নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না, স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস › বিস্তারিত পোস্টঃ

গল্পের আর শেষ টানিনা।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৮


আমি জৌতিবিজ্ঞানী নই। মহাকাশ সম্পর্কে খুব একটা জ্ঞানও নেই। শুধু এইটুক জানতাম সবচেয়ে উজ্জল নক্ষত্রটিও একদিন জ্বলতে জ্বলতে নিভে যায়। আমাদের গল্পটাতেও হয়তো সেটাই লিখা ছিল.... রবীন্দ্রনাথের ছোটগল্পগুলোর কোন শেষ থাকতো না। আমাদের গল্পটারও আমরা কোন ইতি টানতে পারিনি কোন এক অজ্ঞাত কারণে। আমাদের ডায়েরীটার শুরুর মলাটটা খুব সুন্দর ছিল শেষের মলাটটা ঠিকভাবে আর বাঁধানো হয়নি। যখন তুমি একটা শব্দের একটা বাক্য বলে দিলে তখন আমি আটকে গেলাম, তারপর থেকেই আমাদের আত্মাগুলো কোন মুখবন্ধ খামে আটকা পড়লো। মাঝে মাঝে নতুন কিছু মানুষের কাছে আমাদের গল্প শোনাবো কিন্তু গল্পগুলো শেষ করতে পারবোনা জানি। গল্পের শেষ টানতে সম্ভবত হাজারটা রাত লাগবে। গল্পের ফাঁকে সিগারেট ধরাই। এক টান দিতেই যেন সামনের মানুষগুলোকে আমার অচেনা লাগে। পরিচিত সেই তোমার মুখ বারবার শুধু চোখে ভাসতে থাকে। আমি হয়ত ইস্পাত অনুভূতি দিয়ে গড়া। এখানে দুর্বল হওয়া যাবেনা। গল্পের আর শেষ টানিনা।
তুমি ভালো থেকো!
#রুম১১৪

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৭

কাইকর বলেছেন: সুন্দর লিখেছেন, সুন্দর বলেছেন।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৩৫

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৪০

আহমেদ জী এস বলেছেন: লিওনাডাইস ,




অল্প কথায় খুব সুন্দর লিখেছেন ।
যে গল্পের শেষটা নেই । আমাদের অনেক গল্পেরই শেষটা আমরা টানতে পারিনে...................

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৫৮

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য, আসলে আমাদের সবার গল্প থাকে কিন্তু শেষটা আমরা টানতে পারিনা।

৩| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:১১

ব্লগার_প্রান্ত বলেছেন: কমপ্লেক্স লেখা, সুন্দর। #রুম১১৪ বিষয়টা কি? +

২৩ শে মে, ২০১৮ দুপুর ২:২৪

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ, এইটা হলের একটা রুম।

৪| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: জীবনের কিছুকিছু গল্পই হঠাৎ করে পথ হারিয়ে ফেলে। আবার কিছুকিছু গল্প মধ্যখানে ঝুলে থাকে।

প্রকাশ ভালো হয়েছে।

২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৪৬

লিওনাডাইস বলেছেন: এমন হাজারো গল্পের মাঝে আমরা বেঁচে থাকি বা থাকতে হয়, ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: আহা !!!

২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:০৩

লিওনাডাইস বলেছেন: রাজিব ভাই আহা আহা করতে করতে কত গল্প হারায় গেলো আমাদের।

৬| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:২৮

স্ব বর্ন বলেছেন: শেষ না টেনে যদি ভাল থাকা যায় তবে সেটাই করব। সুন্দর প্রকাশ ভাল লেগেছে শব্দের ব্যবহার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.