নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

বইমেলার নতুন বই - লাশ কাটার ঘরে

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৯



কাহিনি সংক্ষেপ: লাশ কাটার ঘরে

পিতৃমাতৃহীন অনাথ শিশু কালিদাসকে রেখে আসা হয়েছিল ময়মনসিংহে খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত একটা আশ্রয়স্থলে। সেখান থেকে কালিদাসকে ফাদার ম্যাথিউ পালতে নিজের বাসায় নিয়ে আসেন ও দেখাশুনার পাশাপাশি লেখাপড়াও করান। কিন্তু কিছুদিন পরেই ফাদার ম্যাথিউ ও তার সহকারি একটা ছেলেকে নির্মমভাবে খুন করে কালিদাস সহ আরো কয়েকটা ছেলে সেখান থেকে যে যার মতো পালিয়ে চলে যায়। ফাঁসির ভয়ে আতঙ্কিত কালিদাস ওর বাবার পূর্ব পরিচিত ডোম হরিদাসের কাছে আশ্রয় চাইলে, উনি ওকে নিয়ে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ডোমের কাজ শেখানোর জন্য নিয়ে আসেন।
.
অল্প বয়সে ভয়ঙ্কর সেই ট্রমার প্রভাব কাটাতে কালিদাস নিজেই দেহের ভেতরে তৈরি করে সম্পূর্ণ নতুন কিন্তু একেবারেই বিপরীত চরিত্রের আরেকটা সত্তা, দীপনকে। ক্রমশ নিজের অতীতের ইতিহাস গোপন করে ফেলার জন্য কালিদাস এই নতুন সত্তাকে পরিচিত করে তোলে সব জায়গায়। কালিদাসের পরিচিতি গোপন করে ফেলে লোকচক্ষুর আড়ালে! ডোম হিসাবে পরিচিত হয়ে উঠে দীপন!
.
অল্পবয়সী সুন্দরী সীতাকে দেখামাত্রই পছন্দ হয়ে যায় দীপনের।‌ নিজের পেশাকে গোপন করে দ্রুত বিয়ে করে ফেলে। কিন্তু বিয়ের একবছর পরেই বুদ্ধিমতী সীতা বুঝে ফেলে দীপনের পেশা কী? স্বার্থপর ও লোভী সীতা নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে দ্রুত অবৈধ সম্পর্ক গড়ে তোলে বিত্তশালী আর একটা ছেলের সাথে। সেই অবৈধ সম্পর্কে বাধা দিতে গেলে দীপনকে নির্মমভাবে অত্যাচার করা হয়। নতুন আরেকটা ভয়ঙ্কর ট্রমা দীপন সামলাতে না পেরে খুব দ্রুত ওর মানসিক অবস্থা ভেঙে পড়ে। দ্রুত তৈরি হয় বিভিন্ন মানসিক ভয়াবহ সমস্যা। কালিদাস আবার স্বরূপে ফিরে আসার জন্য অস্থির হয়ে উঠে!
.
ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গের লাশ কাটা ঘরে ইদানীং বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল, যার প্রেক্ষিতে দীপনকে জিজ্ঞাসাবাদ শুরু করে হাসপাতালের কর্তৃপক্ষ। একাধিক নারী লাশের উপর নির্মম যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ পেলে হাসপাতাল কর্তৃপক্ষ চরম বিপদে পড়ে যায়। নেক্রোফিলিয়াক হোমোসাইডাল কেসে জন্য তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে হাসপাতালের মানসিক চিকিৎসক ডাক্তার জামিলুরের দীপনকে নিয়ে ঘোরতর সন্দেহ হয় এবং ওর মানসিক চিকিৎসা কাজ শুরু করতে চান। কিন্তু দীপন উনার কাছে চিকিৎসা না করে নিজের মানসিক চিকিৎসার জন্য সাহায্য চাইতে আসে দেশের প্রতিথযশা সাইকোলজিস্ট নাবিলা হকের কাছে।
.
দীপনের চিকিৎসার সময় রোগীর দেওয়া বিভিন্ন তথ্যের অসঙ্গতি ও ঘাটতি দেখতে পেয়ে নাবিলা দীপনের ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করলে একের পর এক অনুসন্ধানে বের হয়ে আসে ভয়ঙ্কর সব অতীতের ঘটনার। নাবিলা আবিস্কার করে একাধিক সত্তার ক্রমশ বিবর্তনের ঘটনা ও গোপন নির্মম কিছু কাহিনী।
.
খ্রিস্টান মিশনারি চার্চ সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালায়।‌ মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার বা এমপিডি রোগে আক্রান্ত দীপনের সুচিকিৎসার জন্য নাবিলা সাইক্রিয়াটিস্ট জামিলুর রহমানের সাথে যৌথভাবে ওর মানসিক চিকিৎসার জন্য কাজ শুরু করেন।
.
নাবিলার অনুরোধে পুলিশের এএসপি মারুফ সাহেব এগিয়ে আসেন এবং জামিলুর সাহেবের সাথে উনিও যোগ দেন এই রহস্যময় ঘটনার তদন্ত কাজে। সবার প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে প্রায় সুস্থই হয়ে উঠেছিল দীপন! কিন্তু কারো ভাগ্যে অশুভ কালসর্পের দোষ থাকলে সেটা কাটানো খুব কঠিন হয়ে যায়।
.
আচমকা দিনে দুপুরে শান্তশিষ্ট ও সুবোধ স্বভাবের দীপন প্রকাশ্যে খুন করে ফেলে একটা ছেলেকে! প্রকাশ্যে রাস্তার উপর থেকে একটা মেয়েকে কিডন্যাপ করে দীপন হারিয়ে যায় লোকচক্ষুর আড়ালে! কোনোভাবেই সেই মেয়েটার হদিশ না পেয়ে পুলিশ উদ্ধার কাজের জন্য সাহায্য চায় পুলিশের সাথে কাজে অভ্যস্ত ক্রিমিনাল সাইকোলজিস্ট নাবিলার কাছে!
.
কালিদাসের সাথে মানসিক যুদ্ধে জয়ী দীপন কেন হুট করেই এত বদলে আবার ফিরে গেল অতীতের কাছে? কালিদাসকে ঠেকানো জন্য এতসব প্রচেষ্টা কেন শেষে এসে ব্যর্থ হলো?
.
নাবিলা কি পারবে কালিদাস ওরফে দীপনের হাত থেকে সেই মেয়েকে জীবিত অবস্থায় উদ্ধার করতে?
.
নেক্রোফিলিয়াক হোমোসাইড, মাল্টি পার্সোনালিটি ডিজঅর্ডার, মেইন ও অক্সিলারি ক্যারেক্টার, হোস্ট ও অল্টারের একই দেহে অদলবদল, হারম্যান রোকশাক ইঙ্কব্লট টেস্ট, ল্যাজারাস সিন্ড্রোম, সাইকিক-ইভালিউশন, প্যারাফেলিয়া, হ্যালুসিনেশন একের পর এক সাইকোলজিক্যাল টপিকে পাঠক হারিয়ে যাবেন পড়ার সময় অন্যভূবনের অচেনা মানসিক এক জগতে!
.
.
বইয়ের নাম: লাশ কাটার ঘরে
লেখক: মহিউদ্দিন মোহাম্মাদ যুনাইদ
জনরা: সাইকোলজিক্যাল থ্রিলার, সাইকোলজিক্যাল ফিকশন
প্রচ্ছদ: মাসরু
প্রকাশনা সংস্থা: বাংলার প্রকাশন-Banglar Prokashon
পৃষ্ঠা: ১২৭
প্রকাশ কাল: বইমেলা ২০২৪
মুদ্রিত মূল্য: ৩৪০ টাকা

স্টল নাম্বার: ২০৭-২০৮

#থ্রিলার #ফিকশন #সাইকোলজি #একুশেবইমেলা #নেক্রোফেলিয়াক #এমপিডি #সাইকোলজির_বই

মন্তব্য ৩২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৬

মনিরা সুলতানা বলেছেন: বাপরে ভয়ংকর দেখছি !
সংগ্রহ করবো আশা রাখি।
অনেক অনেক শুভ কামনা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১০

নীল আকাশ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপু।
আপনার জন্যও শুভ কামনা।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২১

নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর থ্রিল। কিন্তু মনে হচ্ছে আপনি অধিকাংশই গল্পের মুল ভাব প্রকাশ করে দিলেন। তারপরও চেষ্টা করবো আপনার বইটি ক্রয় করার। শুভ কামনা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৮

নীল আকাশ বলেছেন: এখানে আমি যতটুকু কাহিনি দিয়েছি বইতে তার চাইতে অনেকগূণ বেশি জটিলতা আছে।
পড়ার সময় আপনি বুঝতে পারবেন না কাহিনি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে!
সাইকোলজিক্যাল অংশগুলো তো কিছু দেইনি।
আমার অন্যতম সেরা লেখা এটা। প্রকাশক নিজেই মুগ্ধ এটার পান্ডুলিপি পড়ে।
শুভ কামনা।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৫

মোঃপলিন বলেছেন: ক্রয় করার ইচ্ছা আছে আপনার বইটা...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২০

নীল আকাশ বলেছেন: জি, পড়ার পরে কেমন লাগলো জানাবেন ব্লগে।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৩

বাউন্ডেলে বলেছেন: আকর্ষনীয় বই। সংগ্রহ করবো ইনশাল্লাহ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২১

নীল আকাশ বলেছেন: ইনশা আল্লাহ। পড়ে দেখুন। সাইকোলজিক্যাল থ্রিলার খুব কমই লেখা হয়।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: সাউথ ইন্ডিয়ান থ্রিলার মুভির মতো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২২

নীল আকাশ বলেছেন: সাইকোলজিক্যাল থ্রিলার কাকে বলে আগে বলুন?

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৩

করুণাধারা বলেছেন: মনে হচ্ছে পাঠকের আগ্রহ টেনে রাখার মতো গল্প!

পাঠকপ্রিয়তা পাক, শুভকামনা রইল। বইটি পড়বার আশা রাখি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৩

নীল আকাশ বলেছেন: ইনশা আল্লাহ। পড়ে দেখুন। লেখা খুব ভালো হয়েছিল। পড়ে আরাম পাবেন। ব্লগে নাবিলাকে নিয়ে লেখা কয়েকটা গল্প আপনি ইতোমধ্যেই পড়েছেন।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২০

অর্ক বলেছেন: দারুণ কৌতুহলী করে তুললো গল্প, ভাই। নিশ্চিত মনে হচ্ছে, খুব উপভোগ্য হবে। এ ধরনের রহস্য রোমাঞ্চ এ্যাডভেঞ্চার এক সময় খুব পড়েছি। সংগ্রহ করে পড়ার আশা প্রকাশ করছি।

শুভেচ্ছা থাকলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৭

নীল আকাশ বলেছেন: আপনাকে আমন্ত্রণ দিলাম সাইকোলজির উপর লেখা এই উপন্যাস পড়ার জন্য। পড়ার পরে ব্লগে রিভিঊ দিয়েন।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪১

সোনালি কাবিন বলেছেন: দুরন্ত সাফল্য কামনা করছি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৪

নীল আকাশ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। বইটা পড়ে দেখুন।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:১০

অপু তানভীর বলেছেন: কাহিনী তো বেশ আকর্ষনীয় মনে হচ্ছে । লিস্টে যুক্ত করে নিলাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৮

নীল আকাশ বলেছেন: ১৬ তারিখে বই মেলায় আসবো। পারলে আসুন দেখা হবে। আড্ডাও দেওয়া যাবে।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪২

ফয়সাল রকি বলেছেন: দুর্দান্ত গল্প !
শুভ কামনা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৪

নীল আকাশ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। বইটা পড়ে দেখুন।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কাহিনী পড়ে আগ্রহ অনুভব করলাম, সংগ্রহ করার চেষ্টা করব।

১২৭ পৃষ্ঠার বইয়ে অনেক গুলো জটিল বিষয় নিয়ে আসার চেষ্টা করেছেন। পড়ে দেখব।

আরেকটা বিষয়, মনে হলো বইয়ের অনেক কিছুই বলে দিয়েছেন এই পোস্টে, যদিও রকমারিতে আপনার এই বইয়ের ফ্ল্যাপ/সামারি সুন্দর লেগেছে।

অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২০

নীল আকাশ বলেছেন: ইনশা আল্লাহ। উপন্যাসটা পড়ে দেখুন। কয়েকদিন পরেই মেলায় আসবে।
এর কাহিনি মারাত্মক জটিল। এখানে আমি কিছুই দেইনি।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কাহিনী সংক্ষেপ পড়ে ভীষণ ভালো লাগলো--- একটু একটু ভয় ভয় লাগছিল--দারুণ লাগলো। নিশ্চয় পুরো গল্পটা পড়তে আরো ভালো লাগবে। শুভকামনা রইলো নিরন্তর।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সাইকোলজিক্যাল থ্রিলার কাকে বলে আগে বলুন?

আপনি লেখক মানুষ। আমার চেয়ে ভালো আপনারই জানার কথা।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪০

ঢাবিয়ান বলেছেন: শুভকামনা রইল।

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



বইটি সংগ্রহ করবো। আশা করি আপনি ভালো আছেন। আমিও ভালো আছি। একটি অসম্পূর্ণ লেখা আছে ড্রাফটে, আপনাকে নিয়ে একটি গল্প। আশা করছি, গল্পটি লিখে ব্লগে পোস্ট দিয়ে দিবো।



০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৫

নীল আকাশ বলেছেন: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
গল্পটা শেষ করে ব্লগেই দেবেন। আমি পড়তে আসবো।
১৬ তারিখে বিকালে মেলায় থাকবো ইনশাআল্লাহ।
বইটা পড়ার পর রিভিউ দিয়েন।

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: চেষ্টা করবো সশরীরে উপস্থিত হয়ে আপনার নুতন বইটা সংগ্রহ করতে। অভিনন্দন আপনাকে। এবার বিষয়বস্তু পড়ে আবার আসছি।

১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: লাশ কাটা ঘরে ডোমের ভাগ্নার যৌন সম্পর্কের কথা মিডিয়ার দৌলতে জেনেছিলাম।সবাই যখন ছিছি করবে সেসময়ে এরকম একটা বিষয়কে সামনে নিয়ে সাইকোলজিক্যাল কাহিনী তৈরি নিঃসন্দেহে প্রশংসনীয়++
সুন্দর একটি বিষয় বেছে নিয়েছেন।
অনেক শুভেচ্ছা আপনাকে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৬

নীল আকাশ বলেছেন: আমি এটা নিয়েই লিখেছি। নেক্রোফেলিয়াক সিন্ড্রোম। বিদেশে প্রচুর হয়। গুগল সার্চ দিয়ে দেখুন।

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:১৬

kalyl বলেছেন: The story revolves around Kalidasa, https://geometrydash3d.io a fatherless orphan who escapes the prying eyes of a Christian missionary shelter.

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:১৪

নীল আকাশ বলেছেন: আপনি বাংলায় লেখা শিখুন। এইসব বাংলিষ ভাষা সামু ব্লগে চলে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.