নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না, স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস › বিস্তারিত পোস্টঃ

My Way (2011) মুভি রিভিউ।

২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৭



My Way (2011)
Mai wei (original title)

আইএম ডিবি- ৭.৮
কোরিয়ানরা এমনিতেই ভালো মুভি বানায় তবে ওয়্যার জেনারের মুভি সবসময় গতানুগতিক হয়ে থাকে কিন্তু এই মুভিটা সবকিছুর বাইরে গিয়ে বানানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কোরিয়ান অংশে। দুই অলেম্পিক ম্যারাথনের শত্রুতা এবং যুদ্ধে গিয়ে বুকে বুক লাগিয়ে বাঁচতে চাওয়া।
আসলে শত্রুকে কিভাবে ভালোবেসে বন্ধু বানানো যায় সেটাও ফুটিয়ে তোলা হয়েছে। এটা আসলে শুধু যুদ্ধ না, ভা্বালোসা, একটু একটু করে বেঁচে থাকা। অসম্ভব সুন্দর একটা মুভি কিন্তু প্রচার না থাকায় খুব বেশি মানুষ এটা সম্পর্কে জানে না। হলিউডে এই মুভি বানানো হলে অস্কার পেয়ে যেত। আমার কাছে অনেক ভালো লেগেছে।
কেউ দেখে থাকলে জানাতে পারেন কেমন লেগেছে আপনাদের কাছে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৪৯

রসায়ন বলেছেন: আজকে রাতেই দেখবো এটা । যুদ্ধের মুভি আমার সবচাইতে প্রিয় । আপনাকে একটা সাজেস্ট করি, চাইনিজ মুভি দ্যা পার্পল সানসেট । ইউটিউবে আছে । দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান চীন রাশিয়ার যুদ্ধ নিয়ে । অসাধারণ ।

২৫ শে মে, ২০১৮ রাত ১২:৩৮

লিওনাডাইস বলেছেন: আমিও তাইলে দেখা শুরু করি, আর আপনার কেমন লাগল জানাবেন কিন্তু।

২| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৫৩

কাইকর বলেছেন: দেখেছি

২৫ শে মে, ২০১৮ রাত ১২:৩৮

লিওনাডাইস বলেছেন: কেমন লেগেছে ?

৩| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৫৫

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার বড় ভাই ওয়ার মুভির পাগল, যাক ওনাকে এটার কথা বলতে হয় দেখি!!

২৫ শে মে, ২০১৮ রাত ১২:৩৯

লিওনাডাইস বলেছেন: বলে ফেলুন এখনি।

৪| ২৫ শে মে, ২০১৮ সকাল ৭:৩৬

বৃষ্টি বিন্দু বলেছেন: লিংক আছে?

৫| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: লিঙ্ক কই?

৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: মুভিটা কি ইউটিউবে আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.