নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না, স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস › বিস্তারিত পোস্টঃ

Cargo (2017) মুভি রিভিউ।

২০ শে মে, ২০১৮ সকাল ১১:১৯



Cargo (2017)

Directors: Ben Howling, Yolanda Ramke
Writer: Yolanda Ramke
Stars: Martin Freeman, Anthony Hayes, Susie Porter

এন্ডি, কে আর রোজি তিনজন একটা বোটে থাকে কারন একটা ভাইরাস চারদিকে ছড়ায় পড়ছে এবং এটাতে কোনভাবে এফেক্ট হইলেই ৪৮ ঘন্টা পরে রক্তখোর জম্বি হয়ে যাবে।

চারদিকে মানুষ মইরা গিয়া আর এফেক্ট হইয়া জম্বি হয়া গেছে।
এন্ডি ভালোই ছিলো কিন্তু বউ বলতেছিলো যে দেখো আমাদের খাবার প্রায় শেষ দেখোনা আশেপাশে কোথাও পাওয়া যায়কিনা।
একদিন সকালে এন্ডি দেখে ছোট নদির এক পাশে একটা বোট উল্টায় আছে।

সাহস কইরা এন্ডি ছোট একটা নৌকা নিয়া ওইটার ভিতরে গিয়া অনেকগুলা ড্রাই এবং টিনজাত খাবার নিয়া আসে, আসার আগে বোটের ভিতর একটা একটা শব্দ শুনতে পায় তারপর খেয়াল কইরা দেখে এইটার ভিতরে কেউ একজন আছে যে এফেক্টেড তাই তাড়াতাড়ি আয়াপরে।

বউরে কইলো দেখো আমি যেই খাবার আনছি তাতে ৩মাস ভাইসা ভাইসা খাইতে পারবো, বউ খুশি হয়া কইল যাও এইবার তুমি একটু ঘুমাও আমি এগুলা দেখতেছি।
এন্ডি ঘুমাইতে গেলে বউ ভাবল ওইটার ভিতরে তাইলে আরো অনেক কিছু আছে যাই নিয়া আসি।

তারপর?

অতি লোভে লোভ করলে যা হয়, কি হয় ? মইরা যায় ? আরে ধুর মইরা গেলে তো কথাই আছিল কিন্তু যা হয় তা ভয়াবহ।
মুভির গল্প ভাইরাস, জম্বি নিয়াই কিন্তু মুভির ন্যারেটিভ স্টাইল, গল্প, সাউন্ড, মেকিং আর কিছু কিছু এরিয়েল ভিউ বেশি জোস।
সময় থাকলে দেইখা ফালাইতে পারেন।

নেটফ্লিক্স এবং টরেন্টে আছে।
#হ্যাপি_ওয়াচিং

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:২৪

কাইকর বলেছেন: খুব সাধারন উপস্থাপনা। তবে, ভালো লাগলো। ভালো হয়েছে। ভালো লিখেছেন। আমি গল্পকার যদি সময় পান আমার ব্লগ ঘুরে আসবেন। নতুন ব্লগ শুরু করেছি। আপনারা অনুপ্রেরণা দিলে সামনে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ ও ভালোবাসা রইলো।

২| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:৩৪

বিজন রয় বলেছেন: দেখতে হবে সময় পেলে। পোস্টারটি ভাল লাগল।

২০ শে মে, ২০১৮ সকাল ১১:৩৮

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ, অবশ্যই ঘুরে আসবো আপনার গল্প পড়ার জন্য।

৩| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:৪৭

সমুদ্রচারী বলেছেন: দেখতে হবে :)

২০ শে মে, ২০১৮ সকাল ১১:৫২

লিওনাডাইস বলেছেন: দেখে ফেলেন।

৪| ২০ শে মে, ২০১৮ দুপুর ১:০৪

আবু তালেব শেখ বলেছেন: জম্বি মানেই বাড়তি বিনোদন

২০ শে মে, ২০১৮ দুপুর ১:৩৪

লিওনাডাইস বলেছেন: আসলেই।

৫| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:০১

তারেক_মাহমুদ বলেছেন: মুভি রিভিউ ভাল লাগলো।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:২৩

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ, আর মুভিটা দেখেছেন তো ?

৬| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: মুভিটা আজই দেখব।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:২৪

লিওনাডাইস বলেছেন: দেখে কেমন লাগল জানাতে ভুলবেন না কিন্তু।

৭| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: ভালো হয়েছে আপনার মুভি রিভিউ।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:২৪

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ, মুভিটি কি দেখেছেন?

৮| ২২ শে মে, ২০১৮ সকাল ৮:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: এই টাইপের মুভি আমার সাধারণত ভালো লাগেনা। দেখা হয়ত হবেনা, তবে রিভিউ খারাপ লাগেনি।
ধন্যবাদ।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:২৫

লিওনাডাইস বলেছেন: সময় পেলে দেখে ফেলেন ভালো লাগবে আশাকরি, ধন্যবাদ মন্ত্যবের জন্য।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: কারগো নামে এনিমেশন একটা মুভি আছে। দারুন মুভি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.