নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরাপদ দেশ চাই

নিরাপদ দেশ চাই › বিস্তারিত পোস্টঃ

রামপালের স্বপক্ষে প্রধান্মন্ত্রীর যুক্তি"

২৮ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:১১

রামপালের স্বপক্ষে প্রধান্মন্ত্রীর যুক্তি"
(১)সুন্দরবনের আশেপাশে যারা থাকে তারা সব গাছচোর।বিদ্যূৎকেন্দ্র বানালে চুরি বন্ধ হয়ে যাবে!
(২) রাম্পালের ধোয়ায় যে কার্বন তৈরী হবে তা দিয়ে ফেশিয়াল মাস্ক বানানো যাবে!!
এরপর দিলেন হুমকি
বেশি ক্থা বললে হারিকেন জ্বালিয়ে থাকবেন!

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০৮

মোঃ অামিরুল বলেছেন: সুন্দর বনকে ধংস করা ছাড়াএটা অার কিছুই না.

২| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: খালেদা জিয়ায় রামপাল নিয়ে মাঠে নেমে এই প্রকল্পকে পাক্কা করে দিলেন :(

৩| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২৩

নিরাপদ দেশ চাই বলেছেন: আমাদের দুই নেত্রীর অবস্থানই মুলত জঙ্গনের বিপক্ষে। খালেদা জিয়া যদি রাম্পালের বিপক্ষে অবস্থান নিয়ে থাকে তাহলে বলতে হবে জনগনের পক্ষে তিনি অবস্থান নিয়েছে। এটার জন্য একটা সাধুবাদ তিনি পেতে পারেন।

৪| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


@সাদা মনের মানুষ,

বেগম জিয়া যা ধরবেন, তা মাটিতে পরিণত হবে; কোকোর মৃত্যুকে উনি ডেকে এনেছেন।

৫| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৮

নীল আশরাফ বলেছেন: খালেদা জিয়ার আন্দোলন মানেই ব্যর্থতা। এমনিতে যদিও আশা ছিল, কিন্তু খালেদার আন্দোলনের পর আর কোন আশাই থাকল না।

৬| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৯

এম এ কাশেম বলেছেন: আমরা কি দিন দিন এক চোখ কানা বলদে পরিণত হচ্ছি?

৭| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০০

নিরাপদ দেশ চাই বলেছেন: যুক্তির কোন জায়গাতো রাখেনি দল। তাই বলদামি না করে উপায় কি?

৮| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৮

আশাবাদী অধম বলেছেন: প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন। তার চেয়ে বড় দেশপ্রেমিক হতে যাবেন না, তারা বংশানুক্রমে 'ক্ষমতা চাইনা দেশের মানুষের শান্তি চাই' এই নীতিতে দেশ চালাচ্ছেন।আর আপনারা মেকী দেশপ্রেমিকরা সব উন্নয়ন কাজে বাগড়া দিচ্ছেন।

৯| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০২

ধ্রুবক আলো বলেছেন: নির্বাচন না দিয়ে পাশ করে যদি ক্ষমতায় থাকতে পারে
তাহলে
এরকম হুমকি তো দিতেই পারে। আর আমাদের সহ্য করা করা ছাড়া বিকল্প কোন উপায় হলো গুম বা হত্যা।

১০| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৬

আততায়ী আলতাইয়ার বলেছেন: তার মানে খালেদা রাজাকারের বিচার চাইলে হাসিনা তার বিপক্ষে চলে যেত

১১| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫২

নিরাপদ দেশ চাই বলেছেন: সবচেয়ে ভাল হয় খালেদা জিয়া ৫ই জানিয়ারীর নির্বাচন মেনে নিয়ে নির্বাচনের দাবি ছেড়ে দিলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.