নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

কলুষ সামু ব্লগের ব্লগারদের অনুপ্রেরণায় লেখা হয়েছে...

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৭




আমার এবারের একুশ বইমেলা ২০২৩য়ে প্রকাশিত উপন্যাস 'কলুষ' সামহোয়্যারইন ব্লগের সম্মানিতা প্রতিষ্ঠিতা শ্রদ্ধেয় জানা আপু, ব্লগের মডারেশন টিম ব্লগের মডারেশন টিম এবং ব্লগের সকল সম্মানিত ব্লগারদের জন্য উৎসর্গ করা হয়েছে।

এই উপন্যাসটা লেখার অনুপ্রেরণা আমি এই সামু ব্লগ থেকেই পেয়েছি। তাই 'কলুষ' এদেরকেই উৎসর্গ করে কিছুটা ঋণ শোধ করার চেষ্টা করলাম।


ধন্যবাদ ও শুভ কামনা।
মহিউদ্দিন মোহাম্মাদ যুনাইদ
ব্লগার নীল আকাশ

মন্তব্য ২৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: কলুষের সফলতা কামনা করছি।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৩

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে। পড়ার আমন্ত্রণ রইলো।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৮

মোস্তফা সোহেল বলেছেন: শুভকামনা রইল আপনার জন্য।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৩

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে। পড়ার আমন্ত্রণ রইলো।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২২

জুল ভার্ন বলেছেন: শুভ কামনা। সুযোগ পেলে অবশ্যই পড়বো।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৪

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে। পড়ার আমন্ত্রণ রইলো।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার উন্যাসের সার্বিক সাফল্য কামনা করছি।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৬

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে। পড়ার আমন্ত্রণ রইলো।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৮

ঈশ্বরকণা বলেছেন: আপনার বইয়ের উৎসর্গের সায়িদা গুলশান ফেরদৌস জানা তো আমাদের সামুর প্রতিষ্ঠাতা জানা হতে পারে না ! তার নাম তো সৈয়দা গুলশান ফেরদৌস লেখে বলেই মনে করতে পারি ! আপনি তো ভুল মানুষকে উৎসর্গ করেছেন বইটা দেখছি ! বইয়ের শুরুতেই এই মারাত্মক ভুল না আবার পুরো বইকেই বানান ভুলে কলুষিত করে ফেলে ! মারাত্মক ভুল নিয়েও আপনার বইয়ের নিস্কলুষ সাফল্য কামনা করা থাকলো ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৮

নীল আকাশ বলেছেন: আমি জানি না আপনি এইসব কেন বলছেন। তবে উনার ফেসবুকে একাউন্টে এই নামই লিখা আছে। এটা কনফার্মও করা হয়েছে।
Jana Syeda Gulshan Ferdous
লিংকঃ Click This Link
কোনো কিছু লিখে ফেলার আগে নিশ্চিত হয়ে নিবেন প্লিজ। উনি আমার ফ্রেন্ড লিস্টেই আছে।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:



প্রিয় ভাই নীল আকাশ,
অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো। আমি বই মেলাতে যেতে পারিনা বা যাইনা, তবে অবশ্যই আমি বইটি সংগ্রহ করবো।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৭

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ইনশা আল্লাহ পড়ার পর একটা রিভিউ দেবেন।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৫

নজসু বলেছেন:

ভাই, বইটি অনলাইনে কেনার কোন ব্যবস্থা আছে কি?

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫১

নীল আকাশ বলেছেন: আপনি ভালো আছেন? অনেকদিন পরে আপনাকে আমার ব্লগে পেলাম। যদিও আমি মাঝে কিছুদিন নিজেই অনিয়মিত ছিলাম।
নিন এরাই অনলাইনে সর্বোচ্চ ছাড়ে দেবে-
প্রজ্ঞা বুকশপ

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৩

নীল আকাশ বলেছেন: এছাড়াও কলুষ এখন বইমেলা সহ ধী ও রকমারীতেও পাওয়া যাচ্ছে...
ধীঃ
https://m.facebook.com/story.php?story_fbid=630460619085941&id=100063660265138&mibextid=Nif5অয
রকমারীঃ
https://www.rokomari.com/book/285051/kolush

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৫

ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার আমি আপনার লেখা "কলুষ" উপন্যাসটি এই মাত্র পড়া শেষ করলাম। এক কথায় দারুণ লেগেছে। প্রথমে ভেবেছিলাম পড়ে পড়বো। কৌতুহল বশত কয়েক পাতা পড়তে গিয়ে চুম্বকের মতো আটকে গেলাম।শেষ না করে উপায় কি!জমজমাট কাহিনী।

আশা করি ভবিষ্যতে আপনার কাছ থেকে এরম উপন্যাস আরো পাবো।
শুভকামনা রইলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৮

নীল আকাশ বলেছেন: আপনার কাছে একটা রিভিউ পাবো ইনশা আল্লাহ।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৩

ঈশ্বরকণা বলেছেন: নীল আকাশ,
আমার ভুল হয় নি কিন্তু । ফেসবুকেতো উনার বাংলা নামটা নেই সেটা থেকে আপনি সায়িদা লিখেছেন ভেবেই আমার অবাক লাগছে। না, আমি ফেসবুকে একটিভ না তাই জানা আমার ফেসবুকের ফ্রেন্ডলিস্টে নেই ।কিন্তু সে আপনার ফ্রেন্ড লিস্টে থাকার পরেও আপনার ভুলতো তাহলে অনেক বড় হয়ে গেলো! আপনার উৎসর্গটা লেখার আগে আপনি যদি জাদিদের ব্লগের লেখাগুলোতে একবার চোখ বুলিয়ে নিতেন তাহলেই আপনি বুঝতেন জানা-র নামের বাংলা বানানটা সঠিক কি ?সেটা করেননি দেখেই আপনার এই মারাত্মক ভুলটা হয়েছে। জাদিদের অনেক লেখাতেই জানার নাম সৈয়দা গুলশান ফেরদৌস লেখা আছে ।এখনো ব্লগেই আছে সেই লেখাগুলো। আশাকরি কোনো কিছু লিখে ফেলার আগে নিশ্চিত হয়ে নিবেন প্লিজ আপনার এই কথাটা আমার চেয়েও বেশি আপনার জন্যই প্রযোজ্য হয়ে গেছে দেখছি ! আপনি বানান নিয়ে খুব সতর্ক এই কথাটা অনেক বারই আপনার বুক রিভিউগুলোতে বলেছেন তাই আপনার বইয়ের এই মারাত্মক ভুলটা দৃষ্টিকটু লাগছে। যাহোক ডোন্ট মাইন্ড, আমাকে স্যরি বলার দরকার নেই। কিন্তু জানাকে স্যরি বলবেন মনে করে তাহলেই ভালো দেখাবে এই নাম ভুল করার জন্য। আবারো বলছি নিস্কলুষ সাফল্য চাওয়া রইলো আপনার বইয়ের জন্য ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৪

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০২

ঢাবিয়ান বলেছেন: শুভকামনা রইল। ব্লগের বেশ ভাল একটা প্রচারনা হয়ে গেল আপনার বই এর মাধ্যমে। বইটির সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩১

সোনাগাজী বলেছেন:




আপনার লেখার মানের কথা আমি বললে, আমার এই নিকটা ব্যান খাবে।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০৭

শায়মা বলেছেন: কলুষের জন্য শুভকামনা।

তবে হ্যাঁ আপুর নামটা সায়িদা লিখলে মনে হয় ভুলই হবে।
নামের বানানটা এমনই হবে সৈয়দা.....

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৮

হাসান জামাল গোলাপ বলেছেন: সার্বিক সাফল্য কামনা করছি।

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩১

আমি তুমি আমরা বলেছেন: কলুষের জন্য শুভকামনা।

১৫| ০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ১০:০০

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: কলুষের জন্য শুভকামনা।

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৪৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আরে বাহ্! কি দারুন খবর!
অনেক অনেক শুভকামনা রইল।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.