নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না, স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসায় ভালো থাকুক আমাদের পৃথিবী।

০৩ রা মে, ২০১৮ দুপুর ১:৩৭

প্রচলিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটলেও অনেক কিছু শেখা যায়। এই ছবিটিও তেমনি একটি শিক্ষণীয় ছবি। এরকমই প্রতিনিয়ত শিক্ষা নিচ্ছি আমরা- একটি ফেসবুক পেইজে উরোক্ত ছবিটির সাথে যুক্ত করে এমনই মন্তব্য ছিল।

মানবতার এমন নজির অনন্য। ছবিতে দেখা যাচ্ছে হাত পা নেই, এমন একজন ক্ষুধার্ত ব্যক্তি এক ফুচকাওয়ালার কাছে এসেছেন খেতে। ফুচকাওয়ালা চাইলেই এমন 'ঝামেলা'র কাজ থেকে সরে যেতে পারতেন। সেটা তিনি করতে পারেননি। বিবেচনা বোধের কোথায় যেন বাধা দিয়েছে। তিনি নিজেই থালায় ফুচকা নিয়ে হাতবিহীন ব্যক্তির কাছে গিয়ে তাকে ধীরে ধীরে খাইয়ে দিতে থাকেন।

অন্তত স্থির চিত্র দেখা এমনটাই বোঝা গেছে। ছবিটি তুলেছেন শাহরিয়ার নীল নামের এক তরুণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের পাশে ছবিটি তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি বেশ ছড়িয়ে পড়েছে। পাশাপাশি ফুচকাওয়ালার মানবতা নিয়ে তাঁর প্রতি শুভকামনাও জানিয়েছেন। মানবতার এমন নজির অনন্য বলেও নেটিজেনদের মন্তব্য।

চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের সামনে থেকে ছবিটি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থী শাহরিয়ার নীল।
মুল ছবির লিংক- Click This Link

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: আহা ছবিটি দেখে মন বিষণ্ণ হল, এমন মানবতার নজির অনেকেই অনুপ্রেরণা জোগাবে, শেয়ার করার জন্য ধন্যবাদ।

২| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১:৫৭

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৩| ০৩ রা মে, ২০১৮ দুপুর ২:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: এই ফুচকাওয়ালা পৃথিবীর অনেক মানুষের চেয়ে ভালো। ধন্যবাদ, এই ছবিটি শেয়ার করার জন্য।

০৩ রা মে, ২০১৮ দুপুর ২:২৯

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৪| ০৩ রা মে, ২০১৮ দুপুর ২:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মানবিক মূল্যবোধের এক অনন্য দলিল। ছবিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

০৩ রা মে, ২০১৮ দুপুর ২:২৯

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৫| ০৩ রা মে, ২০১৮ দুপুর ২:১০

আখেনাটেন বলেছেন: চমৎকার মানবিকতার উদাহরণ। অনেক কিছুই শেখার আছে এই ছবি থেকে। আমরা সমাজে একটু যশ কামাতে পারলেই নিজেদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাই।

ফুচকাওয়ালার জন্য অসীম দোয়া রইল। ভালো থাকুক এই খেটে খাওয়া মানুষগুলো।

০৩ রা মে, ২০১৮ দুপুর ২:২৯

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৬| ০৩ রা মে, ২০১৮ দুপুর ২:৩২

কামরুননাহার কলি বলেছেন: খুবই ভালো লাগলো ছবিটি দেখে।

০৩ রা মে, ২০১৮ দুপুর ২:৪৩

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৭| ০৩ রা মে, ২০১৮ দুপুর ২:৪৩

আবু আফিয়া বলেছেন: আমরা ইচ্ছে করলে যার যার অবস্থান থেকে অনেক কিছুই করতে পারি, এরই বাস্তব উদাহরণ এই ছবিটি।
ফুচকাওয়ালা এই ভাই-এর প্রতি রইল শুভকামনা।

০৩ রা মে, ২০১৮ দুপুর ২:৪৪

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য এবং আপনার প্রতি রইল শুভকামনা।

৮| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:৩১

প্রামানিক বলেছেন: মনবিকতার ছবি। ভালো লাগল।

০৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৭

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৯| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:৫০

চাঁদগাজী বলেছেন:


ছেলেটির( যার হাত-পা) 'ফুচকা' ইত্যাদি খাওয়া মোটামুটি বেকুবী; এই ধরণের খাবার তার পেট খারাপ করার সম্ভাবনা, কমপক্ষে তাকে২/১ ঘন্টার মাঝে পায়খানায় যেতে বাধ্য করবে; তার পা নেই, চাইলেই যেতে পারবে না।

শাহরিয়ার নীলের উচিত ছিলো, ছেলেটাকে বুঝানো ব্যাপারটা

১০| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: প্রতিটা মানুষ মানবিক হয়ে উঠুক।

১১| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:২৫

আকিব হাসান জাভেদ বলেছেন: মানবিকতার মায়া থাকলে দেশ জগৎ কত সুন্দর দেখাতো। আজ আমাদের সব আছে শুধু মানবিকতা নেই। মানবিকতার চিত্র দেখে আমানুষদের ভিতরে ও মানবিকতার জয় হউক ।

০৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৮

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।

১২| ০৩ রা মে, ২০১৮ রাত ১০:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চোখে পানি আসল। খেটে খাওয়া মানুষগুলোর জন্য দেশের আরও কিছু দেয়ার ছিল...

১৩| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:১৯

আফসানা মারিয়া বলেছেন: Valobasha beche thak sara jibon

০৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৮

লিওনাডাইস বলেছেন: ভালোবাসায় বেঁচে থাকুক সবাই।

১৪| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:৩৪

মাহজাবীন আলম মারিয়া বলেছেন: এমন ছবিগুলই মনে করিয়ে দেয় মানবতা আজও বেঁচে আছে! :)

০৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৯

লিওনাডাইস বলেছেন: বেঁচে থাকুক এভাবেই ভালোবাসা, ধন্যবাদ আপনাকে।

১৫| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:২১

মোঃ খুরশীদ আলম বলেছেন: ব্লগে যারা মানবতা গেল গেল বলে চিৎকার চেচামেচিতে গলা শুকিয়ে ফেলেন এই চিত্র তাদের জন্য আদর্শ । অমানবিকতার পাশাপাশি মানবিক দিকগুলোও দেখা দরকার, দরকার তুলে ধরা। তা না হলে মানুষকে মানুষ শ্রদ্ধা সম্মানবোধ করবে কোথা থেকে ?

০৭ ই মে, ২০১৮ সকাল ১০:১০

লিওনাডাইস বলেছেন: মানবতা এখনো বেঁচে আছে বলেও পৃথিবীটা এত সুন্দর, এভাবেই ভালোবাসা বেঁচে থাকুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.