নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তো আমিই।

আধারে আমি৪২০

আধারে আমি৪২০ › বিস্তারিত পোস্টঃ

শয়তানকে পাথর মারতে গিয়ে এতো মৃত্যু কেন?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪১

মক্কায় হজ্বে গিয়ে কেউ মারা গেলে নাকি তিনি জান্নাতে যান। যদিও কেউ মরতে চায় না। সবার কাছে জান্নাতের চেয়ে পৃথিবীর সুখটাই মুখ্য। গত বিশ বছরে শুধুমাত্র শয়তানকে পাথর মারত গিয়ে মারা গেছে প্রায় দুই হাজার মানুষ। শয়তানকে পাথর ছুড়ে ঘৃনা প্রকাশ হলো ওয়াজিব। নিচে বিভিন্ন বছরের জান্নতিদের সংখ্যাটা একটু দেখা যাক-
এ বছর মিনায় শয়তানকে পাথর মারতে গিয়ে পদদলিত হয় ৭১৭ জন মারা যায়।
২০০৬ সালে মিনায় শয়তানকে পাথর ছুঁড়ে মারতে গিয়ে পদদলিত হয়ে মারা যান আরও ৩৪৫ জন।
২০০৪ সালের ১ ফেব্রুয়ারি আল-জামারাতে শয়তানকে পাথর ছুঁড়ে মারার সময় পদদলিত হয়ে মারা যান ২৪৪ হাজি।
২০০১ সালের ৫ মার্চ ৩৫ জন হাজি মারা যান ওই আল-জামারাতে একই ধরনের ঘটনায়।
১৯৯৮ সালের ৯ এপ্রিল ১৮০ জন মারা যান হুড়োহুড়িতে হঠাৎ আতঙ্কিত হয়ে। ওই পদদলিত হওয়ার ঘটনাটিও ঘটে আল-জামারাতে, শয়তানকে পাথর নিক্ষেপের সময়।
১৯৯৪ সালের ২৩ মে ২৭০ জন মারা যান আল-জামারাতে, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন ইন্দোনেশীয়।
শয়তানকে পাথর মারা ওয়াজিব হওয়ার কারনে এসময় মৃত্যুটা একটু অস্বাভাবিকই লাগে। যদিও দুর্ঘটনা তো দুর্ঘটনাই। তারপরেও কিছু কথা থেকে যায়। কোন অস্বাভাবিক মৃত্যুই কাম্য নয়। তবে আমার মনে হয়- শয়তান আসলেই বড় শয়তান। নাহলে তাকে পাথর মারার সময় এতো মানুষ মরবে কেন?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩২

চাঁদগাজী বলেছেন:

শয়তান অদৃশ্য পাথর মারছে না তো?

আরবেরা আসলে মোটেই কেয়ার করে না হাজী, মাজী, গাজী বা কারো জন্য।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

আধারে আমি৪২০ বলেছেন: ভাই হতেও পারে।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৮

সিপন মিয়া বলেছেন: আপনার লেখাটি কি উপহাসমুলক।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

আধারে আমি৪২০ বলেছেন: হতেও পারে আবার নাও হতে পারে।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২২

হ্যাকার সাহেব বলেছেন: লেখা টায় কি যে বুঝায়তে চাইলেন সঠিক ভাবে বুঝতে পারলাম না!

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

সেলিম জাহাঙ্গীর বলেছেন: মনেহয় শয়তান বেশী শক্তি শালি?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

আধারে আমি৪২০ বলেছেন: আমালও সেটাই মনে হয়।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

নেবুলাস বলেছেন: এখানেও শয়তানের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

ডা: এনামুল হক মনি বলেছেন: তবে লেখকের শ​য়তানি আরো বেশি শক্তিশালী

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০০

আধারে আমি৪২০ বলেছেন: কোন লেখক ভাই? শয়তানের উপস্থিতি যার লেখায়?

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬

ঢাকাবাসী বলেছেন: জনসংখ্যা কমাতে চায় শয়তান?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

আধারে আমি৪২০ বলেছেন: হতে পারে!

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৩

রুদ্র জাহেদ বলেছেন: শয়তানকে মারতে গিয়ে নিজে মরতে হবে কেন?

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৮

কৃদন্তপদ বলেছেন: সবার কাছে জান্নাতের চেয়ে পৃথিবীর সুখটাই মুখ্য।[/sb
এই কথাকান তো হোগলে মানে না..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.