নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না, স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস › বিস্তারিত পোস্টঃ

ব্যাকরণের বাইরেও আরেকটা ব্যাকরণ।

০৮ ই মে, ২০১৮ দুপুর ১২:১৮

আমরা বেশিরভাগ মানুষ জানিনা যে আমাদের ভেতরে (বডির) কি অবাক আর অদ্ভূত বিস্ময় লুকিয়ে আছে অবশ্য আমরা আমাদের নিজেদেরকেই ভালো করে চিনিনা!
যেমন আমাদের চোখ দিয়ে আমরা প্রায় ১০ মিলিয়ন বিভিন্ন কালারের শেড দেখতে পাই! শুধু চোখটা খুলে একটু দেখতে হয় কিন্তু তারপরেও আমরা কতকিছু দেখিনা, দেখিনা প্রিয় মানুষের প্রিয় কালার কি, জানিনা মায়ের প্রিয় শাড়ি কোনটা, বাবার প্রিয় শার্ট কোনটা অথচ দেখে ফেলি হাজার হাজার কালার। আমাদের কান দিয়ে আমরা ২০ মেগাহার্টজ থেকে ২০ হাজার মেগাহার্টজ পর্যন্ত শব্দ শুনতে পারি অথচ শুনতে পাইনা প্রিয়জনের মনের কোনে চেপে রাখা বোবা কান্নার শব্দ, শুনতে পাইনা কারো কারো হাত ধরে একটু হাত ধরে কোন অলস বিকেলে হাত ধরার আকুতি, শুনতে পাইনা সকালের বিকালের নাগরিক পাবলিক বাসে কারো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবার শব্দ, শুনতে পারিনা দুমড়ে মুচড়ে যাওয়া কারো বেসুরো গানের গল্প, শুনতে পাইনা মধ্য ভেসে আসা রাতের শীতল চিৎকার অথচ শুনে ফেলছি হাজার মেগাহার্টজের শব্দ। আমাদের দেহ ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সইতে পারে অথচ বুকের কাছে লেপ্টে থাকা প্রিয় মানুষের উষ্ণতাও এখন আমরা অনুভব করতে পারিনা, জ্বরের ঘোরে পুড়ে যায় জেগে থাকা গল্পেরা কিন্তু সেই উষ্ণতাও আমাদেরকে স্পর্শ করতে পারেনা, অভিমানের বৃষ্টি ঝড়ে যায় মুষলধারে আমরা ভিজতে পারিনা অথচ চাইলেই অনুভব করতে পারি হাজার মেগাহার্টজের শব্দের শব্দদেরকে। আমরা প্রায় ১লাখ বিভিন্ন রকমের স্বাদ আলাদাভাবে নিতে পারি অথচ জীবনের স্বাদ কি সেটাই জানিনা, জানিনা ভালোবাসার স্বাদ কি, জানিনা বেঁচে থাকার মত করে বাঁচার থাকার স্বাদ কি, জানিনা নিজের ভেতর ডুবে থাকার স্বাদ কি, জানিনা দিনশেষে প্রিয় মানুষের কোলে ক্লান্ত মাথা রেখে একটু খামখেয়ালীপনার বাহানার স্বাদ কি, জানিনা মাঝ রাতে হটাৎ ঘুম ঘুম চোখে বানানো কফির স্বাদ কি অথচ ভালোবেসে যাচ্ছি প্রতিনিয়ত কিন্তু ঘেমে যাওয়া নোনতা ঘামের স্বাদ কি শুধুই নোনতা ? সেটাও জানিনা কিন্তু কত অবলীলায় হাজার হাজার স্বাদের ভিড়ে দিক ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি কম্পাস বিহীন নিঃসঙ্গ পরিব্রাজকের মত। আমরা প্রায় ট্রিলিয়নের বেশি স্মেল নিতে পারি অথচ জানিনা প্রিয় মানুষের শরীরের স্মেল কি, হালের দামি পারফিউমের স্মেলে হারিয়ে যায় চিরচেনা অদ্ভুত সেই ভালোলাগার ভালোবাসার স্মেলগুলো, বোতল বন্ধি হয়ে থাকে দামি ভালোবসা শোকেসের থরে থরে, অথচ কি আদিম সেই স্মেলের টানে একসময় আমরা এসেছিলাম বেঁচে থাকবো বলে, কান্নার যে স্মেল থাকে তা কি কখনো আমরা জানতে চেয়েছি অথচ বৃষ্টির মাঝে ভিজে ভিজে নিজেকে লুকাতে চেয়েছি আমরা প্রতিনিয়ত, জানিনা বুনো ফুলের গন্ধ কি শুধুই একটা গন্ধ নাকি বেঁচে থাকার এক আদিম ব্যাকরণ। ব্যাকরণের সন্ধি বিচ্ছেদে আমরা মগ্ন থাকি অথচ কখনও কি জানতে চেয়ে কিভাবে ভাঙার আগে গড়তে হয়! তারপরেও মানুষকে জানা অনেক কঠিন একটা কাজ ঠিক ব্যাকরণ মেনে কথা বলার মতি কিন্তু আপনাকে কে বলেছে ব্যাকরণ মেনে কথা বলতে হবে? তবে নিজেকে কেন ব্যাকরণের মাঝে বন্ধি করে রাখা, একবার ব্যাকরণ ভেঙ্গেই দেখুন না, দেখবেন সবকিছু কত সুন্দর আর রঙিন, সব ভেঙে নিজের মত করে লিখেই ফেলুন না নিজের বাঁচার মত করে বাঁচার ব্যাকরণ! ঘরের ভেতরে থেকে ঘরের খোঁজ না করে বেড়িয়ে পড়ুন ঘর থেকে- অনুভব করুন অনুভবের আদিমতায়, স্বাদ নিন জীবনের পাগলামিতে, দেখুন ব্যাকরণের বাইরেও আরেক ব্যাকরণে সেখানে সন্ধি বিচ্ছেদ হয় ব্যাকরণের নিয়মের বাইরে নতুন করে জীবনের ব্যাকরণ লেখার জন্য, স্পর্শ করুন মাটির বুক বেয়ে যাওয়া বেঁচে থাকা বর্ণমালার অবারিত আহ্বান, দেখার বাইরেও দেখতে হলে শুধু চোখ থাকলেই হবেনা দেখতে হবে চোখ বন্ধ করে নিজের ভেতর থেকে চুপটি করে থাকা চোখ দিয়ে। আর তবে দেরি কেন বেড়িয়ে পড়ুন ব্যাকরণের বাইরেও আরেকটা ব্যাকরণ লিখতে জীবনের উচ্ছ্বাসে।
#জীবন_হোক_সুন্দর

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৮ দুপুর ১:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন।


ধন্যবাদ লিওনাডাইস।

০৮ ই মে, ২০১৮ দুপুর ১:১০

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

২| ০৮ ই মে, ২০১৮ দুপুর ১:১১

লিংকন১১৫ বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই !
আমরা আসলেই নিজেকে ভালকরে চিনি না, জানতে চেস্টাও করি না।
নিজেকে ভালকরে না চিনে কিভাবে অন্যজন কে চিনবো।
হয়তো আমরা অলসতার কারনে চেষ্টা করিনা , বা দেখেও না দেখার ভান করি, বা বুঝেও না বুঝার ভান করি ।

আপনার সাথে একমত হয়ে বলছি আসুন না ব্যাকরণের বাইরেও আরেকটা ব্যাকরণ টা বের করি সেটা জানার চেষ্টা করি।
জীবনকে নতুন ভাবে সাজিয়ে নেই , আমরা কিন্তু চাইলেই সব পারি।

০৯ ই মে, ২০১৮ সকাল ৯:৩৮

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ, আপনার জীবনহোক তেমনি।

৩| ০৮ ই মে, ২০১৮ দুপুর ১:১৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: বৈজ্ঞানিক যুক্তিসহ কিছু বিষয় উপস্থাপন। যা ভালো না লেগে উপায় নেই।

০৯ ই মে, ২০১৮ সকাল ৯:৩৯

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য।

৪| ০৮ ই মে, ২০১৮ দুপুর ১:৩৯

তারেক ফাহিম বলেছেন: নিজেকেই চিনি না।

সুন্দরভাবে বিশ্লেষন করলেন।

০৯ ই মে, ২০১৮ সকাল ৯:৪০

লিওনাডাইস বলেছেন: নিজেকে চেনার চেষ্টা করুন।

৫| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: আমি সব কিছু নিখুঁত ভাবে খুটিয়ে দেখি। এবং বুঝতে চেষ্টা করি।

০৯ ই মে, ২০১৮ সকাল ৯:৪০

লিওনাডাইস বলেছেন: তবে চলুক এভাবেই।

৬| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

শাহারিয়ার ইমন বলেছেন: টাকার কাছে সব অনুভূতি এখন অন্ধ

০৯ ই মে, ২০১৮ সকাল ৯:৪৫

লিওনাডাইস বলেছেন: নিজের অনুভূতি অন্ধ হলে কিভাবে বেঁচে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.