নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না, স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস › বিস্তারিত পোস্টঃ

The Ghost Writer (2010) মুভি রিভিউ।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯


The Ghost Writer (2010)
IMDB: 7.2
Rotten Tomato: 83%
Director: Roman Polanski
Writers: Robert Harris (screenplay), Roman Polanski (screenplay)
Stars: Ewan McGregor, Pierce Brosnan, Olivia Williams
ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনী লেখার জন্য একজন লেখককে নিয়োগ দেয়া হয় যার নাম দেয়াহয় ভুত লেখক মানে ঘোস্ট রাইটার! কারন এই লেখার কথা যাতে কেউ জানতে না পারে বই মেলায় বের হবার আগে তাই এত গোপন রাখা নয়ত ইংলিশ একাডেমি বই আটকায় দিতে পারে।
যাইহোক লেখা শুরু করার কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী একটা কেলেঙ্কারিতে ফাইসা যায় এবং সারা দুনিয়ায় এইটা নিয়া ঝড় উইঠা যায় (কাল বৈশাখী ঝড় না কিন্তু)
এমন একটা পরিস্থিতিতে সেই ভুত লেখক না পারে পালাইতে না পারে থাকতে কারন ততক্ষণে সে এই ঝড়ের কবলে পইরা উইড়া যাবার অবস্থা।
মুলত কাহিনী এই পর্যন্ত আসার পরে মনে হইতে পারে আরে ধুর এইটা বিরক্তিকর একটা মুভি কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষা করেন তাইলে যে টুইস্টা পাইবেন সেইটা আমিও ভাবিনাই।
মাস্ট সি একটা মুভি কেউ না দেখলে দেইখা ফেলতে পারেন।
আর যারা দেখে ফেলছেন তারা জানাতে পারেন কেমন লাগছে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১০

রাজীব নুর বলেছেন: আজ'ই দেখব।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

লিওনাডাইস বলেছেন: মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু।

২| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

ব্লগার_প্রান্ত বলেছেন: অস্থির একটা মুভি, আমি এন্ডিংয়ে শকড্ ছিলাম!

৩| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু।


অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.