নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

ভালোলাগেনা কিছুই

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২৩



রংধনু কেন অার লাগেনা ভালো
মনের কোনে কেন জ্বলেনা অালো
ভাঙা মন তবু শুধু যেন হেসে যায়
মনে হয় এপৃথিবী শুধু অভিনয়

ধ্বংসের মাঝেও তাই দাড়িয়ে
বিজয়ের নিশান দাও উড়িিয়ে
ধ্বংস থেকেই অাসে জয়
পথ চলতে করো নাকো ভয়

মুখের একটু মিষ্টি হাসি
দুঃখ ভুলে খুশির জোয়ারে ভাসি
অাজ কেন অাকাশের সেই মধু চাঁদ
ঢেকেছে মেঘে লাকছে বিষাদ

ভুবন ভুলানো সেই মধু মুখ
অাজ কেন চলে যায় ভেঙে দিয়ে বুক
অাকাশের বাঁকা চাঁদ হেসে বলে যায়
সাহসী বুকে চলো কোন ভয় নাই

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১১

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে ভালো লাগলো ।

২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর

২| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪১

অরুনি মায়া অনু বলেছেন: ছবি গুলো সুন্দর

২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ধন্যবাদ অাপু।

মাঝে মাঝে অাপনার দেখা পাইনা কেনো???

২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন:
একটা গান অাছে এমন -
পাহাড়ের কান্নাকে ঝর্ণা বলো,
কষ্টটা কেনো বোঝ না।
কিছু কষ্টে বুক ফেটে যায়
ভাষায় প্রকাশ করা যায় না।

এটও ঠিক এমন

৩| ২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৭

বিলিয়ার রহমান বলেছেন: দারুন লিখেছেন কবি!:)
তবে বেশি ছবির কারনে পড়ার ফ্লোতে সমস্যা হচ্ছে!:)

পোস্টে লাইক!:)

২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ অাপনার মন্তব্য অনুপ্রেণিত করলো

৪| ২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৮

রক্তিম দিগন্ত বলেছেন:
মনের অসুখ হয়েছে। প্যারাসিটামল খান দুইবেলা। সব ঠিক হয়ে যাবে। :-B

যাই হোক, কবিতাটা ভাল। সাথে ছবিগুলোও।

২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন:
সমস্যা হলেই সাথে সাথে ঔষধ খাওয়া ঠিকনা।

মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.