নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না, স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস › বিস্তারিত পোস্টঃ

আমরা দুজনে চেয়ে চেয়ে দেখলাম :)

৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৪৪


বাসে উঠেই পেছনের দিকে একটা সিট পেয়ে বসলাম পাসের সিটে এক আপু বসা এবং বেশ ঢং করতে করতে বাসের জানালার কাছে উনার ফোন নিয়ে সেলফি তুলছিলো! আমি বললাম আপু ফোনটা ভেতরে দিকে নিয়ে ছবি তুলুন।

- আমি কিভাবে ছবি তুলবো সেটা আপনাকে বলতে হবে?
না, সেটা বলিনি।
- Mind your own Business
ইয়েমানে, আপু আমার তো কোন বিজনেজ নাই :)
- রাইগা মাইগা কইলো- Oil your own Machine!
আমি কইলাম এই গরমে মেশিনে তেল? মাথা নষ্ট নাকি :P আর আপু আমি মেশিনে তেল দেইনা :)
- এমন একটা লুক দিলো সেইটা অনুবাদ করলে হইতো- আজকে তোর রোজা খায়া ফালামু।
আমি চুপ হয়া গেলাম।
২ মিনিট পরে এক বাইকারের পেছনের ভাইয়াটা আপুর মোবাইলটা জাস্ট খেয়ে দিয়ে হাওয়া হয়ে গেলো।
আমরা দুজনে চেয়ে চেয়ে দেখলাম :)
- আপু আমার দিকে একটা বিলাই বিলাই লুক দিলো।

ততক্ষণে অফিসের সামনে চলে আসায় বাকি লুক দেখা হইলোনা।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৫২

বিজন রয় বলেছেন: হা হা হা .......

কিছু কিছু মানুষের এমন ভাব দেখে মনে হয় তারা কতই না বুদ্ধিমানভ

হা হা হা ....

৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৩১

লিওনাডাইস বলেছেন: এবং এর জন্য তারা ধরা খায়।

২| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৫৩

আবু আফিয়া বলেছেন: মজা পাইলাম

৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৩২

লিওনাডাইস বলেছেন: মজা আমিও পেয়েছিলাম।

৩| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৫৭

কাওসার চৌধুরী বলেছেন: ঘটনাটা কী সত্যি? সত্যি হলে ঐদিন আপনার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে একটাও থাকার কথা না। আহ!! আফা মনির জন্য খারাপ লাগছে। :((

৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৩৩

লিওনাডাইস বলেছেন: হ্যা ভাইয়া ঘটনা সত্যি এবং আমি আসলেই অনেক মজা পেয়েছিলাম।

৪| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:০৯

মৌরি হক দোলা বলেছেন: এই অভিজ্ঞতায় যদি ওই অাপুনির একটু শিক্ষা হয়! :D

৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৩৩

লিওনাডাইস বলেছেন: হলে তো ভাল নয়ত আবার এমন হবে।

৫| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:২৩

আকতার আর হোসাইন বলেছেন: হা হা.... আপু নিশ্চয় আপনারে মনে মনে অনেক গালি দিছে...

৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৩৪

লিওনাডাইস বলেছেন: দিলে দিছে, আমি তো আগেই বলছিলাম সাবধান হইতে।

৬| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৩১

কামরুননাহার কলি বলেছেন: আহারে কি হলো।

৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৩৫

লিওনাডাইস বলেছেন: একেবারে যা তা হয়ে গেলো কলি আপু।

৭| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা ......

বিলাই বিলাই লুক! সে আবার কেমন?
দুধৈর বাটিতে মূখ দিয়া ধরা খাওয়া বিলুই চাহনি :P

চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কি করার আছে!!!!! ;)

৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৩৫

লিওনাডাইস বলেছেন: একেবারে ঠিক ধরেছেন, এটাই বিলাই বিলাই লুক।

৮| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৫১

শামচুল হক বলেছেন: আহারে! মোবাইল গেছে যাক কিন্তু সেলফির ছবিগুলো যে গেল সেই দুঃখে বাঁচতেছি না।

৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৩৬

লিওনাডাইস বলেছেন: ইয়েমানে ছবিগুলা পাইলে আপুরে দিয়া দিয়েন।

৯| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:২৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাগ্য ভালো হাত চাপা পড়েনি।

৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৩৬

লিওনাডাইস বলেছেন: এমন অসাবধান হলে অনেক কিছুই হয়ে যেতে পারে।

১০| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: এই শহরে প্রতিদিন, প্রতি মুহূর্ত নানান ঘটে না ঘটে যাচ্ছে।

৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৩৭

লিওনাডাইস বলেছেন: হম রাজিব ভাই ঠিক বলেছেন কিন্তু আমাদের চোখে খুব কম তা ধরা পরে।

১১| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৫

কাইকর বলেছেন: বাহ....সুন্দর উপস্থাপনা

৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৪১

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ।

১২| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

সুমন কর বলেছেন: হাহাহাহা........

০১ লা জুন, ২০১৮ রাত ৮:৩৪

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ আপনাকে, ব্লগে আসার জন্য।

০১ লা জুন, ২০১৮ রাত ৮:৩৪

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ আপনাকে, ব্লগে আসার জন্য।

১৩| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ছিনতাই বেড়ে গেছে। দুঃখ জনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.