নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না, স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস › বিস্তারিত পোস্টঃ

এইসব চোখের ভাষায় ডুবে যায় আমি তুমি আমরা।

১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪২



আমার ক্লান্ত ঘামে ভেজা বুক পকেটে আঁকড়ে থাকে ডানা ভাঙ্গা স্বপ্নেরা ১২টাকা দামের বেনসনের মুচড়ে যাওয়া ফিল্টারে তপ্ত দুপুরে একলা রাজপথের কালো গলে যাওয়া পিচের মতো,
এইসব চোখের ভাষায় ডুবে যায় আমি তুমি আমরা।
তারপর আমাদের সেই চেনা বিকেলে আমরা অচেনা হয়ে ভিজে যাই অচেনা কথার স্রোতে আর সোডিয়ামে মাখা গল্পেরা লোমশ স্পর্শে ডুবে থাকে ডাস্টবিনের পাশে ঘুমিয়ে থাকা কুকুরের মত।
জোনাকির আলো আঁধার ঢেউয়ে ঝলসে ওঠে এমন অবাক বিস্ময় অথচ তোমরা বলেছো এটা প্লেটোনিক বিস্মৃতি কিন্তু জীবন আঁকড়ে ধরা বাসের হাতলে ঝুলে থাকা কি ? যেভাবে ঝুলে থাকে বাদুরের ডানায় কালো গণতন্ত্রের ছেঁড়া বুলির সমাধি।
আমি তুমি আমরা জেগে থাকি কি খুপরি ঘরের সেই ঘুম পারানি গানের তালে তেল চিটচিটে ভেজা বিস্ময়ে ? তারপর অনেক দিন পরে আমাদের
স্মৃতি নিলামে ওঠে মাংসের বাজারে তোমাদের কালো শকুনের ডানার ছায়ায়
উড়ে আসা উষ্ণ যৌবন হাত গুটিয়ে এপাড়ায় ও পাড়ায়।
এই যে ক্যামোফ্লাজের আমি তুমি আমরা আবারো ভিজে যাই ভেজা শহরের ঘামের ক্যানভাসে বিষণ্ণ দিনের মতো একলা রাজপথের কালো পিচের আর্তনাতে ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: কি মন্তব্য করবো বুঝতে পারছি না।

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬

লিওনাডাইস বলেছেন: রাজিব ভাই এতটাই খারাপ হয়েছে ?

২| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৩:৪৬

অক্পটে বলেছেন: "আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে
তোমার ছেলে উঠলে মাগো
রাত পোহাবে তবে।"

একটা নতুন ভোরের জন্য, একটু শাক্তির আবহরে জন্য আমাদের জাগ্রত হওয়া ছাড়া আর কোন পথ খোলা নেই। স্বপ্নবাজদের সুন্দর স্বপ্নগুলোকে মুছে দেবার অধিকার ওদের কে দিয়েছে। ওরা জাতির গলা টিপে ধরেছে আমরা ওদের টুটি চেপে ধরবো। এই কালো গণতন্ত্রের লীলা সাঙ্গ করতে হবে আমাদেরই।

২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪১

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ আপনার অনেক সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.