নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীড় রশ্নী

নিজেকে এবং জীবনকে বোঝার চেষ্টা করছি.....। কিন্তু বার বার ভূল হয়ে যাচ্ছে। ভূল গুলো থেকে শিখার চেষ্টা করছি। সমস্যা এখানেই - শিখতে পারছি না!!!!!

নীড় রশ্নী › বিস্তারিত পোস্টঃ

প্রবাসী রিপোর্টাস্‌

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

একটি জাতিকে চিনতে পারা যায় তিনটি উপায়ে- ১- তার ভাষা। ২- তার কালচার। ৩- তার শিক্ষা। আর এই তিনটিতেই আমরা শ্রেষ্ঠ, এতে কোন দ্বিমত নেই। তার মানে আমার জাতি হিসেবে শ্রেষ্ঠ? যদি তাই হয়- তবে আমরা অন্য জাতির কাছে কতোটুকু পরিচিত? এই প্রশ্ন বার বার মনে আসে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে জাতিকে অন্য জাতির কাছে পরিচিত করার অন্যতম মাধ্যম হলো, ঔ জাতির গণমাধ্যম বা মিডিয়া বা তার জার্ন্যাল। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের বেশির ভাগ গণমাধ্যম কর্মীগুলো একটি বিশেষ মহলের হস্তগত। যার ফলে বার বার প্রশ্নবিদ্ধ হচ্ছে গণমাধ্যমগুলো। এর কারন হিসেবে ধরা যেতে পারে, গণমাধ্যম কর্মীগুলোর অদক্ষতা ও বিশেষ মহলের চাটুকতা। এক কথায় বলা যায়- নিন্মমানের মিডিয়াকর্মী। সাত হাজার মাইল দূরে, প্যারিস শহরেও এর ব্যতিক্রম নয়। প্যারিস শহরকেও ঘিরে আছে একদল নিন্মমানের মিডিয়াকর্মী। যারা সবাই বাংলাদেশি মিডিয়ার সাথে যুক্ত। গত ১৭ই ফেব্রুয়ারী ২০১৩ ফ্রান্সের রাজধানী প্যারিসে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ও শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরন মঞ্চের সঙ্গে একাত্মতা প্রকাশে এক সমাবেশের আয়োজন করা হয়। যা আয়োজন করে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানরত সকল ব্যক্তি ও সকল দলীয়, ও সকল সংস্কৃতিক সংগঠন। এবং একাত্মতা প্রাকাশ করে ঔখানে আসা পাচঁ বৎসরের শিশুটিও। কিন্ত দুঃখের সঙ্গে বলতে হয়-- এই রিপোর্টটি করা হয় একটি বিশেষ গুষ্ঠিকে প্রচার ও পরিচিত করার জন্য। তাই নীতিগত ভাবে আমি " ব্লগার রনি " এই রিপোর্টটিকে প্রত্যাক্ষান করলাম। তাই চাটুকাকে অনুরোধ করবো আয়োজক হিসেবে রিপোর্টটি থেকে আমার নাম (ব্লগার রনি) উঠিয়ে নেবার জন্য।



--------------------নীড় রশ্নী লি (রনী)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.