নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরাপদ দেশ চাই

নিরাপদ দেশ চাই › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ক্রিকেট, দেশের মানুষ ও নিরাপত্তা ব্যবস্থাকে স্যলুট জানিয়েছে স্টোকস

০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৩

বাংলাদেশের পুলিশ বাহিনীর ওপড় থেকে মানুষের শ্রদ্ধাো আস্থা এক প্রকার উঠেই গিয়েছিল বলা চলে।বিশেষ এক দলের সেবা করতে গিয়ে তারা জনগনের বিরুদ্ধেই চলে গিয়েছিল। পুলিশের খারাপ কাজের লিস্ট বানাতে বসলে হয়ত লিখে শেষ করা যাবে না, তারপরও ভাল কিছু কাজের প্রসংসাও তাদের প্রাপ্য। বিরোধি দল দমন করতে গিয়ে পুলিশা বাহিনি অনেকের ক্রোধের শিকার হয়েছে, অনেক নীরিহও হয়ত হেনস্তার শিকার হয়েছে তবে একথা অস্বীকার করার উপায় নাই যে দেশ থেকে হরতাল এবং পেট্রোল বোমা সন্ত্রাসের মত নিকৃষ্ট আন্দোলন তারা বন্ধ করতে সমর্থ হয়েছে। জুলাইয়ে গুলশানে জঙ্গী হামলার পর বহিরবিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি ধুলায় নিক্ষিপ্ত হয়েছিল। উচ্চবিত্ত, প্রভাবশালী পরিবারের ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেরা জঙ্গীবাদে জড়িয়ে পড়ায় পুরো দেশের মানুষের গায়ে জঙ্গী তকমা এটে গিয়েছিল।জঙ্গীবাদ দমনে পুলিশি ভুমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠলেও এটা অস্বীকার করার উপায় নেই যে পুলিশ জঙ্গীবাদ দমনে শতভাগ সফলতা দেখিয়েছে।বাংলাদেশ ও বাংলাদেশের জনগন যে জঙ্গীবিরোধি এটা বহির্বিশ্বে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে। শুধু তাই নয় বাংলাদেশে ইংল্যন্ড ক্রিকেট দলকে আনার মত পরিবেশ সৃষ্টি করতে পেরেছে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দল বহুদিন ধরেই আমাদের গর্বিত করে চলেছে। সদ্য সমাপ্ত সিরিজ জয়ে সাকিবের স্যলুট এখন ফেসবুকে ভাইরাল। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্টোকস লিখেছেন, ‘দারুণ একটা টেস্ট আর ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশকে স্যালুট। নিরাপত্তা ব্যবস্থা আর ওখানকার মানুষকে স্যালুট। আর অবশ্যই সাকিবকেও স্যলুট"।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


স্যালুট পাচ্ছে বাংগালীরা, খারাপ নয়, চলুক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.