নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না, স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস › বিস্তারিত পোস্টঃ

Fetih 1453: তুর্কি ইতিহাসের সিনেমা।

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪২

বেশ কিছুদিন থেকে দেখবো দেখবো করে পরশু দেখেই ফেললাম।
১৪৫৩ সালে টানা ৫৭ দিন অবরোধের পর তুর্কি এই বীরের কনস্টানটিনোপোল জয়ের কহিনী নিয়ে তুর্কিরা তৈরী করেছে তাদের সবচেয়ে ব্যয়বহুল এপিক সিনেমা – ফাতিহ ১৪৫৩।
আমরা হলিউড দেখে অভ্যস্ত তাই হয়ত সিজি দেখে খুব একটা ভালো নাও লাগতে পারে কারন এটাকিং সিনগুলো ভালো ছিলো তবে হলিউডের মত না। কস্টিউম আর গেটাপ যথেষ্ট ভালো ছিলো। ৮০ হাজার থেকে ২ লক্ষ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে সুলতান মাহমুদ অগ্রসর হয়েছিলেন বলে ইতিহাস থেকে জানা যায়, কিন্তু সিনেমাট্রোগ্রাফি ছিলো নরমাল। তবে প্রতিপক্ষ খ্রিস্টানদের গেটাপ খুব একটা ভালো ছিলোনা। তবে যদি হাতে সময় থাকে তবে তুর্কি এই সিনেমাটি দেখে ফেলতে পারেন খারাপ লাগবেনা এটা বলতে পারি।
*আমি ভালো রিভিউ লিখতে পারিনা তাই আমার যা মনে হলো তাই লিখলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.