০ টাকা
প্রি অর্ডার চলবে: ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
অর্ডার করা যাবে রকমারি, ধী, প্রজ্ঞা থেকে
বইটি বইমেলায় পাওয়া যাবে: ১৭৭ নং স্টলে


ধীতে এখন পাওয়া যাচ্ছে-

রকমারীতে পাওয়া যাচ্ছে-

এছাড়া একুশে বইমেলায় স্টল নাম্বার ১৭৭ এ তো আছেই...............


মন্তব্য ২২ টি রেটিং +৯/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৩

গেঁয়ো ভূত বলেছেন: কলুষের সফলতা কামনা করি।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০১

নীল আকাশ বলেছেন: পড়ার আমন্ত্রণ দিচ্ছি আপনাকে।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫০

ফারহানা শারমিন বলেছেন: অভিনন্দন ও শুভকামনা।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০১

নীল আকাশ বলেছেন: পড়ার আমন্ত্রণ দিচ্ছি আপনাকে।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৫

নতুন বলেছেন: কাহিনি নিয়ে তো ওয়েব সিরিজ হয়ে যাবে, কলুষের সফতালা কামনা করছি।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২০

নীল আকাশ বলেছেন: প্লট আসলেই দারুন। প্রকাশকের পান্ডুলিপি প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে এটা প্রকাশিত হচ্ছে।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৭

কামাল১৮ বলেছেন: কানাডায় কিভাবে পাওয়া যাবে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৯

নীল আকাশ বলেছেন: দেশে বাইরে বোধয় পাঠানো যাবে না। তবে আমার ইচ্ছে আছে এটার ই-বুক রিলিজ দেওয়ার। তখন পাবেন এটা।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১২

খায়রুল আহসান বলেছেন: আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা!

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২০

আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,




নতুন বই প্রকাশিত হওয়াতে অভিনন্দন আর শুভেচ্ছা।

পোস্ট পড়ে মনে হলো, জমাট কাহিনী। সাধু নারায়ন চাটুজ্জ্যে রহস্যভেদ করে ধর্ষিতা সাধিকা হোমাকে কলুষমুক্ত করবে নিঃসন্দেহে।
এই মুহূর্তে দেশের বাইরে তাই বইমেলায় যাওয়া আর হবেনা।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪১

নেওয়াজ আলি বলেছেন: কিনতে চেষ্টা করব।সাফল্য কামনা করি

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: দারুণ ভাবে কাহিনী বিন্যাসের শুরুটা তুলে ধরেছেন।++++
অভিনন্দন ও শুভেচ্ছা আপনাকে।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩১

ইসিয়াক বলেছেন:





আমি আগামীকাল "কলুষ" বইটির প্রি অর্ডার করবো।
বইটির সাফল্য কামনা করছি।
শুভেচ্ছা ও অভিনন্দন।


১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৮

নীল আকাশ বলেছেন: আলহামদুল্লিল্লাহ!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৬

নীল আকাশ বলেছেন: বইটা পড়ার পর নিজের মতো করে রিভিউ দিয়েন।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০০

সোহানী বলেছেন: অভিনন্দন ও শুভকামনা প্রিয় লেখক। বইটির সফলতা কামনা করছি।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন ও শুভকামনা ।

১২| ০২ রা মার্চ, ২০২৩ রাত ৯:৩১

জুল ভার্ন বলেছেন: আপনি অফিসে বসে ব্লগিং করেন তা নিয়ে যার খাউজানি উঠেছিলো তিনি তার বর্তমান পোস্টে লিখেছেন তিনিও অফিসে বসে ব্লগিং করেন! =p~

২১ শে মার্চ, ২০২৩ রাত ১০:০৬

নীল আকাশ বলেছেন: উনি যে আপদমস্তক একজন পরিপূর্ণ পাঠা, সেটা প্রতিনিয়ত ব্লগে নিজেই প্রমাণ করে যান।
এই নির্বোধের কথাবার্তা মোটেও পাত্তা দেবেন না।
এই আচরণ সারমেয়দের লেজের মতো, যা কোনোদিন সোজা হবে না।
ধন্যবাদ ও শুভ কামনা।

১৩| ০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ১০:০১

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: অভিনন্দন আপনাকে।

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:২০

kalyl বলেছেন: In the context of this text, https://suika-game.io a Katyaini disappears from the temple and her dead body disappears due to regular pujas and insufficient vetting of the devotees.

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:০৯

নীল আকাশ বলেছেন: বাংলায় লিখলে আরো ভালো হতো। বাংলা লেখা শিখে ফেলুন।
আর এই বইটা যোগাড় করে পড়ে ফেলুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.