নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরাপদ দেশ চাই

নিরাপদ দেশ চাই › বিস্তারিত পোস্টঃ

কাল বিড়াল উপাখ্যান

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫১

গোল্ড ফিস মেমোরির বাঙ্গালী জাতি যেখানে একদিন আগের স্মৃতিও মনে রাখতে পারে না সেখানে কয়েক বছর আগের স্মৃতি কিভাবেই বা স্মরনে রাখবে। স্মৃতিভষ্ট বাঙ্গালী জাতিকে পাঁচ বছর আগের একটি স্মৃতি মনে করাতে চাই।ফেব্রুয়ারী ২০১২ সাল- দেশের সব কটা দৈনিকের হেডলাইন হয় ''টাকার বস্তা সহ রেলওয়ের মহা ব্যবস্থাপক ইউছুফ আলী মৃধা ও রেলওয়ে পুলিশের কমানডেনট এনামুল হক বিজিবির পিলখানা সদর দপ্তরেে ঢোকার মুখে আটক!''
বিস্তারিত খবরে জানানো হয় গাড়িটি সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারের ।বস্তা ভরা টাকা নিয়ে গাড়ি চালক আজম আচমকা গাড়িটি পিলখানা সদর দপ্তরে ঢুকিয়ে দেয় এবং হাতে নাতে ধরা পড়ে বিশিষ্ট চোরেরা। এর পরপরই গারি চালক আজম পালিয়ে চলে যায় অজ্ঞাতবাসে। পরবর্তীতে ঘটনা ধামাচাপা দিতে শুরু হয় রাজনৈতিক বিনোদন। সুন্রঞ্জিত সেনগুপ্ত জানান রেলের কালবিড়াল ধরা পড়বেই এবং কাল বিড়াল হিসেবে তিনি উপস্থাপন করেন গাড়ী চালক আজমের নাম!সুরঞ্জিত সেন গুপ্ত এ বেপারে রেবের হস্তক্ষেপ কামনা করে বলেন, কাল বিড়ালকে শায়েস্তা করতে পারবে রেব!!

বিনোদনবঞ্চিত জাতি আবারও নতুন করে পায় বিনোদনের খোরাক। ব্লগে, ফেসবুকে মুল ঘটনার চাইতেও অধিক প্রাধান্য পায় কালবিড়াল সম্পর্কিত কার্টুন ,কোলাজ ও এই জাতিয় কৌতুক। হাতেনাতে ধরা পড়েও বিচার হয় না এত বড় অপরাধের।অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় , রাজনৈতিক বক্তব্য দেয়, সংবিধান বানায় আর আমরা ব্যস্ত থাকি তাদের নিয়ে কৌতুক করতে!!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হায়াতুল ইজ্জত মাওলা পাকের ইচ্ছা। তারপর যা হলো এক কথায় ইতিহাস, নামের সাথে সার্থক সমার্থক শব্দ। ইহা কি বিচারের চাইতেও কম?

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৩

স্বপন খাঁন বলেছেন: ১৯১২ সালে? আপনিও তো ভুলে গেছেন।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৮

তুহেল আহমেদ বলেছেন: অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় , রাজনৈতিক বক্তব্য দেয়, সংবিধান বানায় আর আমরা ব্যস্ত থাকি তাদের নিয়ে কৌতুক করতে!!

আসলেই তাই।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫

বাঘাবাইন বলেছেন: সুরঞ্জিত মারা গ্যাসে, আলহামদুলিল্লাহ! এর চাইতে ভালো খবর আজকে আর নাই।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১১

নিরাপদ দেশ চাই বলেছেন: সালটা ২০১২ হবে। ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।এডিট করে দিয়েছি।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৪

প্রথম স্পর্শ বলেছেন: সু প্রিয় বাঘাবাইন,
ন্লাশের কোন দোষ থাকেনা

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: এনিয়ে রাজনীতি করার কিছু নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.