নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

বইমেলার নতুন বই - মিথোলজিক্যাল গল্প সংকোলন "প্যাপিরাসে পুরাণ"

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫১

যারা গল্প পড়তে ভালোবাসেন, বিশেষ করে পুরাণ গল্প বা মিথোলজির গল্প সংকোলন; তাদের জন্য এবার বইমেলায় জাগৃতি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে দুই বাংলার সেরা লেখক/লেখিকাদের গল্প নিয়ে গল্প সংকোলন "প্যাপিরাসে পুরাণ"!

নিচে এখানে কার কার গল্প আছে সেটা দেওয়া হয়েছে ছবিতে।

একুশে বইমেলায় জাগৃতি প্রকাশনী স্টল থেকে এটা সংগ্রহ করতে পারেন।

এখানে লেখা দেওয়ার জন্য একটা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল দুই বাংলার লেখক লেখিকার মাঝে।
সেখানে সেই প্রতিযোগীতায় আমার গল্পটা ১ম হয়েছিল। সেটার ছবিও দিলাম নিচে।

তবে গল্প যারা পড়েন, গল্প ভালোবাসেন তারা নিঃসন্দেহে এটা পড়তে পারেন। দুর্দান্ত সব গল্প আছে এখানে।

সাথে আছে দেশের সেরা কিছু লেখক লেখিকার গল্প, বাড়তি পুরস্কার হিসাবে।

শুভ কামনা।




মন্তব্য ২৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৪

আলামিন১০৪ বলেছেন: লেখক পরিচিতি দিলে ভালো হতো

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৭

নীল আকাশ বলেছেন: এরা প্রায় সবাই এখন দেশের প্রতিষ্ঠিত লেখক লেখিকা। সোশাল মিডিয়া কিংবা ফেসবুকে এদের নাম দিয়ে সার্চ দিলেই হবে।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৯

সাহাদাত উদরাজী বলেছেন: বইটা নোটে নিলাম, কেনার চেষ্টা করবো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৪

নীল আকাশ বলেছেন: আমি এখনো লেখক কপি হাতে পাইনি। তবে আমার ধারণা এটা ভালো হবে। দারুন দারুন কিছু লেখা আছে।

এটা ছাড়াও যে এবারের মেলায় আমার দুইটা উপন্যাস আসছেঃ
লাশ কাটার ঘরে - বাংলার প্রকাশন - ২০৭-২০৮ নাম্বার স্টল
দি এক্সরসিজিম অফ আ মিস্টেরিয়াস গার্ল - বেনজিন প্রকাশনী - ৩৫৬ নাম্বার স্টল

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪১

প্রামানিক বলেছেন: কেনার ইচ্ছা আছে

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৪

নীল আকাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৯

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ কামনা...

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৪

নীল আকাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

ঢাবিয়ান বলেছেন: বই এর নামটা খুব ভাল লাগলো। সংগ্রহের চেষ্টা করব। শুভকামনা রইল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৪

নীল আকাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২০

পদাতিক চৌধুরি বলেছেন: কেন জানি সংকলন গুলো আমার ঠিক মন টানে না।যদিও প্রচ্ছটি বেশ ভালো মনে হয়েছে। আপনার বইয়ের এবার বাজার কেমন?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৮

নীল আকাশ বলেছেন: চলছে...

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২২

পদাতিক চৌধুরি বলেছেন: স্যরি মাঝে আপনার লেখাও দেখছি। অভিনন্দন ও শুভেচ্ছা আপনাকে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৮

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০৫

সেলিম আনোয়ার বলেছেন: তথ্যবহুল পোস্ট। চমৎকার শেয়ার ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৯

নীল আকাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ। আমার এবারের বইগুলো পড়ার আমন্ত্রণ দিচ্ছি।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৮

আদিবাসী শামুক বলেছেন: এসব বইয়ের মাধ্যমে বিজাতীয় অবাস্তব রূপকথা প্রচার এবং প্রসার করে আপনারা পশ্চিমা বিশ্বের এজেন্ডা বাস্তবায়নে নেমেছেন। নাস্তিকদের এই চাল থেকে সাধারণ মুসলমানদেকে আল্লাহ হেফাজত করুন আমিন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৭

নীল আকাশ বলেছেন: ইসলাম প্রচারে নেমেছেন ভালো কথা কিন্তু এই নিকে কেন?

আপনার ব্লগের চিত্রঃ
পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ২টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৩ দিন ২২ ঘন্টা
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ০ জন

আমার পোস্টে মন্তব্য করার জন্য এত কষ্ট করে একাউন্ট খোলার কোনো দরকার ছিল না। বিগত ১২ বছরে এইসব আগাছা অনেক দেখে এসেছি। এই আর নতুন কি?

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪০

আদিবাসী শামুক বলেছেন: ইসলাম প্রচারের জন্যে ভালো নিক কি নাস্তিকের কাছ থেকে শুনতে হবে? ভাই আলোর পথে আসেন এখনও সময় আছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৪

নীল আকাশ বলেছেন: আমি নাস্তিক এটা কে বলেছে আপনাকে? নির্বোধ!

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪১

আদিবাসী শামুক বলেছেন: আপনি আমাকে আগাছা বলেছেন যেটা ব্লগ নীতিমালার পরিপন্থী।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৫

নীল আকাশ বলেছেন: কোন পোস্টে ইসলাম নিয়ে কথা বলতে হয়ে যেসব ব্লগার জানে না তারা আদতে ব্লগের আগাছা। ঠিকই বলেছি। ব্লগের আবর্জনা।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫২

আদিবাসী শামুক বলেছেন: অ্যাবোরিজিনাল সৃষ্টিতত্ব
দেবী মেডুসা
সূর্যদেব
দেবি লিলিথ-


এইগুলা আপনি মুসলমানদের কাছে প্রচার করা সঠিক মনে করেন? অ্যাবোরিজিনাল সৃষ্টিতত্ব
দেবী মেডুসা
সূর্যদেব
দেবি লিলিথ-


এইগুলা আপনি মুসলমানদের কাছে প্রচার করা সঠিক মনে করেন?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৮

নীল আকাশ বলেছেন: আমার এই বই কি পাঠ্য পুস্তক না ধর্মীয় গ্রন্থ? আমি বলেছি এটা গল্প সংকোলন।

মিথোলজিক্যাল গল্প সংকোলন!
মিথোলজিক্যাল শব্দের মানে কী?
গল্প সংকোলন মানে কী?

এইসব উজবুকদের জন্য আজ লোকজন ইসলাম নিয়ে না বুঝে অযথা হাসি তামাশা করে!
দূর হ আমার ব্লগে বাড়ি থেকে নির্বোধ কোথাকার!

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: আপনাকে একজন ভালো লেখকের সন্ধান দেই- তার নাম, ইমতিয়াজ শামীম।
তার বই পড়ুন। তারপর আপনি নিজেই বলুন তিনি কেমন লেখক। তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে পাবেন না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:১৭

নীল আকাশ বলেছেন: আমি তারচেয়েও বেশি জনপ্রিয় একজন লেখকের নাম দেই যার বই তিনটা বই ইতোমধ্যে প্রথম সংস্করণ বিক্রি শেষ হয়ে গিয়েছেঃ
'মহিউদ্দিন মোহাম্মাদ যুনাইদ'
দ্রুত তার সব বই কিনে পড়ে ফেলুন।

১৪| ১৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: দুই বাংলার লেখক লেখিকাদের নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় আপনার গল্পটি প্রথম বিবেচিত হওয়ায় আপনাকে অভিনন্দন।
শাবাশ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.