নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

সুবোধ গ্রাফিতি

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০২

সুবোধ আসলে কি?






















আমি এগুলাই পেলাম। এই পেইন্টিং এক‌টি বিশেষ অর্থ বহন করে এটাই জানি।

নতুন কিছু জানা থাকলে জানাবেন আশা রাকছি ।

সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারাক। ধন্যবাদ।




ছবি ক্রেডিট : গুগোল

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: গ্রাফিতি আর পেইন্টিং কি এক?

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: কারেকশন করে দিলাম

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫১

সামিউল ইসলাম বাবু বলেছেন: না একনয় ভাইয়া।


বেশতো থেকে এটা জানলামঃ

ইমরান ফিরদাউস“এক অর্থে গ্রাফিতি সাহিত্য না-হয়েও লেখার শিল্প, চিত্রকলা না-হয়েও অঙ্কন শিল্প।” ~বীরেন দাশ শর্মা: গ্রাফিতি এক অবৈধ শিল্প
গ্রাফিতি। একটা কাউন্টার-কালচারের নাম। বুজুর্গগণ ইদানিং বলছেন- পাঙ্ক কালচারের পর সবচেয়ে চর্চিত জীবনযাপন পদ্ধতি হলো গ্রাফিতি! এই শিল্পীদের কাছে পৃথিবীর সব দেয়ালই একেকটা ক্যানভাস। প্রচলিত নীতি বা সিদ্ধান্তের শৈল্পিক প্রতিবাদের মধ্যে দিয়ে চলমান ইস্যুকে সবার নজরে আনতে গ্রাফিতির রয়েছে স্বতঃস্ফূর্ত ভূমিকা। ফলতঃ ঠাঁয় দাঁড়িয়ে থাকা যে দেয়ালের শুধু শ্রবণক্ষমতা ছিল,তার মুখে এখন বোল ফুটেছে। সময়ের মতি-গতিকে পরিহাস করা একেকটা গ্রাফিতি যেন শহরের শরীরে খোদাই করা একেকেটা ট্যাটু। এই ট্যাটু কারিগরদের বলা হয়ে থাকে ‘গেরিলা আর্টিস্ট’। গেরিলা যোদ্ধাদের মত তাদেরও যে ঝোপ বুঝে কোপ মারতে হয়। রাতের আঁধারে টার্গেট করা দেওয়ালের গায়ে আর্টওয়ার্ক সাঁটিয়ে দিয়েই চম্পট দিতে ওস্তাদ এই লাইনের বান্দারা। সাম্প্রতিক সময়ে বিশ্বের কিছু কিছু দেশ ‘গ্রাফিতি’কে বৈধ করেছে শর্তসাপেক্ষে; ধরা যাক, ব্রাজিলের রিও ডি জেনিরোর কথা, সেখানে রিও পৌরসভার অনুশাসন অনুযায়ী কিছু বাছাই – এবং তালিকাবদ্ধ – সরকারি ভবন ছাড়া বাকি সব প্রকাশ্য স্থানে দেয়াল অঙ্কন চলবে;তবে সেই সব গ্রাফিতি বাণিজ্যিক,যৌনরসাত্মক,জাতিবাদী কিংবা বৈষম্যবাদি হলে চলবে না৷। অধিকাংশ দেশে এখনও গ্রাফিতিকে (অ্যাকাডেমিক) চারু শিল্পের শত্রু বলে মনে করা হয়। সেসব দেশের নগর ব্যবস্থাপনা কর্তৃপক্ষও গ্রাফিতির বিরুদ্ধে জিরো টলারেন্স মুডে থাকে। যেমন, সিরিয়ায় একটি প্রবাদ চালু আছে “দেওয়াল হচ্ছে উন্মাদের আবর্জনা”! যদিও, সিরিয় আন্দোলনে গ্রাফিতির ভদ্রতায় দেয়ালই ফাইন্যালি হয়ে উঠে মুক্তবাকের অন্যতম জমিন।রক্ষণশীলদের চোখে তথাকথিত পরিপাটি নগর ও দালান নকশায় গ্রাফিতি(গুলি) আটকে থাকে স্ট্রেস মার্ক হিসেবে। লনডনে শহর নোংরা করার দায়ে গ্রাফিতি লেখকদের চিহ্নিত করা হয়েছে নৈরাজবাদী বা অ্যানার্কিস্ট হিসেবে। স্বাভাবিকভাবেই কৌতুহলের উদ্রেক হয় গ্রাফিতি বা দেয়াল শিল্পগুলির বক্তব্য সম্পর্কে! খানিক নজর করে দেখলেই বোঝা যায়, এই শিল্পকর্মগুলি জলবায়ু পরিবর্তনের মত বৈশ্বিক মামদোবাজির সমালোচনা/নাগরিক অধিকার/যুদ্ধবিরোধী আওয়াজ ও শান্তির বার্তার মত ইত্যাদি রাজনৈতিক ইস্যুতে নাগরিক ইশতেহারের ভূমিকা পালন করে। তাই,প্রায় সময়ই গ্রাফিতি অ(ন)র্থ উৎপাদন করে সামষ্টিক অবদমনের গালে অটোগ্রাফ রূপে একটি বা কয়েকটি বকেয়া চড় বসিয়ে। পাঠক-পাঠিকা ভুলে গেলেন কি, ২০১৪ সনের ব্রাজিল বিশ্বকাপ চলাকালীন সময়ে স্ট্রিট আর্টিস্ট পাউলো ইতোর আঁকা ভাইরাল মর্যাদাপ্রাপ্ত গ্রাফিতিটির কথা। যেখানে ক্ষুধার্ত শিশুর সামনে খাবারের বদলে ফুটবল পরিবেশন করা হয়েছিলো। আয়োজক দেশ হিসেবে ব্রাজিলের অমিতব্যয়ী আচরণের বাস্তবতা তুলে ধরতে একটি গ্রাফিতিই হয়ে উঠেছিলো প্রতিবাদ ও মৌলিক অধিকার আদায়ের হাতিয়ার।মুনাফাভিত্তিক রাজনীতি চর্চার কালে পলিসি মেকার, ইন্টেলেকচুয়ালরা যখন ‘চাচা আপন প্রাণ বাঁচা’র লাইনে আরামে দাঁড়িয়ে থাকেন, তখন গ্রাফিতিই যেন উঠে দাঁড়ায় নিঃশব্দ শ্লোগানের অস্থিরতায়। ধারণ করে যৌবনের ভাষা, রচনা করে শ্লেষের পঙতিমালা।ঐতিহাসিক বাস্তবতার ঐতিহ্য বজায় রেখে প্রতিষ্ঠানের লোভাতুর অফারে যেভাবে অনেকেই নাম লিখিয়ে থাকেন অবসরপ্রাপ্ত প্রগতিশীলের খাতায়, তেমনি অনেক ‘গেরিলা আর্টিস্ট’কেও আকছার বিকোতে দেখা যায় ক্রিস্টি বা সোথবির নিলামঘরে। বাট, এতে টেনশন করার কিছু নাই।ঘটমান অতীত বা বর্তমান কালের প্রায় অধিকাংশ বিক্ষোভ-প্রতিবাদ-প্রতিরোধের আন্দোলনে গ্রাফিতি হয়ে উঠেছে নৈমিত্তিক অনুষঙ্গ। দিল্লীর ধর্ষণ বিরোধী আন্দোলন,অকুপাই ওয়াল স্ট্রিট, ইউক্রেন সঙ্কট, অ্যান্টি ইজরাইল মুভমেন্ট, যুক্তরাষ্ট্রে মারিজুয়ানা বৈধকরণ আন্দোলন অথবা একদম তাজা ইভেন্ট- কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী লাঞ্চনার প্রতিবাদে জমে উঠা ‘#হোক কলরব’-কোথায় নেই গ্রাফিতি।বাংলাদেশে গ্রাফিতির রেগুলার প্র্যাক্টিস না থাকলেও বিচ্ছিন্নভাবে এর চর্চা চোখে পড়ে ঢাকা,চট্টগ্রাম সহ বিভিন্ন শহরের দেয়ালের গতরে। স্বাধীন বাংলার লোকালয় মৃদু মানুষে পরিপূর্ণ হলেও লোকাল গ্রাফিতিগুলিতে দেখা যায় উড়াধুরা চার্জ। লেখকের নাম কখনো চোখে পড়ে আবার কখনোবা অজ্ঞাতই রয়ে যায়। পরন্তু, গ্রাফিতিটা মস্তিষ্কের শো-কেসে শেল্ভড হয়ে যায় আজীবন সদস্যের মতো। এইক্ষণে, স্মরণ করা যেতে পারে আইজুদ্দিনকে। গ্রাফিতিবিহীন কিন্তু রাজনৈতিক ও বিজ্ঞাপনী চিকাবহুল ঢাকা শহরে তিনিই (আছেন/)ছিলেন একমাত্র ট্যাগ মাস্টার। এই শহরের খুব কম দেয়াল আছে যারা ‘কষ্টে আছে আইজুদ্দিন’ এর মধ্যে দিয়ে জনৈক আইজুদ্দিনের কষ্ট ধারণ করে নাই। ট্যাগিং টাইপোগ্রাফি বেইজড একপ্রকার গ্রাফিতি আর্ট।তো, গ্রাফিতির হাল-হকিকত, এর ফ্যাশন বনাম রেবেল সত্ত্বা, অল্টারনেটিভ নাকি এক্সপোজার পিয়াসী আর্টিস্টদের স্টেপিং স্টোন এবং বিবিধ খুচরা বিষয় নিয়ে এই বছরের গোড়ার দিকে বসা হইছিলো আর্টিস্ট রনি আহম্মেদের সাথে। গ্রাফিতি নিয়ে আলাপ করতে চাইলেও হাইপারটেক্সচুয়াল বাস্তবতার কারণে আলাপ-সালাপ উড়ে বেড়িয়েছে শিল্পের বিভিন্ন মগডালে, শাখা-প্রশাখায়।কি, কইলেন রনি আহম্মেদরে চিনেন না? অসুবিধা নাই। বিষয়টা এমনই। তিনি হইলেন ঢাকা শহরের সেই আর্টিস্ট যাকে প্রত্যেক এক্সিবিশনেই চিনতে হয় নতুন করে। কসমিক ভালোবাসার সন্ধানে থাকা এই মনচাষা শিল্প-সাহিত্য-মিউজিক সবক্ষেত্রেই অটোগ্রাফ করে থাকেন রুথলেসলি। গল্পে শোনা, স্বপ্নে ভুলে যাওয়া সব গল্পের, সিটিং-গেইটলক সাইকো-সার্কাসের নাঈভ রিংমাস্টার হিসেবেও স্মরণে রাখতে পারেন রনি আহম্মেদের নাম।বিস্ময়কর,ঐতিহাসিক,মজার,অপার্থিব সব ক্যারেক্টাররা ঘুমিয়ে থাকে শিল্পী রনি আহম্মেদের ভাবনার বারান্দা জুড়ে। যারা জেগে উঠে রং-রেখার কাঁপনে। তাঁর কাজ বরাবরই দর্শককে ভূ-মণ্ডল অথবা চাঁদের কথা ভুলে অন্যকোন (হয়তোবা সত্যি) মণ্ডলে ট্রিপের আবেগকে উস্কিয়ে দিয়ে থাকে। পেইন্টিং,ভাস্কর্য,ভিডিও আর্ট অথবা ইন্সটলেশন আর্ট সবখানেই রঙ-কল্পনা-(অ)প্রকৃত দৃশ্যের ডামাডোলের বুনটের মধ্যে দিয়ে তিনি নির্মাণ করেন হেঁয়ালি ও প্রহেলিকাময় চিহ্নের এক অকাল্ট দুনিয়া। সেই দুনিয়ায় রাজনীতি ও ব্যক্তি-সত্ত্বা পরস্পরের মুখোমুখি দাঁড়ায় দিগম্বর চম্পু হয়ে। একস্ট্রা অফার হিসেবে অডিয়েন্সরে ওয়েলকাম কইরা আগায় দেন এক আনইজি মেইজ সিটির হাইওয়েতে।নতুন নতুন শিল্পভাষায় নিয়ত পরীক্ষণ প্রয়াসী রনি আহম্মেদ এই শহরে বাস করেন একজন সময় পরিভ্রামকের ভূমিকায়। আর মনের চোখ দিয়ে পরখ করে থাকেন জায়মান সময়ের স্পর্শকাতর স্নায়ুগুলো।রনি আহম্মেদের উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম কসমিক টার্টেল ভিজিটিং গ্রিন আর্থ,আর্কিওলজি অফ নোয়াহস আর্ক,টম্ব অফ কারা কোজ,সেভেন হান্ড্রেড মাইলস স্লিপ ওয়াকিং,টেলস অফ স্যুডো মিথ প্রভৃতি।

২| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৫

বিজন রয় বলেছেন: সুবোধ প্রতীকী।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: হুম

শুভো কমোনা রইলো

৩| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৫

বাকপ্রবাস বলেছেন: এটা নিয়ে আগেও পড়েছিলাম। বিশেষ করে, 'সুবোধ তুই পালিয়ে যা,'' এই গ্রাফিতি টা খুব সাড়া ফেলেছিল। ঢাকার দেয়ালে কার মাধ্যমে এটার শুরু জানা না থাকলেও সমাজের বর্তমান অন্যায়, অনিয়ম ইত্যাদি এমন জেকে বসে আছে যে, মানুষের সু-বোধ লোপ পেয়ে গেছে, তাই সেই সু-বোধটা জাগ্রত করার জন্যই বলা, '' সুবোধ তুই পালিয়ে যা, সময় তোর অনুকুলে নয়,'' একটা ছবি আর দুইচারটা লাইন দিয়ে পুরো সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাটাই উঠে আসে। চলতে ফিরতে মানুষের বিবেককে নাড়া দেয় এমন গ্রাফিতি। এটা খুবই ফলদায়ক একটা কাজ। মানুষের বিবেককে খুব সহজেই নাড়া দেয়, জাগ্রত করে।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑?♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑?

৪| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৩

অধৃষ্য বলেছেন: সু (ভালো) + বোধ (একে কীভাবে ব্যাখ্যা করবো জানি না) = সুবোধ । সুবোধ হচ্ছে আমাদের ইতিবাচক বোধগুলো যা এখন আমরা জেলখানায় বন্দি করে রেখেছি । যেসব সুবোধ বাইরে আছে তারা তেমন শক্তিশালি না । কুবোধ দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে সমাজে । তাই সমাজ অন্ধকার । এই অন্ধকার দূর করার সূর্যও সুবোধের সঙ্গে খাঁচায় বন্দি ।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑
♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑?

৫| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪০

স্রাঞ্জি সে বলেছেন:

সুবোধ জেগে উঠুক সমাজের কুয়াশাচ্ছন্ন ভেদ করে।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑?
♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑?

৬| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৫

সুমন কর বলেছেন: সবগুলো একসাথে দেখে ভালো লাগল।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: জেনে ভালো লাগল।



♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑?
♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑?

৭| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯

জাহিদুল হক শোভন বলেছেন: এই বিষয়টা নিয়ে গালিব সাহেব ও কিছু কথা লিখেছেলেন। তার লিংক নিচে দিলাম। পড়তে পারেন।

http://www.somewhereinblog.net/blog/Tokitahmid/30215041


আর আপনাকেও ঈদ উল আযহার অগ্রিম শুভেচ্ছা।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:

♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑?
♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑?

৮| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক

সুবোধ কবে হবে এইদেশের মানুষের তা বোধ নিজেও জানেনা ভাই, এখন হুজুগের বাঙালিই রয়ে গেছে সুবোধ। সত্যমিথ্যা খুঁজতে চায় না কেউ, সুবোধ আসবে কিভাবে ?

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑?
♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑?

৯| ১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০২

সামিউল ইসলাম বাবু বলেছেন: সবাইকে রিপ্লাই করতে পারছিনা বলে খারাপ লাকছে।

আমার ফোনে একটু সমস্যা তাই।

তবে সময় করে উত্তর দেওয়ার আশা রাখছি।

ধন্যবাদ।

১০| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সুবোধ তুমি পালাবে কেন, আমরা আছি তোমার সাথে!

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:

♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑?
♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑?

১১| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪০

আখেনাটেন বলেছেন: চমৎকার।

কিন্তু সুবোধেরা যে পালিয়েই যাচ্ছে.......হারিয়েই যাচ্ছে....।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑?
♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑?

১২| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৬

কাওসার চৌধুরী বলেছেন:



বেশ ভাল লাগলো.......

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: খুশি হলাম

সহমত

♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑?
♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑?

১৩| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:

পালিয়ে যায় কাপুরুষ... বীরেরা দেশ গড়ে, দেশের জন্যে লড়ে...

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: হুম

সহমত

♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑?
♥(¯`'•.¸(¯`'•.¸*♥♥*¸.•'´¯;)¸.•' ´¯;)
♥♥(¯`'•.¸(¯`'•.¸**¸.•'´¯;)¸.•'´ ¯;)♥♥
♥-----==-- ঈদ মোবারক --==-----♥
(_¸.•'´(_¸.•'´*♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´*♥♥*`'•.¸_)`'•. ¸_)̑?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.