নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

এ রমজানে অবহেলা করো না মন

০৮ ই মে, ২০১৮ রাত ১২:০৯

কবিতাএ রমজানে অবহেলা করো না মন,
বাকি সময় চলবে এমন করো এ পন।
কোরানের এই মাসে কোরান পাঠ এবাদাত,
সকল কাজে অধিক সওয়াব অাছে সওগাত।
বেশি করে কোরঅান পড়ি অামরা সবাই,
সেই অালোককে জীবনটাকে এসো সাজাই।
ফজিলতের এই মাসেতে নতুন করে,
এবাদাত অার বন্দেগীতে সব পাপ ঝরে।
এমন সুযোগ সব সময়কি অার পাওয়া যায়,
পাপি তাপি চলো তবে এক সুরে গায়।
প্রভুর কাছে এ রমজানে অাজ ফরিয়াদ,
ওগো প্রভু তোমার যেনো পাই মাগফিরাত।


Re-post

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৮ রাত ১২:২৮

শামচুল হক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২১ শে মে, ২০১৮ সকাল ১১:৩২

সামিউল ইসলাম বাবু বলেছেন:

২| ০৮ ই মে, ২০১৮ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: প্রভু আমাদের সবাইকে জ্ঞান দেন, টাকা দেক, গুনা মাফ করুক।

২১ শে মে, ২০১৮ সকাল ১১:৩২

সামিউল ইসলাম বাবু বলেছেন: আমিন

২১ শে মে, ২০১৮ সকাল ১১:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:

৩| ০৮ ই মে, ২০১৮ রাত ৯:৩১

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২১ শে মে, ২০১৮ সকাল ১১:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন:

৪| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:৫৯

খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন, + +। রিপোস্ট দেয়ার জন্য ধন্যবাদ।
কিন্তু এই রোযার মাস আসার আগে আগেই আমরা যেন উন্মত্ত হয়ে সব পাপ কাজে লিপ্ত হই, পরে গোটা মাস জুড়ে মেকী কান্না সুরে আল্লাহ'র কাছে মাগফিরাত চাই। রোযা আসার আগেই রান্নাঘরে খাদ্য দ্রব্য মজুদ করে খাদ্যসামগ্রীর মূল্য বাড়াতে সহায়ক হই, রোযার সময়েও হালাল রিযকের সন্ধান না করে হারাম রুজিতে প্রবৃত্ত হই। রাস্তাঘাটে গাড়ী চালানোর সময়ে অন্যের প্রতি সহানুভূতিশীল হই না। যাহোক, তবুও মোটা দাগে দেখলে এই রোযার মাসে আমরা অনেক ভাল কাজও করে থাকি। সেগুলো দিনে দিনে বেড়ে যাবে, এ আশাটুকুই ভরসা।

২১ শে মে, ২০১৮ সকাল ১১:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:

২১ শে মে, ২০১৮ সকাল ১১:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: কিন্তু এই রোযার মাস আসার আগে আগেই আমরা যেন উন্মত্ত হয়ে সব পাপ কাজে লিপ্ত হই, পরে গোটা মাস জুড়ে মেকী কান্না সুরে আল্লাহ'র কাছে মাগফিরাত চাই। রোযা আসার আগেই রান্নাঘরে খাদ্য দ্রব্য মজুদ করে খাদ্যসামগ্রীর মূল্য বাড়াতে সহায়ক হই, রোযার সময়েও হালাল রিযকের সন্ধান না করে হারাম রুজিতে প্রবৃত্ত হই। রাস্তাঘাটে গাড়ী চালানোর সময়ে অন্যের প্রতি সহানুভূতিশীল হই না। যাহোক, তবুও মোটা দাগে দেখলে এই রোযার মাসে আমরা অনেক ভাল কাজও করে থাকি। সেগুলো দিনে দিনে বেড়ে যাবে, এ আশাটুকুই ভরসা।

সহমত ভালো বলেছেন

৫| ২১ শে মে, ২০১৮ সকাল ১১:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: কিন্তু এই রোযার মাস আসার আগে আগেই আমরা যেন উন্মত্ত হয়ে সব পাপ কাজে লিপ্ত হই, পরে গোটা মাস জুড়ে মেকী কান্না সুরে আল্লাহ'র কাছে মাগফিরাত চাই। রোযা আসার আগেই রান্নাঘরে খাদ্য দ্রব্য মজুদ করে খাদ্যসামগ্রীর মূল্য বাড়াতে সহায়ক হই, রোযার সময়েও হালাল রিযকের সন্ধান না করে হারাম রুজিতে প্রবৃত্ত হই। রাস্তাঘাটে গাড়ী চালানোর সময়ে অন্যের প্রতি সহানুভূতিশীল হই না। যাহোক, তবুও মোটা দাগে দেখলে এই রোযার মাসে আমরা অনেক ভাল কাজও করে থাকি। সেগুলো দিনে দিনে বেড়ে যাবে, এ আশাটুকুই ভরসা।

ভালো বোলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.