নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না, স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস › বিস্তারিত পোস্টঃ

মাননীয় অর্থমন্ত্রী, আমি ট্যাক্স কেন দিবো? ভ্যাট কেন দিবো?

১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৬

মাননীয় অর্থমন্ত্রী,
আমি ট্যাক্স কেন দিবো? ভ্যাট কেন দিবো?
আমি জানি রাষ্ট্রের কার্যাবলী পরিচালিত করার জন্য ট্যাক্স আদায় করা প্রয়োজন, এবং এটা একজন সুনাগরিকের দায়িত্ব ও বটে। কিন্তু আমার দেওয়া ট্যাক্সের টাকা দিয়ে আমি রাষ্ট্রের কাছ থেকে কি ধরণের নাগরিক সুযোগ-সুবিধা পাচ্ছি?
৪৮ টাকার চাল ৬২ টাকায় কিনতে হচ্ছে, ২০ টাকার আলু ৩৫ টাকায় কিনছি। শুধু চাল কিংবা আলু নয়, এভাবে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদির দাম আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।
প্রতি ঈদে ৪৮০ টাকার চেয়ারের টিকেট ৭০০/৭৫০টাকা এবং ১০০০ টাকার এসি বাস টিকেট ১৬০০/১৮০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে, ঢাকার লোকাল বাসে ৫ টাকার নিচে কোনো ভাড়া নেই, ৫ টাকার ভাড়া ১০ টাকা নিলেও কিচ্ছু বলার নেই।
সরকারী হাসপাতালে আমার সেবা প্রদানের জন্য নিয়োজিত ডাক্তাররা প্রাইভেট হাসপাতালে প্রাক্টিসে ব্যস্ত, আমার বিনামুল্যের ঔষধ টাকা দিয়ে কিনতে হয়, পরিচ্ছন্ন ওয়ার্ডের বদলে বস্তির মত নোংরা পরিবেশের ফ্লোরে চিকিৎসা নিতে হয়, কেউ দেখার নেই।
অসুস্থ্য হলে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে যে একটু শান্তিতে মরবো তারও উপায় নেই। এই টেস্ট, সেই টেস্ট দিয়ে লক্ষাধিক টাকার উপরে বিল, লাশটাও ছাড়াতে দিবেনা কেউ।
রাস্তাঘাট ভাঙ্গা, এক পশলা বৃষ্টি হলেই অলি-গলি সহ মেইন রোড ডুবে যায়, জলাবদ্ধতার কারনে ডুবো গর্তে পড়ে রিকশা-সিএনজি উলটে পড়ে প্রতিনিয়ত মানুষ আহত হয়, ব্যবস্থা নেবার কেউ নেই।
রাতে ঘরের বাইরে বের হলে নিরাপত্তা দেবার কেউ নেই। এমনকি যারা জনগণের নিরাপত্তায় নিয়োজিত, তারাই ছিনতাই-হয়রানীতে লিপ্ত, টাকার বিনিময়ে সব অপরাধী পার পেয়ে যাচ্ছে, কেউ দেখার নেই।
রাষ্ট্রের কাছ থেকে আমার সুবিধা গুলো যদি নাই পেলাম, আমার মৌলিক অধিকার যদি নাই আদায় করতে পারলাম, তবে ট্যাক্স কেন দিবো আমি?
Please tell me why should I pay the Taxes, why should I pay – at all!

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৮

রুদ্র পাঠক বলেছেন: কঠিন প্রশ্ন। উত্তর দেবার কেউ নাই। এ জিজ্ঞাসা আজ সবার........

১২ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৩

লিওনাডাইস বলেছেন: ঠিক তাই, আর বললেই ৫৭ ধারা ধন্যবাদ কমেন্টের জন্য।

২| ১২ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩২

করুণাধারা বলেছেন: না দিয়ে কোন উপায় নাই।

১২ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩০

লিওনাডাইস বলেছেন: ঠিক তাই, ধন্যবাদ কমেন্টের জন্য।

৩| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

শরীফুর রায়হান বলেছেন: প্রত্যেক্ষ কর আয়কর অনেকে দিচ্ছে না বলে পরোক্ষ্ কর ভ্যাট শুধু বাড়ানো হচ্ছে, জনগন বাধ্য, ক্রয়-বিক্রয় করলে ভ্যাট দিতেই হবে

১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩১

লিওনাডাইস বলেছেন: কিন্তু যাদের দেবার কথা তাদের কাছ থেকে তো সরকার আদায় করতে পারছে না আর সব কিছু চাপিয়ে দিচ্ছে সাধারন মানুষের উপর। ধন্যবাদ কমেন্টের জন্য ভাইয়া।

৪| ১২ ই জুন, ২০১৭ রাত ১০:০৫

সুমন কর বলেছেন: সহমত।

১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩২

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য ভাইয়া।

১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩২

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য ভাইয়া।

৫| ১৩ ই জুন, ২০১৭ সকাল ৯:৩০

তানুন ইসলাম বলেছেন: এটা বাংলাদেশ,বেঁচে থাকলে আরো অনেক সমস্যা সামনে ঘোরপাক খাবে,আশায় থাকেন

১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩০

লিওনাডাইস বলেছেন: আসা নিয়েই তো আমরা বেঁচে আছি ভাই, ধন্যবাদ কমেন্টের জন্য।

৬| ১৩ ই জুন, ২০১৭ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: এবার নৌ মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী এবং খাদ্য মন্ত্রী কঠিন হুশিয়ারি দিয়েছেন। তারা বলেছেন- কেউ নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নিবেন।

৭| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৫

রক বেনন বলেছেন: কারণ আপনি বাংলাদেশে জন্মগ্রহন করে পাপ করেছেন!! :(( :(( :((

১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩২

লিওনাডাইস বলেছেন: তাই তো মনে হচ্ছে, ধন্যবাদ কমেন্টের জন্য ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.